
রেল স্টেশনের গেটে নেমে ট্যাক্সিক্যাবের ভাড়া চুকিয়ে দিয়ে এক হাতে লাগেজ আরেক হাতে রাখা মেয়েটির হাত ধরে দৃঢ় পদক্ষেপে যুবকটি এগিয়ে গেলো স্টেশনের অভ্যন্তরে।
স্টেশনের ভিতরে প্রচন্ড ভিড়। মেয়েটির দু’চোখে ভয়, বিস্ময়!
সামনে এগোনোর মুহূর্তে কখন যেন সে যুবকের হাতের মুঠো ছেড়ে পুরো হাতটিকেই দু’হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কেউ-ই খেয়াল করেনি।
– নদী, আমাদের ট্রেন এখানে এসে থামবে, এই প্লাটফর্মে। তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসি।
– কো’থা থেকে কিনবে?
– এইতো সামনেই দোকান।
নদী চুপ হয়ে আছে। বলতে পারছে না,
উহু খাবার লাগবে না। কিছুই লাগবে না। শুধু আমার পাশে থাকো। আমি ভয় পাচ্ছি।
সে শুনেছিলো স্পষ্ট-ই!
– তোমার এখানে একা বসে থাকতে হবে না, তুমিও চলো। যা কেনার দুজনে মিলে কিনবো।
ভীতি-মেঘ উড়ে গেলো ভাল লাগার দমকা হাওয়ায়। শূন্যস্থান দখল হলো ভালোবাসায়।
কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেন আসতে এখনো অনেক দেরী। ওরা হাতে হাত রেখে বসে আছে। দেখছে।
যখন মন কথা বলে মুখ তখন নিরব শ্রোতা।
মুখরিত স্টেশনে নানা মানুষ, নানা বর্ণ-ভাষা। একেকটা ট্রেন এসে থামে, মানুষ ছুটে যায় পঙ্গপালের মতো। ট্রেন গুলো তাদেরকে এক নিমিষেই গিলে নিয়ে ছুটে যায় আরেক স্টেশনের দিকে। এত হুড়োহুড়িতেও বাদ পড়ে থাকে না কেউ-ই! কোন কিছু-ই।
– আমরা কোথায় যাচ্ছি জাদু?
– যেখানে স্বপ্ন আরও স্বপ্নীল হবে।
– পাহাড় আর সমুদ্রের লটারিতে কোন স্বপ্নের নাম উঠেছে?
– দুটোর-ই।
যন্ত্র-জান্তব ট্রেনটা হয়তো ঠিক ঠিক জানতো ওরা কোথায় বসে অপেক্ষা করছে।
সময় মতোই সামনে এসে থামলো।
– এবার মুখটা খোলো। এখানে আমি ছাড়া আর কেউ দেখবে না তোমাকে।
– দেখার পরে?
– কপালের টিপ খুলে যত্ন করে রেখে দিবো।
– আর?
– বিশ্বাসের ধারক হবো।
– তারপর?
– তুমি উপরের সীটে ঘুমাবে আর আমি নীচে।
– যদি পরে যাই?
– আমি উপরে।
– যদি ভয় পাই?
– তাহলে এক সাথে।
– জাদু, ঘুমাও না কেন?
– এ-ই তো ঘুমাবো।
– জান,ঘুমিয়েছো?
– আমি ঘুমিয়ে গেছি..
একটা ট্রেন ছুটে চলছে অন্ধকার ফুঁড়ে, আলোর কাছাকাছি
একজোড়া মানুষ যাচ্ছে স্বপ্নের দিনে
একটি স্বপ্ন ডানা মেলছে সুপ্ত কুঠুরি থেকে
স্রোতস্বিনী নদী জড়িয়েছে ফাগুনের বুক-প্রাচীরে
ফাগুনের ক্লান্তি নেই!
যুবকের নাম- ফাগুন।
★ছবি-আমার।
২৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
তারাতারী শেষ হয়ে গেলো ফাগুন ফাগুন প্রেম।
যাক যেদিকে যাবার আর ভালো থাকুক দুজনেই। শুভ কামনাসহ ভালোবাসা অশেষ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ফজলে রাব্বী সোয়েব
বাহ। চমৎকার হয়েছে। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সোয়েব ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
গল্প যেন শেষ হয়েও হলোনা শেষ।ফাগুনের আগুনের সব রূপই যেন দেখার বাকী রয়ে গেল।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের আগুন এমনই হয়, আগুনের উত্তাপ ফিরে ফিরে আসবে প্রকৃতি রাঙাতে।
ভালো থাকুন মমি ভাই। শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
এটাকে অনুগল্প বিভাগে দিলেই ভালো হতো আপু। কি মিষ্টি প্রেমের গল্প, শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। এমন গল্পে আকর্ষণ, নেশাটা থেকেই যায়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। 🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক সুন্দর করে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অণুগল্পের ব্যখা আমার কাছে একটু অন্যরকম, তাই গল্প বিভাগেই রাখলাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাকিয়া জেসমিন যূথী
খুব সুন্দর লিখেছেন আপু।
এই একই নামে আমারও একটা ছোট গল্প আছে। যেটাকে পরবর্তীতে উপন্যাসে রূপ দেয়ার ইচ্ছে হয়েছিলো। অনেক দিন পরে সেই কথা মনে পরে গেলো
সাবিনা ইয়াসমিন
বাহ! তাহলে আপনার গল্পটিও একদিন সময় করে দিয়েন। আশা করছি আপনার সুলিখিত গল্প পড়ে আমাদেরও ভালো লাগবে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
স্বপ্ন আমার প্রিয় বিষয়,
স্বপ্নের পথে যাত্রা নিয়ে চমৎকার উপস্থাপনায় গল্পটি পড়ে মুগ্ধ হলাম।
মনে হচ্ছে গল্পটির প্রথম পর্ব এটি। অনুমতি দিলে পরের পর্ব আমি লিখতে পারি 🙂
শুভ কামনা অনেক অনেক।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন পথের যাত্রা ছিলো!
প্রথম পর্ব হতেও পারে, কারণ এরপর স্বপ্ন পূর্ণ হয়েছিল।
আপনার অনুমতি লাগবে না, লিখুন যত খুশি 🙂
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
মানুষ তো স্বপ্নেই বাঁচে। আশা নিয়েই এগিয়ে যায় ফাগুনের মুখোমুখি হতে। প্রতীক্ষিত ট্রেন আসুক। আমাদেরও নিয়ে যাক নতুন গন্তব্যে।
সাবিনা ইয়াসমিন
আশা ভালোবাসার মাঝেই বেঁচে থাকার আনন্দ-সার্থকতা। আমরা আশার আলোয় আলোকিত গন্তব্যে যাত্রা করি। কেউ পৌঁছাতে পারে, কেউ ভুল গন্তব্যে যায়। ফাগুন নদীর গন্তব্য একই ছিলো, থাকবে।
অনেক ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
অতৃপ্ততা গ্রাস করল, মনে হয় আরো কিছু জানার ছিল। ভালো লাগলো। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
বড় করে লেখার কিছু ছিলো না, কিছু গল্প অল্পতেই পূর্ণ হয়ে যায়।
সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখকথা- নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি; তারি দু’চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে- শেষ হইয়াও হইলো না শেষ…”
রবীন্দ্রনাথ ঠাকুর।।
.
গল্পটা এমন মনে হলো!
তবুও সিক্ত ছোঁয়ার আভাস।
ভালো লাগলো,দিদি।
সাবিনা ইয়াসমিন
আহা! তোমার কমেন্ট পড়ে মনে হচ্ছে এতদিনে লেখায় আনন্দ এলো!
অনেক বড় প্রাপ্তি এনে দিলে প্রদীপ।
ভালো থেকো, শুভ কামনা অবিরাম 🌹🌹
সৌবর্ণ বাঁধন
গল্প ও রোমান্টিক কবিতার মিশ্রণ বলে ধারণা হয় পড়লে। কিছুটা স্বপ্নের মতো। চিরকালীন প্রত্যাশার প্রকাশ। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন এভাবেই ধরা দিয়েছিলো, ঠিক আপনার মন্তব্যের মতন 🙂
ধন্যবাদ সৌবর্ণ। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
মিষ্টি প্রেমের গল্প।কিছু ক্ষন প্লাটফর্মে চলে গিয়েছিলাম। আরো একটু প্রেম চললে ভালো হত…
শুভকামনা জানাই।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
বিশ্বাস যাকে করা যায় স্বপ্নের ভিতরেও করা যায়। যেখানে প্রেমে বিশ্বাস থাকে সেখানেই লুকিয়ে থাকে মমত্ব। প্রত্যেকেই চাই বিশ্বাস করে কারো হাত আগলে রাখতে। আবেগময় লেখা পড়লাম আপু।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আপনার মন্তব্য সব সময়েই অনুপ্রেরণাময়। যেকোনো লেখার মূলভাবটা ধরতে পারেন। এমন মতামত একজন লেখককে আরও লিখতে উৎসাহিত করে।
ধন্যবাদ ভাই, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
শেষ হইয়াও হইল না শেয়,,,,ফাগুন জাদু নাম দুটো খুব ভালো লেগেছে। পড়তে পড়তে মনে হল ইশ! এর ভিতরে হয়ত আরও কিছু আছে,,,,। রোমান্টিক ও আবেগী লেখা, ফাগুন জাদুর ভালোবাসা টিকে থাক এই কামনা আপু।
সাবিনা ইয়াসমিন
নদী তার ফাগুনকে জাদু নামেই ডাকে। ভিতরে হয়তো আরও কিছু ছিলো, নদীর গহীনে কত কি থাকে সব কি বাইরে থেকে দেখা যায়!
চমৎকার মন্তব্যের জন্য এত্তগুলা ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹