
একটু ছোঁয়া চাই ~
উষ্ণতা মাখা ~
আষাঢ়ের কদমের পরশে ~
ইলশে গুড়ি বৃষ্টির আমেজে
গোলাপের কোমলতায়
ছোঁয়া চাই একটু ~
যেন জেগে উঠি ~
নতুন উদ্দিপনায় ~
শিমুল শুভ্র সতেজতায় ~
ছোঁয়া চাই ছোঁয়া চাই একটু
তপ্ত বুকে শিশিরের জলে ~
ব্যকুল মনে পূর্ণ আবেদনে ~
জোছনার মাধুরীতে ভাসা শিউলীর ঘ্রাণে ~
নিঃস্বাসে, নিবিড় বিশ্বাসে ~
আকাশের নীলে মুক্ত বিহঙ্গে ~
সরষে ফুলে দামাল হাওয়ায় ~
মৌ পোকার আলিঙ্গনে ~
প্রজাপতির ডানায় আলপনা আঁকায় ~
জেগে উঠার নতুন আয়োজনে ~
ছোঁয়া চাই, একটু ছোঁয়া চাই ।
১৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কবি দা
অনেক শুভেচ্ছা রইল—————-
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব দারুণ লেখা — “জেগে উঠার নতুন আয়োজনে ~
ছোঁয়া চাই, একটু ছোঁয়া চাই “।
ধন্যবাদ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
ফয়জুল মহী
না । এখন ছোঁয়া যাবে না । করোনা করোনা ।
কামরুল ইসলাম
করোনা কে ভয় করিনা ভাই
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন।প্রেমের ছোঁয়াতে হৃদয় উথলে উঠে। ভালো থাকবেন শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা ও আগাম ঈদ মোবারক
মোঃ মজিবর রহমান
ঐ ছোয়ার আশায় জেগে আছি আমি দীর্ঘ কাল। তুমি এলেও না ছোয়া দিলেওনা।
খুব কষ্টে আছি।
কামরুল ইসলাম
কস্টের অবসান হোক, এই কামাল করি
মোঃ মজিবর রহমান
ছোয়ায়্য বাচায় প্রান
ছোয়ায় ইচ্ছে জ্বগে রই
নিতাই বাবু
আপনার প্রতিটি লেখা কবিতা আমার ভালো লাগার। এটিও ওইরকমই।
শুভকামনা থাকলো দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক প্রীত হলাম, আপনার মন্তব্যে
রিয়েল আবদুল্লাহ
বেশ
কামরুল ইসলাম
ধন্যবাদ