একটা সিগারেট অতঃপর আমার সুন্দর হাতের প্রেম।।

নীল রঙ ১৭ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ১০:১২:১০অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

“সিগারেট খেতে হয় না,এটা খারাপ মানুষ খায়।” ছোট বেলায় এই কথাটা শুনিনি এমন মানুষ খুজে পাওয়া যাবে না।শোনা আছে নিষিদ্ধ বস্তুর প্রতি নাকি মানুষের অদম্য টান।আর তাই খুজতে গেলে ছোট বেলায় লুকিয়ে সিগারেট টানা মানুষের অভাব হবে না।কেউ কৌতুহল বসত সিগারেটে টান মেরেছে কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম ঠোটে নিয়েছে ধ্রুমশলাকা।ইশশ সিগারেটে টান দেয়ার সাথে সাথে কাশি চলে আসতো।এরপর শুরু হতো চকলেট খাওয়ার হিরিক কিংবা চুইংগাম চাবাতে চাবাতে বাসায় ঢোকা।

নিজের কথায় আসি।এক প্রকার কৌ্তুহল থেকে সিগারেটে প্রথম টান দেয়া।এরপর থেকে একটু একটু করে এই বস্তুটাকে ভালবাসতে শেখা।মেট্রিক পরীক্ষা শেষে সিগারেটে অভ্যস্ত হতে শুরু করা।প্রথমে দু একটা,এরপর বারতে বারতে এখন হিসেব নেই।একটা সময় এসে সিগারেটের সাথে আমার হাতের একটা অদৃশ্য প্রেম হয়ে গেলো।রাত জাগার সঙ্গি হিসেবে সে,একা রিক্সায় সে,কারো জন্য অপেক্ষার সময়টায় সে,ভার্সিটির এক্সামের আগে সে,জব ইনটার্ভিউ দেয়ার আগে সে।এক কাপ চায়ের সাথে সিগারেট না হলে ঠিক জমে না।বন্ধুদের ধুম ধাম আড্ডা,প্রিয়তমার আসতে দেরি,ফাকা বারান্দাটা,নিজের একাকিত্ব,বেফাস সময়,ব্যস্ত রাস্তা,টিএসসির উচু দেয়াল একা ঘরি,বাবার ঝাড়ি,অনুভূতি শুন্য মধ্যারাত।ঠিক ঠিক সঙ্গি হিসেবে জুটে যায় এই জড় বস্তুটা।নিজেকে আমার মাঝে বিষর্জন দিয়ে হারিয়ে যায় ৫ মিনিট সময়ের ব্যাবধানে।আত্মত্যাগ কারি এমন বন্ধু বা প্রেমিকা কেই বা হতে পারে আর???

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ