
তুমি চলে যাওয়ার পর থেকে এখনো অব্ধি কেউ ফিরে থাকায় নি। একবারও অপলক দৃষ্টিতে চেয়ে দেখেনি আমার দু – চোখের ভাষা।
একে একে আকাশের মেঘপুঞ্জ ক্রমাগত দূর চলে যায়।
শ্রাবণের বারিধারার মতো করে দিনভর বৃষ্টি!
অজস্র গাছের পাতা নুয়ে আছে।
অথচ বর্ষার বাঁধ ভাঙা ঢেউ চারদিকে জুড়ে।
কবিতারা সেই কবে ছুটিতে গিয়েছে।
এখনো ফেরেনি।
তুমি কবিতা হতে চেয়েছিলে, দেবজ্যোতি।
আর আমি তোমার একাগ্র পাঠক।
আজ বড় মনে পড়ে সেদিনের কথা।
তুমি তো পাশে থাকার নাম করে এসেছিলে হৃদয়ের খুব কাছাকাছি। সারাজীবন পাশে থাকবে বলে।
এক দুপুরে কোনকিছু না বলে তুমি চলে গেলে।
বড্ড ভারি একা করে।
বার্লিন শহরের কোন এক রেস্তোরায় তোমার কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেলো তোমার কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত।
কখনো হিমুর চরিত্রে অবগাহন!
কখনো আবার শুনাতে নিজের লেখা কবিতাপাঠ।
অথচ এ শহর বিপ্লবের শ্লোগানে মুখরিত।
যে বিপ্লব কবিতা ভালোবাসে শ্লোগানে শ্লোগানে ফুটে ওঠে কবিতার পূর্ণতা।
সে বিপ্লব কবিতাকে অমরত্ব দান করে।
রাত নামলে তারকারাজি যখন উঁকিঝুঁকি করে ফুলের গা ছুঁয়ে আসে তখন অসংখ্য হলুদ প্রজাপতির দল।
সে শহরে আজ তোমার কথা বড্ড মনে পড়ে, দেবজ্যোতি।
বরং এ বর্ষায় তুমি ফিরে এসো।
.
ছবিঃ সংগৃহীত।
৭টি মন্তব্য
আরজু মুক্তা
সবাই চোখের ভাষা পড়তে পারে না। আবার অপেক্ষা একজনের জন্য হয়। বর্ষায় সবকিছু সজীব হয়। আসুক ফিরে সে সকল সতেজতা নিয়ে।
দারুণ কবিতা।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
গ্রীষ্মের খরতাপ কাটিয়ে বর্ষার সতেজতা, সজীবতা ফিরে আসুক আপনজনের হাত ধরে। চমৎকার কবিতা। অবিরত শুভেচ্ছা ও শুভকামনা রইলো 💓💓💓
হালিমা আক্তার
বর্ষার বর্ষণে সজীব হয়ে উঠুক প্রকৃতি। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
প্রেম ও বর্ষা যেন ওতোপ্রোতভাবে জডিয়ে।
শুভ কামনা সুন্দর কবিতার জন্য
স্বপ্নীল মেঘ
মিথ্যা প্রত্যাশা নিপাত যাক!
বৃষ্টি হয়ে উঠুক ভালোবাসায়
মুখর।
সুন্দর প্রকাশ। 💚
জিসান শা ইকরাম
চিঠির আদলে লেখা কবিতা অনেক ভালো লেগেছে।
বর্ষায় প্রিয়তমার আগমন হোক,
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আপনার লেখা বরাবরি মনোমুগ্ধকর। অনুভূতিতে দোলা দিয়ে যায়। শুভকামনা দাদা।