
কয়েকটি হাইকু কাব্য
— রিয়েল আবদুল্লাহ
১।
দুর্ণীতির ঘোড়া
—-
দুর্নীতি ঘোড়া
বোররাকের মতো
উন্মাদ উড়ে।
নীতি মরেছে
দুর্ণীতির দংশনে
আহত সবে।
ঘোড়া থামান
লাগাম টানা চাই
শান্তি আসুক।
২। টিকা
——–
হতাশা ফেলে
বিশ্বটা জেগে ওঠে
সুর সংগীতে।
আমরা নাচি
বন্ধ ঘোষণা করি
মৃত্যু সংবাদ।
গণ তান্ত্রিক
তথ্য বিভ্রাট জানি
দায় নেই না।
অথচ এই
সবার অধিকার
প্রাপ্যতা শুন্য।
৩। ভুল
——
ধারণা ভুল
চেষ্টা বিফল নয়
মানুষ পারে।
স্রষ্টা সৃষ্টিকে
ফেলে দিতে চান না
পথ দেখান।
মুর্খ ওরাই
সাত লাখ মৃত্যুতে
দাঁত কেলান।
৪।
স্বাধীনতা
————
এক ভাষণ
একটি স্বাধীনতা
মুক্ত বাঙ্গালী।
ছিনিয়ে আনে
আজন্ম অধিকার
চেতনা ঢালি।
ওঁরা পারেনি
শিকলে বাঁধতে পা
হেঁটেছি পথ
দুর্গম পথে
কাঁটাতার সরিয়ে
গড়েছি দেশ।
৫।
বাঁচা
—
বিষন্ন দিন
তবুও স্বপ্ন দেখি
বাঁচতে হবে।
এই সময়
একদা থাকবে না
থাকবে স্মৃতি
কতক দুঃখ
দাগ কাটবে মনে
তবু বাঁচবো।
বাঁচার জন্য
বাঁচাটা প্রয়োজন
বাঁচছি তাই।
৬।
রাস্তা সংস্কার
——————-
নদীর জল
নেইরে –বাস দুলে–
ঢেউ খেলেরে—
বর্ষায় কাজ
রাস্তা সংস্কার চলে
দুঃখ বাড়ে রে
কেউ দেখে না
মানুষ মরে যাক
নেতা বাঁচুক।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি লেখাই সত্য, দারুন, সমসাময়িক। খুব খুব ভালো লেগেছে ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কামাল উদ্দিন
আমার দৃষ্টিতে ৫নং টাই সেরা। বেঁচে থাকার অনুপ্রেরণা পাওয়া যায় এমন কবিতা থেকে। হাইকু বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন কবি? হাইকোয়ালিটি কি?
…………..শুভ কামনা সব সময়।
সাদিয়া শারমীন
সসিব্ব গুলো কবিতা ভালো লেগেছে।শেষের টা বেশি ভালো লেগেছে।
সাদিয়া শারমীন
সব গুলো কিবিতা ভালো লেগেছে।শেষেরটা বেশি ভালো লেগেছে।
রোকসানা খন্দকার রুকু।
অসাধারণ।।।
আরজু মুক্তা
৫ নং হাইকু ভালো লেগেছে। তাই বলে অন্যগুলো খারাপ লাগেনি।
ধন্যবাদ
মাহবুবুল আলম
হাইকু পড়লাম। ভাল লাগল।
হাইকু কবিতার ফর্ম। হাইকু কাব্য শিরোনাম
করায় সৌন্দর্য কিছুটা খর্ব হয়েছে বলে মনে হয়।
শুভেচ্ছা রইল!
আলমগীর সরকার লিটন
চমৎকার হাইকু কবি দা
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো পড়ে।
আপনার সহ ব্লগাররা তাদের পাঠপ্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্যের মাধ্যমে। মন্তব্যের জবাব দেন না কেন?
মোঃ মজিবর রহমান
হাইকু সুন্দর হয়েছে। কিন্তু হাইকুর শিরোনাম কোন হাইকু কবিতায় পাইনি।
রিয়েল আবদুল্লাহ
প্রিয় ভাইয়া ছোট ছোট। শিরোনাম দিলে কেমন জানি লাগে
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আব্দুল্লাহ ভাই।