দোয়াত ভরা কালি
নিবটা ভেজাই আছে……
সাদা পৃষ্ঠাটা খালি।
একেকটা আঙুল নিশপিশ
করছে,
বাইন্ডিংএ বাঁধাই করা দস্তাবেজ!
ভাষা চাই
ভাষা চাই
চিৎকারে ফেটে যাচ্ছে
দেয়ালের পলেস্তারা!
অ
আ
ই
ঈ
ং
ঃ
ক
খ
ঞ
চ
ঋ
ঐ
স্বরবর্ণ
ব্যঞ্জনবর্ণ
শত শত অক্ষরের দাপট,
এলোমেলো শব্দেরা
পিছু নিতে নিতে
মুখে বোল ফোটে
মা
বাবা
দাদা
শিখে গেছে
শিখে গেছে
প্রজন্ম শিখেছে বলতে,
শিখেছে কাঁদতে
অবাক করা চোখ দেখছে
কোল জুড়ে এসেছে
গর্ভফুল ছিঁড়ে একতাল
মাংসপিন্ড।
চোখ
মুখ
ঠোঁট
জিহ্বা
হাত
পা
ছেঁড়া নাভিমূল
কতসময় ধরে নিশ্চুপ!
ও কাঁদছে না কেন?
নিঃশ্বাস নিচ্ছে না কেন?
দীর্ঘসময়াবর্তে
ধাত্রী’র প্রচেষ্টায়
কেঁদে উঠলো শেষে।
বুকের কাছে দিয়ে গেলো।
কি এক পরম তৃপ্তি!
একটুকু মুখটাতে কোথা
হতে কেমন করে ঝাঁপিয়ে
এলো এত এত এক দুনিয়া
বোঝাই মমতার
স্নেহের
কলিজার
টান?
শিখবে কবে?
বলবে কবে?
লাগবে কতদিন?
শুনবো
কখন ফুটবে ও মুখে
ঠোঁটে
শব্দের বোল!
শুনে শুনে
শিখে গেলো
প্রথম শব্দ
প্রথম ডাক
মা
আম্মু
দু’চোখে ঢল নামে
ডেকেছে
আমাকে আমার
আত্মজা
ছেঁড়া নাড়ি’র
অংশ
প্রথম প্রজন্ম
মা বলে ডেকেছে।
সেই কবে কখন
যেমন করে ডেকেছিলাম
মা’কে মা বলে?
এমন করেই বুঝি!
রেখে গেছে অধিকারের
দস্তাবেজ! তাজা তাজা
বুকের উষ্ণ লালের পবিত্র
লহু ঢেলে দিয়ে খুঁটি গেড়ে
রেখে গেছে -,
তোমাদের জন্য রেখে গেলাম আজন্ম ভাষা’র অহংকার।
শুধু স্মরন রেখো
আমরাই ছিলাম দিতে তোমাদের অধিকার!
রফিক,শফিক,ছালাম
জব্বার।
দিয়ে গেলাম ভঙ্গ করে
১৪৪ ধারা।
নিকষ রাত্রির নিরবতা
ভেঙে খান খান করেছি
তোমাদেরই জন্য।
নগ্ন পায়ে লুটিয়ে পড়েছে
অবোধ শিশুটিও!
শুধু স্মরন রেখো।
ভেঙেচুরে মাথা নোয়াবার নয়।
২১ আমার
২১ তোমার
২১ সবার।
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
২১ আমার
২১ তোমার
২১ সবার।
২১ এখন বিশ্ব সভার।
শুভ কামনা আপু।
বন্যা লিপি
শুভ কামনা
নিতাই বাবু
অমর একুশের শুভেচ্ছা!
বন্যা লিপি
শুভেচ্ছা দাদা।
ফজলে রাব্বী সোয়েব
অসাধারণ
ইঞ্জা
অসাধারণ লিখণীতে একুশে স্মরণ, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
বন্যা লিপি
বিনম্রশ্রদ্ধা শহিদদের প্রতি।ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার, শিহরণ খেলে গেল। ধন্যবাদ আপু। ২১ আমাদের সবার। শুভ হোক অমর একুশে
বন্যা লিপি
শুভ কামনা দিভাই।
ফয়জুল মহী
অপূর্ব সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ।
আরজু মুক্তা
একুশ মানে মাথা নত না করা।
বন্যা লিপি
ধন্যবাদ আপু
হালিম নজরুল
একুশ আমাদের অহংকার
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ জানবেন।
দালান জাহান
একুশের উপর খুব সুন্দর কবিতা লিখেছেন।
বন্যা লিপি
অহংকার, ধন্যবাদ জানবেন।