এটি একটি প্রাপ্তবয়স্ক জোকের ফটো। কিন্তু এই লেখাটি কোন জোকের কাহিনী নয়।বা প্রানী বিজ্ঞান বিষয়ে কোন লেখা নয়। তবে লেখাটি বাচ্চা কাচ্চার বুঝতে সমস্যা হতে পারে।তাই এটি প্রাপ্ত বয়স্কদের জন্য লেখা।
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিল এমপ্লয়ি খুঁজছেন।
প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন। … বিল গেটস বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে… হারানোর তো কিছু নাই আমার…আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব। দাড়িয়েই থাকি বরং বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।
১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিস!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা! বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘উইন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না… চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব। বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন… তারা থাকবেন… আর বাকিরা, দয়া করে আসতে পারেন।
২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক।
বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিব। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি”
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন’ ?
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছি… আফনে?
লেখাটি ফেইসবুকের Adult Jokes গ্রুপ থেকে নেয়া। প্রাপ্ত বয়স্ক হলেই কেবল ঐ গ্রুপের সদস্য হতে পারবেন।আমি যে প্রাপ্ত বয়স্ক একজন মানুষ এই পোষ্টে তারও প্রমান দিলাম :p
আচ্ছা লেখাটি ভালো লেগেছে তো আপনার?
৬৪টি মন্তব্য
রিমি রুম্মান
লেখাটি সংগৃহীত হলেও সোনেলায় পোস্ট দেয়ায় পড়ার সুযোগ হল। প্রাপ্ত বয়স্ক না হলে আসলেই লেখাটি বুঝা এক বিরাট বিষয় হয়ে দাঁড়াতো। লেখাটি পড়ে আমি হাসতে হাসতে শেষ। তার মানে আমিও প্রাপ্ত বয়স্ক। 😀
ব্লগার সজীব
লেখাটি বুঝতে যখন পেরেছেন,তাহলে আপনি প্রাপ্ত বয়স্কা…… প্রমানিত 🙂
খেয়ালী মেয়ে
ছবি দেখে ভয় পেলাম :@
জোকস পড়ে মজা পেলাম 😀
আপনি যে প্রাপ্ত বয়স্ক একজন মানুষ এই কথা জেনে অবাক হলাম :p :p
ব্লগার সজীব
মজা দিতে পেরে ধন্য মনে করছি।এতে অবাক হবার কি আছে?আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে 😀
খেয়ালী মেয়ে
হুমমম অসময়ে চাঁদ উঠেছে, তাইতো অবাক হচ্ছি :p
জিসান শা ইকরাম
হা হা হা হা , তা সজীব ভাই কেমন আসুইন’ ? বালাতো? 🙂
ব্যাপক মজা পেলাম,বাঙ্গালীদের সাথে বুদ্ধিতে কে পারবে?
আমিও বুঝেছি লেখা,আমিও প্রাপ্ত বয়স্ক 😀
গুড শেয়ার।
ব্লগার সজীব
এই তো, বালাই আছি… আফনে? 🙂 লেখা বুঝেছেন যখন তখন আপনি প্রাপ্ত বয়স্ক…… প্রমানিত।
ছাইরাছ হেলাল
যাক,
এতদিনে জানলাম আপনি সক্ষম পুরুষ।
ব্লগার সজীব
সক্ষম এবং আসল পুরুষ :p
তানজির খান
এটা আগে পড়েছিলাম। এখানে পড়ে আবারও ভাল লাগলো।
ব্লগার সজীব
ফেইসবুকে গতকাল পড়লাম আমি।শেয়ার দেয়ার ইচ্ছে হলো, তাই দিলাম।
নীলাঞ্জনা নীলা
বুঝেছি, কারণ বয়সটা তো ৪২। :p
ব্লগার সজীব
মেয়েরা নাকি নিজেদের বয়স লুকায়,কাউকে বলে না?আপনি নিজের বয়স বলে দিলেন যে! হায় হায় কি করলেন আপনি? 🙂
নীলাঞ্জনা নীলা
হায় হায় এখন তাহলে কি হবে!!! 🙁 🙁 🙁
ব্লগার সজীব
থাক আমি একা দেখেছি, অন্য কেউ দেখেনি।তবে আপনার লেখায় যে উচ্ছ্বাস তাতে এই বয়সটা কেমন অবিশ্বাস লাগছে।
নীলাঞ্জনা নীলা
এও কথা!
এ জীবনে বয়স হলো, বয়সী মনটা হলোনা। সেই দুষ্টু-রাগী-মাথা গরম আর অনেক বেশী মজা করা মেয়েই থেকে গেলাম। আমার ছেলেটাই হয়ে গেলো ম্যাচিউরড। 😀
ব্লগার সজীব
এভাবেই থাকুন নীলাদি।আপনাকে ‘খুব গম্ভীর একজন মানুষ’ এটি ভাবনাতে আসেনা।
নীলাঞ্জনা নীলা
তবে মজা হলো অনেক পার্টিতে যাই, অনেকেই জানে আমি অসম্ভব চুপচাপ, শান্ত-শিষ্ট। :D) :D)
ব্লগার সজীব
আপনি চুপচাপ! অবাক হবে সোনেলার সবাই 🙂
নীলাঞ্জনা নীলা
ভাইয়া এটা কি প্রশংসা 😀 নাকি নিন্দে ;( ?
ব্লগার সজীব
অবশ্যই প্রশংসা নীলাদি।আনন্দময়ী নারী আপনি।আনন্দের আইকন 🙂 এভাবেই থাকুন আমাদের মাঝে -{@
নীলাঞ্জনা নীলা
😀 -{@
সঞ্জয় কুমার
সজিব ভাই আফনে কেমন আসুইন ?
ব্লগার সজীব
এই তো, বালাই আছি সঞ্জয় ভাইজান … আফনে?
অরণ্য
😀 চাল্লু! (y)
টেস্ট টা মন্দ না।
ব্লগার সজীব
গ্রুপটা বেশ মজার।নামটা একটু অন্য রকম হলেও পোষ্ট গুলো এমন মজার।
শুন্য শুন্যালয়
ছিঃ ছিঃ আপনি এডাল্ট জোকস গ্রুপের সদস্য? :D) পোস্ট পড়ে হাসতে হাসতে শেষ। নিজেকে এডাল্ট প্রমাণ করবার চেষ্টা চালু থাকুক :p
ব্লগার সজীব
জি আপু আমি এডাল্ট তো তাই ঐ গ্রুপের সদস্য।চেষ্টা মানে কি? এটি তো প্রমানিত এখন 🙂
শুন্য শুন্যালয়
আমাগোরে কোনদিন দেখছেন আমি প্রাপ্তবয়স্ক বলে বলে সারাক্ষন ঘ্যান ঘ্যান করি? পিচ্চিপোলাপাইন চশমা পড়ে, বড় জুতা পড়ে, গছলের সময় টাওয়েল খূঁজে প্রমান দেবার চেষ্টা করে :p
ব্লগার সজীব
আপু, এই কথাটা আমাকে একা একা ডেকে একটু বলা যেত না? সবার সামনে 🙁 আমি এখন কই যাই 🙁
শুন্য শুন্যালয়
একা একা ডেকে বলবো ;?
ব্লগার সজীব
হ্যাঁ একা একা ডেকে বললেই তো হতো 🙂
শুন্য শুন্যালয়
বাঙ্গালীর বুদ্ধির একটা এডাল্ট জোকস আমারো মনে পরলো। তবে আপনার মত পোলাপাইন ইচ্ছে করলে পড়তে পারবে।
জাহাজ ডুবিতে তিন দেশের তিন নাগরিক বেঁচে গিয়ে এক দ্বীপে গিয়ে উঠলো। অবশ্যই সেখানে একজন বাঙ্গালী আছে। তো সেই দ্বীপে বে৬চে থাকবার মতো কোন উপকরন নেই দেখে তারা সিদ্ধান্ত নিলো পাশের আরেকটি দ্বীপে যাবে, তবে সাঁতরে যাওয়ার বিকল্প নেই। দ্বীপটি ২০ কিঃমিঃ দূরে। হিসান কষে একদিন যাত্রা শুরু করলো তারা। প্রথমে চাইনিজ, ছোট ছোট হাতপা নেড়ে ৫ কিঃমি যেতেই সে ডুবে মারা গেলো। এরপর লম্বু আমেরিকান ১০ কিঃমি যেতে ডুবে গেলো। সবশেষে বীর বাঙ্গালী সাঁতরে ১০ কিঃমি যাওয়ার পর মনের জোরে চলে গেলো আরো ৫ কিঃমি। এরপর ১৫ কিঃমি যাওয়ার পর সে ভাবলো নাহ, আর সম্ভব না। আগের দ্বীপেই ফিরে যাই, এই বলে সে আবার উলটা ঘুরে আগের দ্বীপের দিকে সাঁতার কাঁটা শুরু করলো।
ব্লগার সজীব
হা হা হা হা , অতি চালাক বাঙ্গালী এবার ৩০ কিলোমিটার সাঁতরাবে 🙂
মরুভূমির জলদস্যু
হাসতে হাসতে প্যাট না ফাটলেও এইটা যে প্রাপ্ত বয়স্ক জোক(!) সেই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি।
ব্লগার সজীব
অবশ্যই প্রাপ্ত বয়স্ক জোক 🙂
স্বপ্ন
:D) :D) :D) হাসতে হাসতে পেট ব্যথা হলো ভাইয়া।কত চেষ্টা প্রাপ্ত বয়স্ক হবার।পরী আপুর কাছে বড় হতে পারলেন না ভাইয়া :p
ব্লগার সজীব
পরী আপুকে কিভাবে বুঝাই এটা বলুনতো আপু।বিয়ের পরে আমি যখন বাবা হবো,তখন নিশ্চয়ই বুঝবেন 🙂
লীলাবতী
সজীবরে কিসের ফটো দিলে এটা ভাইয়া?আমি তো এটিকে সবচেয়ে বেশী ভয় পাই।কেমন তাজা রক্ত খেয়ে ফেলে এরা।
বাঙ্গালীর এত বুদ্ধি :D) :D)
বড় হবার কত চেষ্টা সজীব ভাইয়ার :p
ব্লগার সজীব
আচ্ছা আমি আপনাদের ছোট,হয়েছে এবার? ^:^
মেহেরী তাজ
আমি বুঝি কি না বুঝি আমার শিষ্য বড় মানে আমিও বড়।
হাহাহাহাহা :D)
শুন্য শুন্যালয়
এইজন্যই বলি বাচ্চাকাচ্চাদের লাই দিতে নেই। আগে ছিলো একজন আর এখন দুইজন বড় বড় বলে হাউকাউ করছে।
মেহেরী তাজ
শুন্য আপু এই কথাটা আমায় একা একা বললে হতো না??? এক মাস পরে ব্লগে আসলাম। সবার সামনে?
শুন্য শুন্যালয়
তুমি কি করে এক মাস আমারে রাইখা থাকতে পারলা? পানিশমেন্ট তো আরো দিতে হবে।
মেহেরী তাজ
আপু ” ভাল্লাগেনা” রোগে ধরছে। তা উপরে এক্সাম চলছিলো।
কি আর করা দোষ যখন করছি শাস্তি তো পেতেই হবে।
ব্লগার সজীব
ওস্তাদের অপমান সইবো না বলে দিলাম আপু :=
শুন্য শুন্যালয়
ওস্তাদ আর শিষ্য আর আমরা কি? ফাউ?
ব্লগার সজীব
আপনারা আমাদের ভক্ত 😀
শুন্য শুন্যালয়
আপনারা কি সিগারেট নাকি গোলাপ বাবা? হাতে করিয়া কি আনতে হবে আপনাদের জন্য হুজুর?
ব্লগার সজীব
তেল আনবেন।জোক সিদ্ধ করে তেল বানিয়ে নিয়ে আসবেন।জোকের তেল বলবর্ধক 🙂
মেহেরী তাজ
য
মেহেরী তাজ
শুন্য আপু আমার শিষ্য কিন্তু আমার সাথে আছে হুম।
ভয় করে না। :p
ব্লগার সজীব
আমি অলওয়েজ ওস্তাদের সাথে 🙂
মেহেরী তাজ
হুম জোকের তেল ভালো জিনিস…..
ব্লগার সজীব
রাস্তায় ফেরী করে অনেক সময় বিক্রি হয়।
ব্লগার সজীব
আমার ওস্তাদে তো অনেক বড় 🙂
মেহেরী তাজ
তুমি আমার শিষ্য না! এই জন্যই তো এত্তো গুলা ভালো। -{@ -{@ -{@
খালি তুমিই বুঝলা।
ব্লগার সজীব
ওস্তাদ আপনার জন্যও এত্ত গুলান ফুল -{@ -{@ -{@ -{@
মিথুন
ছিঃ ছিঃ শেষ পর্যন্ত সোনেলাতেও এডাল্ট জোকস তাও আবার বাচ্চকাচ্চার লেখা!
আমি শিয়র তরফদারের পাশের ভদ্রলোক ব্লগার সজীব :D) 😀
ব্লগার সজীব
বাচ্চাকাচ্চার লেখা? 🙁 আমার কথা আমি কি বলতে পারি আপু? 😀
নীতেশ বড়ুয়া
আরে আমি তো ভাবলাম জোকসের বিল গেটস আপনি!!! তা না হলে উনারা তুর্স্কিস ভাষায় যে বলেছেন তা বুঝলো কি করে!
ইয়ে মানে বাঙ্গালী মাত্রই বিলের গেইট ধরে :p (এই লাইনটি একেবারেই এডাল্ট জোকস)
ব্লগার সজীব
পুরাই এডাল্ট :D)
নীতেশ বড়ুয়া
:p
ব্লগার সজীব
😀