
গৌরীপুর জংশন
হুমায়ূন আহমেদ
সাধারণত দেখা যায় হুমায়ূন আহমেদের বইয়ে প্রচুর এপিগ্রাম থাকে। তবে এই বইটিতে এপিগ্রামের পরিমান কম দেখতে পেলাম।
১। মায়ায় সংসার চলে না।
২। গরিব মানুষের জন্য মায়া খুব খারাপ জিনিষ।
৩। ভদ্রলোকেরা বিপদে পরলে মজার কাণ্ড কারখানা করে।
৪। কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা। যার হাতে কাচা পয়সা থাকে তার মনও সবসময় ভালো থাকে।
৫। যাদের মুখ খারাপ তাদের মনটা থাকে ভালো। যাকিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, জমে থাকেনা। ভদ্র লোকদের মুখ দিয়ে খারাপ কিছু বের হয় না। সব জমা হয়ে থাকে মনে।
৬। মেজাজ ঠিক থাকলে ফেরেশতা, বেঠিক থাকলে শয়তানের বাদশাহ।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
যা মনে জমা থাকে, তাই-ই কিন্তু বের হয়ে আসে 🙂
মজা লাগলো আপনার এপিগ্রাম।
মায়ায় সংসার চলেনা, এই সংসার কিসে চলে আজো জানিনা।
মরুভূমির জলদস্যু
এপিগ্রাম গুলি আমার না হুমায়ূন আহমেদের।
আবু খায়ের আনিছ
আপনি পড়ে আমাদের জানাতে থাকুন, আমরাও জেনে যাই।
মরুভূমির জলদস্যু
ঠিক আছে, চলবে……
নীতেশ বড়ুয়া
৩ নং ছাড়া বাকি সবকিছুই দেখেছি জীবনে 😀
ম.জ ভাই চালিয়ে যান… ফাঁকে ফাঁকে ছবি আর অংকের পোস্টগুলো চাই কিন্তু :p
মরুভূমির জলদস্যু
আচ্ছা, মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
নীতেশ বড়ুয়া
😀 অক্কে 😀
লীলাবতী
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
স্বাগতম
অরুনি মায়া
মায়া নিয়ে এতকিছু , আচ্ছা জানলাম 🙂
মরুভূমির জলদস্যু
হুম
নীলাঞ্জনা নীলা
প্রথম কথা ময়মনসিংহের গৌরীপুর গিয়েছি বহুবার। আর হুমায়ূন আহমেদের এপিগ্রাম তার কথা নতূন করে আর কি বলবো?
বরং কৃতজ্ঞ আপনার কাছে যে এসব তুলে ধরছেন আমাদের কাছে। -{@
মরুভূমির জলদস্যু
গৌরীপুরের খুব কাছ থেকে ঘুরে এসেছি, কিন্তু দেখা হয়ে উঠেনি সময়ের অভাবে অার বৃষ্টির জালায়।
নীলাঞ্জনা নীলা
আমার মেঝো মাসীর শ্বশুরবাড়ী গৌরীপুর। ওখানকার মিতা ম্যানশন আমার মেশোর। মেশো ডাক্তার ছিলেন।
মরুভূমির জলদস্যু
যাব, যাব একদিন সময় সুযোগ করে।