ঐ পথ

রিতু জাহান ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:৩২:০৩পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

যে দিন গুলোতে আমার মন একটু ভার হয়ে থাকে সেইরকম একটা দিনে আমি গালে হাত দিয়ে বসে, মনটা ভীষন বেজার এমন একটা নেতিয়ে পড়া ভাব নিয়ে ঘরে বসে অশ্রু বিসর্জন দিতে রাজি নই।

আমি আমরা আমাদের বুকের গভীরে যে ক্ষত গুলো চাপা পড়ে রয় তা তখনই আমি অন্তত বের করে দিতে চাই, তা কখনও ঐ রেল লাইনে খালি স্লিপারে বসে ঐ দিগন্তে মিশে যাওয়া আকাশটাকে কতো কথাই বলে ফেলি!সন্ধ্যা, তুমি বড় ভাগ্যবতী, তোমাকে আলিঙ্গন করতে সূর্যের যে কি আকুলি বিকুলি!

কখনও কাগজে কলমের খোঁচায় লিখে ফেলি কতো কথা!লোকে বলে মানুষের থেকে কাগজের সয় বেশি।

কখনও আমরা এমন কাউকে খুঁজি, সে ছেলে হোক কি মেয়ে হোক, বলে ফেলতে চাই, ক্ষতগুলো শেয়ার করে বুকের গুমট ভাব ঝেড়ে ফেলতে চাই। তখন মানসপটে সেই বন্ধুটির ছবি বড় করে সাজিয়ে ফেলি। আশা করি কোনো ভুলে সে কখনোই আমার হাত ছেড়ে দিবে না। আমাকে দেখেই বলে দিবে, এই তুই কি ভালো আছিস?

কি খাবি? ঘুমাই ছিলি? আয় মাথা বিলি করে দেই, ঘুমা একটু!

পুরুষ; ক্লান্তিতে নিঃসঙ্গতায় স্বস্তির জন্য একজন সুবোধ সঙ্গী  চায়। পুরুষ কিন্তু সেই সঙ্গী হিসেবে শুধু নারীর শরীরটাই খোঁজে। শরীর! মন কেন নয়?

 

৬৩১জন ৬৩১জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ