“সিগারেট খেতে হয় না,এটা খারাপ মানুষ খায়।” ছোট বেলায় এই কথাটা শুনিনি এমন মানুষ খুজে পাওয়া যাবে না।শোনা আছে নিষিদ্ধ বস্তুর প্রতি নাকি মানুষের অদম্য টান।আর তাই খুজতে গেলে ছোট বেলায় লুকিয়ে সিগারেট টানা মানুষের অভাব হবে না।কেউ কৌতুহল বসত সিগারেটে টান মেরেছে কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম ঠোটে নিয়েছে ধ্রুমশলাকা।ইশশ সিগারেটে টান দেয়ার সাথে সাথে কাশি চলে আসতো।এরপর শুরু হতো চকলেট খাওয়ার হিরিক কিংবা চুইংগাম চাবাতে চাবাতে বাসায় ঢোকা।
নিজের কথায় আসি।এক প্রকার কৌ্তুহল থেকে সিগারেটে প্রথম টান দেয়া।এরপর থেকে একটু একটু করে এই বস্তুটাকে ভালবাসতে শেখা।মেট্রিক পরীক্ষা শেষে সিগারেটে অভ্যস্ত হতে শুরু করা।প্রথমে দু একটা,এরপর বারতে বারতে এখন হিসেব নেই।একটা সময় এসে সিগারেটের সাথে আমার হাতের একটা অদৃশ্য প্রেম হয়ে গেলো।রাত জাগার সঙ্গি হিসেবে সে,একা রিক্সায় সে,কারো জন্য অপেক্ষার সময়টায় সে,ভার্সিটির এক্সামের আগে সে,জব ইনটার্ভিউ দেয়ার আগে সে।এক কাপ চায়ের সাথে সিগারেট না হলে ঠিক জমে না।বন্ধুদের ধুম ধাম আড্ডা,প্রিয়তমার আসতে দেরি,ফাকা বারান্দাটা,নিজের একাকিত্ব,বেফাস সময়,ব্যস্ত রাস্তা,টিএসসির উচু দেয়াল একা ঘরি,বাবার ঝাড়ি,অনুভূতি শুন্য মধ্যারাত।ঠিক ঠিক সঙ্গি হিসেবে জুটে যায় এই জড় বস্তুটা।নিজেকে আমার মাঝে বিষর্জন দিয়ে হারিয়ে যায় ৫ মিনিট সময়ের ব্যাবধানে।আত্মত্যাগ কারি এমন বন্ধু বা প্রেমিকা কেই বা হতে পারে আর???
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
হুম , ঠিক ।
নীল রঙ
🙂
প্রহেলিকা
কোনদিনও না। এমন বন্ধু আর কেউ হতে পারে না ভাই আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত আপনার সাথে। …থাক ভাই এখানে অনেকে আবার এই সিগারেট বন্ধ করার জন্য নাকি আন্দোলন করবে সুনেছিলাম কিছুদিন আগে যদি তখনি আমার মনে হয়েছে ওনাদের কথাগুলো ভিত্তিহীন। অনেক মজা লাগেরে ভাই।
নীল রঙ
কে আন্দোলনে গেলো কে কি করলো সেইটা দেইখা কি হবে ভাই??এমন বন্ধু কেউ হবে না ধরায়।কেউ মানুক আর না মানুক। 🙂
শুন্য শুন্যালয়
যারা সিগারেট খায় তাদের কাছে এমন বন্ধু বা প্রেমিকা আসলেই মনে হয় পাওয়া যাবেনা. প্রেমিকা ছাড়তে বলুন পারবে কিন্তু সিগারেট না..
কি আর বলবো রে ভাই, পথ এখন একটাই আছে – সিগারেটখোর কে না বলুন..
নীল রঙ
প্রেমিকারা বলে দিক তোমার সিগারেট খাওয়া ঠোটে আর চুমু দিবো না।বলে দিক রাতের পর রাত তোমার সাথে জেগে থাকতে রাজি।বলে দিক আমি তোমার সকল একাকিত্বের সঙ্গি হবো।দেখন না কি আমুল পরিবর্তন হয় এই ধরনিতে।আর হ্যা সিগারেটখোরকে না বলুন পরিবেশ সুন্দর থাকবে। 🙂
লীলাবতী
সিগ্রেট খাওয়া ভালো না ।
নীল রঙ
“সিগ্রেট খাওয়া ভাল না”-ভাল কথা বলেছেন। 🙂