– এই যে শুনুন না
– জ্বী বলুন …
– আপনি এত সুন্দরী কেন?
– আল্লাহ বানাইছে সুন্দরী কইরা কিছু করার নাই।
– আসলেই! আটা ময়দা সুজির কোন হাত নেই তো?
– মানে?
– না! কিছু না! আপনাকে তো আমার ভালো লেগেছে! আপনার নাম কি?
– আপনার মতিগতি ভালো না। আপনাকে নাম বলবো না। ভাগেন এখান থেকে …
– এইভাবে বললে তো হবে না! নাম বলতে হবে! না বললে আপনাকে আমার নাতিন জামাইর দাদি শাশুমা বানামু! 😀
-মানে! আপনার কি বানাবেন বললেন! বুঝি নাই! আবার বলেন।
– থাক বুঝতে হবে না। আপনার নাম কি বলেন।
– আমার নাম চন্দ্রী! আপনি কে?
– আমি সূর্যী! :D)
– চান্স দিয়েছি বলে ফাজলামো করেন!
– আরে না! আপনি চন্দ্রী হলে আমি সূর্যী হবো না কেন! হতে নিষেধ আছে!?
– তা নেই! তবে আপনি মিথ্যা বলেছেন।
– ঠিক ধরেছেন! আপ্নার মতো আরকি। 😀
-এতো প্যাচান কেন কথা! :@ কি চান বলেন?
– চাই তো ভালোবাসা, দেয়া যাবে?
– মামার বাড়ির আবদার পাইছেন!
– না! হৃদয়ের বাড়ির আবদার! বুঝলেন?
– না, বুঝি নি।
– হৃদয় বাড়িটা খা খা করছে! আপনি যদি থাকতেন তাহলে শূণ্য হৃদয়টা পূর্ণ হইতো।
– ঢং দেখে বাঁচি না। আপনার হৃদয়ে আমি বসবাস করতে গেলে আমার হৃদয়ে কে বসবাস করবে!!
– কে আবার আমি! 😀
– আর কিছু বলার আছে!??
– হ্যা! জানি তুমি চন্দ্রী না! তবে চন্দ্রী নামটা ভালো লেগেছে! শুনো চন্দ্রী আজ পাঁচ মাস থেকেই তোমাকে ফলো করছি! কাছে এসে কথা বলার সাহস হচ্ছিলো না। আজ কিভাবে যেন পারলাম। তোমায় প্রথম দেখার পরই আমার ভালো লেগে যায়! আর সেটা ধীরে ধীরে ভালোবাসায় কখন বদলে যায় আমি নিজেও জানি না! আমি তোমাকে ভালোবাসি চন্দ্রী। (3
– হায়রে আমার সূর্যী! এ কথাটা বলার জন্যই এতদিন ঘুর ঘুর করছিলা! আমি তো সে কবেই তোমায় মন দিয়ে বসে আছি!
– আগে বলো নি কেন?
– বোকা নাকি! মেয়েরা আগে আগে কিছু বলে নাকি! জানো না! নারীর বুক ফাঁটে তো মুখ ফুটে না।
-তাই! জানতাম, তবে আসলেই আমি বোকা (3
– 🙂
৩৩টি মন্তব্য
খসড়া
মজার পোস্ট। ভাল থাকুন।
মুহাম্মদ আরিফ হোসেইন
দোয়ায় কাজ হয় না।
আমি সব সময় খারাপ থাকি।।
খসড়া
গল্পটা আগে ফেসবুকে দিয়েছেন নাকি আগে ব্লগে।
মুহাম্মদ আরিফ হোসেইন
একই সময়ে দু জায়গায়।
সালমা আক্তার মনি
হা হা হা খুব হাসলাম একচোট, সত্যিই খুব মজা পেয়েছি পড়ে। আরিফ ভাইয়া চন্দ্রী কিন্তু ঠিক বলেনি, মেয়েরা আজকাল নিজেরাও বলে।
মুহাম্মদ আরিফ হোসেইন
আমি খুব বেশি মেয়েদের লাভ স্টোরি পড়ি নাই তো! তাই জানা নাই।
আর মূলত একজন মেয়ের তো এমনই হওয়া উচিৎ।
হাসছেন জেনে খুশি হইলাম। দিন দিন রম্যের হাত ভালো হইতাছে 😀 😀
অনিকেত নন্দিনী
এম্মা! এ দেহি নিজের ঢোল নিজেই পিডায়। 😮
মুহাম্মদ আরিফ হোসেইন
আমার ঢোল আমি খুব যত্নে পিডাই :D) :D) :D)
সবাই পিডালে তো বেশিদিন টিকবে না। :p
অনিকেত নন্দিনী
মেয়েদের গল্প পড়ে লিখতে হবে কেনো? আপনার বাস্তব অভিজ্ঞতার ঝুলিতে যা আছে তাই ঝেড়ে দিননা! 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
আমার ঝুলিতে যাহা আছে তাহা বড়ই হৃদয়বিদারক!
মনে পড়তেই নেত্রকোনে জল আসিয়া যায় 😀 :D)
অনিকেত নন্দিনী
যাহা আছে উহাই দেন। খালি হাসাইবেন কাঁদাইবেননা, উহা কেমন কেমন হইয়া গেলোনা?
জিসান শা ইকরাম
রম্য রচনায় আপনার হাত দেখি দারুণ খুলেছে! লিখতে থাকুন, অন্যদের হাসার সুযোগ করে দিন
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা 😀
আর হাত! একজন তো বলেই দিলো ঢোল পিডাই নিজের টা :D)
চেষ্টায় করতে আছি।
জিসান শা ইকরাম
নিজের ঢোল নিজে পিটাতে সমস্যা কি? ঢোল ফাটা নাকি যে পিটাবো না ? 🙂
নাসির সারওয়ার
মজার গপ্পো!
তবে এভাবে বলায় কি কি হতে পারে –
আইডিয়া দিলাম, এবার আমাদের বলুন।
নাকি হাছা ঘটনা!!!
মুহাম্মদ আরিফ হোসেইন
এইভাবে বললে খুব সম্ভবত কিছু জনপ্রিয় ইংলিশ শুদ্ধভাষা শুনার সৌভাগ্য হইবে :p :p
হাছা না, সবই উর্বর মস্তিষ্কে সৃষ্টি।
ছাইরাছ হেলাল
হাল্কা চালে পড়তে ভালই লাগে।
মুহাম্মদ আরিফ হোসেইন
ভালো লাগাই কাম্য।
শুন্য শুন্যালয়
চন্দ্রী আর সূর্য্যি? 😀 মজাই লাগলো পড়তে।
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা!
মজা চলবেই….. 😀
মোঃ মজিবর রহমান
প্রেম না আবেগের কথোপকথন
সুন্দর মনে হাসির খরাক হল দারুন ভাই
সালাম আপনাকে।
-{@ -{@
মুহাম্মদ আরিফ হোসেইন
আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
প্রেম কি আবেগ ছাড়া হয়!!
আবু খায়ের আনিছ
সবই ত বলে দিয়েছি, আরও কিছু কি আছে বাকী
মুহাম্মদ আরিফ হোসেইন
নাহ্!
আর কিছু বাকী নাই 🙂
আবু খায়ের আনিছ
বেশ! বেশ!
অপার্থিব
ভাল লাগলো গল্পটি।
মুহাম্মদ আরিফ হোসেইন
🙂
অনেক ধন্যবাদ।
স্বপ্ন
এই ছিল চন্দ্রীর মনে? প্রথম হতে তো বুঝতেই পারিনি, ভেবেছি এই মনে হয় মার শুরু হবে 🙂 ভাল লেগেছে ভাইয়া 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা!
মেয়ে মানুষের মন বুঝা কি এতই সহজ!!
অনেক ধন্যবাদ ভাইয়া।
অরুনি মায়া
ইশ ভালবাসে দুইজনই অথচ কত্ত ঢং করল। নাহ ওদের প্রেমের বয়স হয়নি। ওদের আরেকটু বড় করে নিয়ে আসেন 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
প্রেমের আর বয়স!!
আজকালকার প্রেম বয়স মানে না। :=
বড় হবে দুজনা, বাড়বে ভালোবাসা।
ধন্যবাদ আপু।
নীলাঞ্জনা নীলা
ধুত্তোর আপনি এতো হাসান কেন? এমনিতেই দাঁত ক্যালানো থাকে। 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা!
নিশ্চয়ই কান্নার চেয়ে হাসি উত্তম।