
বালু চরে বইছে শরতের আকাশ
মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল
মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর
সারি সারি পাল তোলা তরী
ভেসে যায় দুর অভিসারে
মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ
শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী
জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায়
এক বিকেলে তুমি এসো
মেঘ বালিকা হয়ে
হাতে হাত ধরে, ছুঁয়ে যাবো
কাঁশ ফুলের নরম স্নিগ্ধতা ।।
রচনা কাল ঃ ১৪/০৮/২০২০
ঢাকা
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
নান্দনিক ভাবনায় অনবদ্য প্রকাশ ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
প্রেমময় এমন কাব্য সবসময়ই ভালো লাগে। প্রকৃতি আর ভালোবাসা অঙ্গাঙ্গিভাবে জড়িত। চমৎকার কবিতা। শুভ কামনা একরাশ
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
আরজু মুক্তা
শরতের কাব্য। ভাকো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
ভালো
কামরুল ইসলাম
ধন্যবাদ
হালিম নজরুল
ভাল লাগল শরৎ বন্দনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
প্রত্যাশা পূরণ হোক
শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু