বইটি পড়ি পড়ি করে পড়া সম্ভব হয়নি।
কত গভির ভাবনা এই মহান মানুষটির মাঝে। তাঁর লেখা না পড়লে অনেক অজানা থেকে যাবে জিবনে।
বইটি কিনেছি অনেক পূর্বেই কিন্তু সম্পূর্ণ পড়া সম্ভব হয়ে উঠেনি। ঈদের ছুটিতে একরাতেই গাজা খোরের ন্যায় পড়লাম।
মনের অনেক অজানা এবং এই মহান ব্যাক্তি সম্পর্কে জানা হল। তাঁর প্রথম পৃষ্টাই অনেকক্ষণ চোখ আটকিয়ে গেল। একাধিক বার পড়েছি
এবং তাঁর চিন্তা চেতনা নিয়ে নিজেকে অনেক জানার চেষ্টা করেছি।
তাঁর লেখা তুলে ধরলাম, ” একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাংগালি হিসাবে যা কিছু বাংগালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পইক্তির উৎস ভালবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। ”
এখন আমাদের রাজনীতিবিদদের এই উক্তিটি গভিরভাবে ভাবা দরকার তারপরে রাজনীতি করা দরকার বলে আমি মনে করি।
১৭টি মন্তব্য
লীলাবতী
বইটি কার লেখা এবং এই উক্তিটি কার ভাইয়া? আমাদের দেশের রাজনীতি পচে গিয়েছে,রাজনীতিবিদরা আর দেশ নিয়ে ভাবেন না।
মোঃ মজিবর রহমান
দিদি বর্তমানে রাজনিতি পচা ডিম
ভাঙ্গলেই পচা দূর গন্ধ।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
অনিকেত নন্দিনী
বইয়ের নাম কী? কার লেখা?
বইয়ের সব লেখাই কি সত্যি হয়?
ওখানে লেখক নিজেই তার স্রষ্টা। নিজের ইচ্ছেমতো রঙ দিয়ে চরিত্রের ছবি এঁকে যায়।
মোঃ মজিবর রহমান
দিদি সবার সঙ্গে তিনি মেশে না।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
শুভেচ্ছা অবিরত।
ব্লগার সজীব
ভাইয়া বইয়ের নামটি বলুন।পড়ে দেখি।
মোঃ মজিবর রহমান
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
জিসান শা ইকরাম
তার লেখা থেকে বোল্ড করা অংশের কথা গুলো সুন্দর।
আর একটু বিস্তারিত পোষ্ট হলে ভালো হতো।
মোঃ মজিবর রহমান
ভাই বিস্তারিত দিয় নাই কারণ সবাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছে মনে করে।
শুন্য শুন্যালয়
কজন মানুষ অক্ষয় ভালবাসা থেকে রাজনীতি করেন কে জানে, সত্যিটা এমনই তো হওয়া উচিৎ ছিলো। বই পড়লে নিজেকে নিয়ে ভাবনার অবকাশ মেলে।
নীলাঞ্জনা নীলা
বইটির নাম কি “কত গভীর ভাবনা?” ;?
মোঃ মজিবর রহমান
বইটির নাম অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর।
প্রজন্ম ৭১
বঙ্গবন্ধুর পক্ষেই এমন ভাবনা সম্ভব।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন। শুধু ভাবনাই নয়, রাজনিতি কত কস্টের এবং ত্যাগ তিতিক্ষার তা তাঁর এই বইটি পড়লে অনুধাবন করা যাই।
খেয়ালী মেয়ে
বর্তমান রাজনীতিবিদদের এমন করে ভাববার সময় কোথায়..?
মোঃ মজিবর রহমান
কারণ আছে, টাকার বিনিময়ে যখন পদ পাওয়া জাই তখন কেন ভাববো, বা জেল জুলুম সহ্য করব?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সকল সুস্থধারার রাজনিতীর জনক বঙ্গবন্ধু -{@ এমন বই পড়াতো দূরে থাক নুণ্যতম শিক্ষাগত যোগ্যতার ছোয়াঁ থাকলে আমাদের রাজনিতী আরো অর্থবহ হত।কিন্তু সব কিন্তুই রয়ে গেল ভাই জান -{@ ।
মোঃ মজিবর রহমান
মনির ভাই, শিক্ষার যোগতা নিয়ে আমার আফসোস না, আফসোস তাকার বিনিময়ে দলে যোগ্য হীন দের জায়গা দেয়া, এখন আমাদের দেশের সৎ, যোগ্যতা, নিতীবান মানুষ ও রাজনিতি বিদ আছে কিন্তু তাদের কোন রাজনৈতিক দলে জায়গা হয়না। হয় দল যখন বিপদে পড়ে এবার তাদের খজ পরে সাময়িক …