
কই যাই ভাই! কই যাই!
যাওয়ার জায়গা জানা নাই।
পূর্বে মানা পশ্চিমে মানা
উত্তর দক্ষিনেও যাওয়া যাবেনা।
ভাবলাম তবে ডানে যাই
সেখানেও যাবার যো নাই।
বামে হয়তো পারবো যেতে
সেখানেও পড়েছি বিপত্তিতে।
উপর নিচ যাব উপায় নাই
এখনো যায়নি প্রানটাই।
বলনা ভাই ! কই যাই!
যেখানে যাই অশান্তি যে
হরেক রকম ভোগান্তি যে।
কোথাও আছি গুলির ভয়ে
কিংবা বোমা আতংক নিয়ে।
কোথাও করে কে হামলা
কিংবা কেউ দেয় মামলা।
কে কোন কথায় কখন
চটবে যখন তখন।
বানাবে কেউ রাজাকার
কিংবা দোষর স্বৈরাচার।
ভাবে যদি কেউ বল সরকারী বা বিরোধী
দু দলই বিপক্ষতে হবে তড়িৎ সমাধী।
কাঁধে ব্যাগ নিয়ে চলা বড় দায়
র্যাব পুলিশ বিজিবি পথ আটকে দাড়ায়।
মুখে যদি থাকে দাড়ি, টুপি খানা মাথায়
আইনের চোখে সন্দেহ! চালান তবে থানায়।
হরতাল অবরোধে মনটা অবরুদ্ধ
চারদিকে করা পাহাড়া যেনো দেশে যুদ্ধ।
ওৎ পেতে আছে কেউ মারতে বা ধরতে
এরই মাঝে আমি বেচারা যাই কোন মর্তে।
কেউ মারে, বোম মেরে
কেউ নেয়, থানায় ধরে।
কে ভাল! কে মন্দ! বুঝার সাধ্য নাই
মহা ফ্যাসাদে আমরা জনগন! বল কই যাই।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে। খুব ভালো লাগলো ভাইয়া। ছন্দ মিলানো অনেক কঠিন , মিলিয়েছেন ভালো। আমরা আম জনতা আসলেই রয়েছি বিপাকে। সবখানে ছড়িয়ে আছে বিপদ সংকেত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
আতা স্বপন
শুভ কামনা, ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
এতো অস্থিরতা নিয়ে কোথাও যাওয়া হয়না। বেধে দেওয়া গন্ডিকে অতিক্রম করা দুঃসাধ্য বৈকি।
ছন্দে লেখা একান্ত অনুভূতিটা কবিতায় ভালো ভাবেই তুলে ধরেছেন।
শুভ কামনা 🌹🌹
* ছবিটা ভালো হয়নি। আরেকটু ছোট করা যেত। 🙂
আতা স্বপন
কবিতা নিয়ে ভাবতেই হয়রান
নাদান এ কবি
ভাবের ভাবনায় বিভোর মনে
গুরুত্বহীন তাই ছবি।
বড় ছোট যাই হোক
কিবা আসে যায়?
আমিতো ভাবুক কবি
ডুবে আছি ভাবনায়।
=====================ধন্যাবাদ ==========শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আপনি দেখছি স্বঘোষিত কবি! সোনেলা ধন্য এমন কবি পেয়ে,
লিখুন মনের আনন্দে,
সকলেরটাও পড়ুন সানন্দে 🙂
আতা স্বপন
কবিতা লিখে কবি হই কখনো
গল্প লিখে গল্পকার
উপন্যাস লিখি যদি উপন্যাসিক হব
ছড়া লিখে ছড়াকার।
ছন্দে ছন্দে
জীবনানন্দে
প্রকাশিব ভাবনার।
মোঃ মজিবর রহমান
আতা ভাই, আপনার কন্ঠে গান শুনতে চাই। একদিন কোন শুক্রবারে হোকনা দেখা। ঐ সেই কোন জাবিতে শুনেছিলাম গান শুনতে ইছহে হয় আবার।
আতা স্বপন
Inshallah! we meet again soon.
মোঃ মজিবর রহমান
এতো চিকন পেটে আবার যাবে কোথায়
খুজে পাবেনাতো কোথায়ও।
ডানবাম সৃষ্টি সুখের উল্লাসে
আমরা মাতি মনসুখে আনন্দে।
সরকারী স্ববিরোধী সবাই চাপাবাজ
জনগন সবই তিন নাম্বার বাচ্চা ঘাপ।
দোষ দিব কার ব্যাবহারের না কর্মের
অন্যায়কারী অন্যায় ধর্মের মুখোশ উপরিই।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
গন্তব্য নিয়ে লেখা ভাল লাগল।
আতা স্বপন
ধন্যবাদ