
ওরে আয় আয় আয়রে সবে
আবার একদিন ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার দলছুট হয়ে,
দূর্বা ঘাসের ডগায় বসা লাল ফড়িং ধরতে-
সংগোপনে সন্তর্পনে যাই এগিয়ে।
নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
২৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
ফিরতে আমরা চাই-ই, সময়ের না-ফেরায়!
কিন্তু আধা-পৌঢ়া হলে তো সমস্যা থেকেই গেল!!
সুরাইয়া পারভীন
আধ-পৌঢ়া বয়সের ক্লান্তি ভুলতে পারলে
তবেই তো দুরন্ত কৈশোরে ফিরা সম্ভব
অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
ছবির সাথে লেখনী বেশ মানানসই, দিদি।
সুরাইয়া পারভীন
ছবিটা রাজশাহীতে তোলা দাদা
লেখার সাথে দারুণ মিলে গেছেে
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অতীতে ফিরে যাওয়ার কবির আকাঙ্ক্ষা পূর্ণতা পাক — আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকবেন । শুভ কামনা ।
রোকসানা খন্দকার রুকু
এমন আশা সবার মনেই থাকে। সবার এ আশা পূরণ হোক!!!
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
ফেরা আর হয় না। আশা শুধু থাকে
সুরাইয়া পারভীন
আশাটুকুই বেঁচে থাকার মূল মন্ত্র
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিমা আক্তার
আহ্! কি সুন্দর আহ্বান। তবুও যায়না ফেরা, সময় আমাকে নিয়ে এসেছে গোধূলি বেলায়। প্রভাতের ডাকে ফিরে কি করে? শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
গোধূলির ধূসর সময়ে এসে
প্রভাতের উজ্জ্বল ঝলমলে সময়ে ফেরা যায় না
শুধু স্মৃতির পরশ মাখা, স্মৃতি রোমন্থন কথা যায়
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রিতু জাহান
প্রভাতবেলা শিশির ভেজা ঘাসবুকে
মধ্যাহ্নে বাজে না বলা যতো কথা বাজে
চলে গেছে বেলা কথার ছলে, কাজের ফাঁকে
যাই যাই করে,,
শরমে বেঁধেছে প্রথম প্রণয় কিশোরী,
মধ্যাহ্নের অবসরে সে গিট গিট খুলেছে,,,
নদী বয়ে গেছে নদীর মতো শতো শতো ঘাট পেরিয়ে।
ফেরা হয়নি আর চেনা ঘাটে,,, জীবন যদি কোনো জোয়ারভাটার নদী হতো তবে উজানে ফিরা হতো চেনা সব ঘাটে।
ভালো লাগলো লেখাটা।
সুরাইয়া পারভীন
নদী শতো ঘাট পেরিয়ে গেলেও
উজানের টানে বার বার ফিরে আসে
আহা! জীবন যদি স্রোতস্বিনী নদী হতো
তবে আবার একবার ফেরা হয়তো
দুরন্ত শৈশবে কৈশোরে
মন্তব্যের ঘরে একটা চমৎকার কবিতা
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রিতু জাহান
আপনিও ভালো থাকবেন আপু।
ভালবাসা রইলো
তৌহিদুল ইসলাম
উদ্দাম ছেলেবেলার কথা মনে পড়ে গেলো আপনার লেখা পড়ে। আহা! জীবন কতই না সুন্দর ছিলো!
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ফিরে চল মাটির টানে, শৈশব, কৈশোরের বালুকাবেলায়। চমৎকার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️
সৌবর্ণ বাঁধন
কবিতায় অনেক কিছু হয়। কবিতায় টাইম মেশিন নেমে আসে দুম করে, হারিয়ে যায় স্থান কালের সংকীর্ণতা। শুভেচ্ছা জানবেন।