কই যাই

আতা স্বপন ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১২:৫৯:৫৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

কই যাই ভাই! কই যাই!
যাওয়ার জায়গা জানা নাই।
পূর্বে মানা পশ্চিমে মানা
উত্তর দক্ষিনেও যাওয়া যাবেনা।
ভাবলাম তবে ডানে যাই
সেখানেও যাবার যো নাই।
বামে হয়তো পারবো যেতে
সেখানেও পড়েছি বিপত্তিতে।
উপর নিচ যাব উপায় নাই
এখনো যায়নি প্রানটাই।
বলনা ভাই ! কই যাই!
যেখানে যাই অশান্তি যে
হরেক রকম ভোগান্তি যে।
কোথাও আছি গুলির ভয়ে
কিংবা বোমা আতংক নিয়ে।
কোথাও করে কে হামলা
কিংবা কেউ দেয় মামলা।
কে কোন কথায় কখন
চটবে যখন তখন।
বানাবে কেউ রাজাকার
কিংবা দোষর স্বৈরাচার।
ভাবে যদি কেউ বল সরকারী বা বিরোধী
দু দলই বিপক্ষতে হবে তড়িৎ সমাধী।
কাঁধে ব্যাগ নিয়ে চলা বড় দায়
র‌্যাব পুলিশ বিজিবি পথ আটকে দাড়ায়।
মুখে যদি থাকে দাড়ি, টুপি খানা মাথায়
আইনের চোখে সন্দেহ! চালান তবে থানায়।
হরতাল অবরোধে মনটা অবরুদ্ধ
চারদিকে করা পাহাড়া যেনো দেশে যুদ্ধ।
ওৎ পেতে আছে কেউ মারতে বা ধরতে
এরই মাঝে আমি বেচারা যাই কোন মর্তে।
কেউ মারে, বোম মেরে
কেউ নেয়, থানায় ধরে।
কে ভাল! কে মন্দ! বুঝার সাধ্য নাই
মহা ফ্যাসাদে আমরা জনগন! বল কই যাই।

৫৭৮জন ৪৬২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ