
যখন তোমার ভাবনা গুলো জোরো হয়
এক ঝলক হেমন্তের বাতাসের সাথে,
ভিড় করে অজস্র স্মৃতি।
স্মৃতি? নাহ,যা কিছু অমলিন তাতো স্মৃতি নয়।
অনেক যে ভালোবাসা ছিলো তা কিন্তু নয়!!
সূর্যোদোয় থেকে সূর্যাস্ত,রজনী হতে ভোর
এরই মাঝে ছিলো ভাবনার পথচলা।
অথবা কর্মব্যস্ততার ফাঁকে,
কখনো চলতি পথের বাঁকে
যেটুকু চোখাচোখি,
অফুস্ট শব্দে বলা,না বোঝা কথা গুলো
বুঝে নেবার দুর্বার আকুতি,,
খুব বেশি ভালোবাসা ছিলো নাতো!!
কিছুটা ধুলি মাখা, একটু শেওলা ধরা
ভালোলাগার ছোঁয়ায় উজ্জ্বল হতে চাওয়া
মণিমুক্তা সম মুহূর্ত গুলো, সেতো স্মৃতি না।
হাজারো মুখের ভিড়ে শুধু একটি মুখকেই
বারবার খুঁজে ফেরা,,
ভালোবাসা ছিলো কি ছিলো না??//
শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে
মন বাগানে বসে যখন ভাবতে চাই,
তখনই এক ঝলক উত্তরের হাওয়া
সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।
২৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাল লাগলো ভীসন।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাইজান।আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।শুভেচ্ছা ও শুভকামনা জানাবেন।
জিসান শা ইকরাম
একান্ত অনুভুতির ভাবনা বেশ ভাল লাগলো।
কাউকে অনুভব করতে চাইলে খুব বেশি ভালবাসা দরকার নেই আসলেই,
একটু হাসি, একটু স্পর্শ এনে দিতে পারে স্বর্গের সুখ,
উত্তুরে হাওয়া দূর হয়ে যাক।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ। এইসব অনুপ্রেরণার কারনেই লিখতে উৎসাহ পাই।শুভ কামনা রইলো।ভালো থাকবেন।
মায়াবতী
যা কিছু অমলিন সে তো স্মৃতি নয়! অমলিন সেই সব স্বর্ণালী সময় টুকূ আসলে কি!!!!
এলো মেলো ভাবনার মণিমুক্তা সম মুহুর্ত গুলো নিয়ে সুন্দর লিখেছো বোন। -{@
সাবিনা ইয়াসমিন
Thank you soooo much আপু ।সবাই এতো ভালো বললে লজজা লাগে।একটু ভুল চুক ধরিয়ে দিলে আমারই লাভ হতো।শুভকামনা রইলো ।ভালো থাকবেন।
মাহমুদ আল মেহেদী
আনুভূতিগুলি ভালো লাগাইছ্ন।এটাইতো সার্থকতা। ধন্যবাদ ।
সাবিনা ইয়াসমিন
শুকরিয়া,,ভালোলাগাটা মন ছুয়ে গেলো।ভালো থাকুন ,,শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনার ভালোলাগায় একটু বরফ ফেলে দিচ্ছি!!
বানানের দিকে সামান্য লক্ষ্য দিতে হবে প্রথমত (আমার কিন্তু অনেক ভুল থাকে)
গায়ে মোটা-সোটা শীত-কাপড় জড়িয়ে নিন,
একান্ত না পেলে অন্য ব্যবস্থা থাকার কথা!!
বেশি বেশি করে লিখতে থাকুন।
সাবিনা ইয়াসমিন
বানান নিয়ে আমি আসলেই খুব ঝামেলায় থাকি।অনেক সময় এটা হবে না ওটা হবে ভেবে ভেবে ভুল বানানেই লিখে ফেলি।আবার কেউ সংশোধোন না করায় বুঝতেই পারিনা ভুল টা কোথায় ছিলো।উপকার করলেন ভুল টা ধরিয়ে দিয়ে।সব লেখাতেই বরফ ঢেলে যান।বরফ থেকে যদি ভালো কিছু হয় তাহলে আর আপত্তি করবো কেন !!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে
মন বাগানে বসে যখন ভাবতে চাই,
তখনই এক ঝলক উত্তরের হাওয়া
সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।
ভাবনাগুলো এমনিই কেবলি পালিয়ে বেড়ায় -{@
লেখাটা কবিতা পাঠের মতন পড়লাম।খুব ভাল লাগল।
সাবিনা ইয়াসমিন
এতো ভালো লাগলো আপনার !! সবার ভালো লাগা দেখে উত্তরের পালিয়েই গেলো।ভালো থাকবেন।শুভ কামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
উত্তরের হাওয়া” হবে,,😂😂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@
নাসির সারওয়ার
ও আল্লাহ! আমার কাব্যিক রাজ্যে দেখি এখন অনেক কবিদের ভীড়! ভালো ভালো। লিখুন।
অনেক ভালো লিখেছেন।
তবে আমার কবিতা কিন্তু আপনাকে পড়তেই হবে!
সাবিনা ইয়াসমিন
অবশেষে আপনি দেখা দিলেন !!!সোনেলায় থাকবো আর আপনার কবিতা পড়বো না তাকি হয় !!!! আগের গুলো পড়া শেষ ,এখন নতুন নতুন লেখা দিয়ে আমাদের ভালো লাগার দরজা ,জানালা খুলে দিন 😂😂।
রিতু জাহান
ভালবাসার নিজস্ব এক জানলা আছে আমার। আমি আর সে। সে আর আমি উঁকি দেই। শিউলি দেখি। দূর পাহাড়ের নীলকুরিঞ্জি দেখি।
ভালবাসা যেটুকু থাক তা তো ভালবাসাই।
বেশ সুন্দর লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপু।শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন। -{@
নীলাঞ্জনা নীলা
এলোমেলো ভাবনা আপনার, আমার এ মন স্পর্শ করলো।
ওহ আমার কাছে কিন্তু “এলোমেলো কিছু কথা” আছে।
সাবিনা ইয়াসমিন
তাই ? তাহলে তো এলোমেলো কথা গুলো শুনতেই হবে !! ঝটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিতে সোনেলার ঠিকানায়,,, (3
নীলাঞ্জনা নীলা
আমার “এলোমেলো কিছু কথা” পোষ্টগুলো এই সোনেলাতেই আছে। এখন আর সেভাবে লেখা হয়না। আগে খুব লিখতাম।
ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
সবাই আমার লেখাটি পড়ে অনেক দারুন দারুন মতামত দিয়েছেন দেখে সত্তিই অনেক ভালো লাগছে।লেবুর রস (যাবতীয় ভুল গুলো) আমার কাছে ছিলো।তাতে পরিমান মতো চিনি (মতামতকারী দের ভালোবাসা) পেয়েছি।আর সাথে বাড়তি পেয়েছি বরফ 😀 ।সব মিলিয়ে চমৎকার ভাবে উপভোগ করেছি।অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।থাকবেন সকলেই। -{@
ছাইরাছ হেলাল
তাহলে বরফকে উপাদেও বলছেন!