এক বিকালে তুমি এসো

কামরুল ইসলাম ৪ অক্টোবর ২০২০, রবিবার, ০৯:৪১:১৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

 

বালু চরে বইছে শরতের আকাশ

মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক

ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল

মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর

সারি সারি পাল তোলা তরী

ভেসে যায় দুর অভিসারে

মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ

শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী

জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায়

এক বিকেলে তুমি এসো

মেঘ বালিকা হয়ে

হাতে হাত ধরে,  ছুঁয়ে যাবো

কাঁশ ফুলের নরম স্নিগ্ধতা ।।

 

রচনা কাল ঃ ১৪/০৮/২০২০

ঢাকা

১২৭২জন ১২০০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ