এক বন্ধু কালকে ওনার আরেক বন্ধুর কথা খুব গর্বের সাথে বললেন। সেই ছেলে নাকি এখানে ঘুরতে এসে পরে আর যায় নি। থেকে গেছে। গ্রীনকার্ডও পেয়ে গেছে। কি করে পেলো জানতে চাইলে আমার যে বন্ধু উনি বললেন যে “আরে আমার বন্ধু সেই স্মার্ট পোলা। এইখানে এক একটু বয়স্ক স্প্যানিশ মহিলারে পটায়ে নিছে। মহিলা একা থাকে। ও ওই মহিলার বাড়িতেই থাকে। তার সাথে বিয়ে করেছে। কন্ট্যাক্ট ম্যারেজ কিন্তু কোনো পয়সা ছাড়া। মহিলাও জানে যে সে উনারে ছেড়ে দিয়ে দেশে গিয়ে আবার বিয়ে করে আসবে। তবু মহিলা উনারে বিয়া করেছেন কারন উনাদের মধ্যে নাকি প্রেম প্রেম ভাব।”
যাইহোক আমার বন্ধু তার বন্ধুর স্মার্টনেসের কথা খুব বুক ফুলায়ে বললেন। স্প্যানিশ মহিলা যদি সব জেনে ওই ছেলেরে বিয়েকরেই থাকে এইটা নিয়ে বলার কিছু নাই। প্রেম করছেন বলে তিনি ওই ছেলেরে পেপার করতে হেল্প করলেন। কিন্তু কথা হলো এই একই কাজ যদি কোন মেয়ে করতো? পেপারের জন্য বা অন্যকিছুর জন্য কারো সাথে বছরের পর বছর একসাথে থাকতো ? লিগ্যাল হতে, বাসা ভাড়া বাঁচতে আবার একজন সঙ্গীও হলো। সঙ্গীর দরকার বিদেশে খুব বেশি। তাহলে কি ওই মেয়েরে এরম করে স্মার্ট বলা হতো? যেটা ওই ছেলেরে বলা হলো? নাকি তারে লোভী, চরিত্রহীনা, বেশ্যা বলা হতো? বন্ধুরে ওই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। উত্তর পাই নি……🙂
🙂
🙂। খালি “নারীজাতি”…. এই শব্দটাই উচ্চারণ করে উনি থেমে গেছেন।
একই কাজ পুরুষ করলে স্মার্ট বলব আর মেয়ে করলে গালি কেন? আবার ত্যানা প্যাচাইয়েন না যে আমি এগুলা করতে বলছি ইত্যাদি ইত্যাদি….. ঘটনাটা শোনার পর দিয়ে মনে এই প্রশ্নটা আসছে তাই শেয়ার করলাম।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপু, অবস্থান, দেশের ধর্ম আইন ভেদে একেক রকম হয়। ইউরোপ আমেরিকার মেয়েরা যা করে আমি আপনি কি তা স্বাছন্দে করতে পারব?? পারবনা। আর আমাদের অঞ্চলে পুরুষ তান্ত্রিক দেশ ব্যাবস্থা। আপনি ইউরোপ বা অঈওঞ্চলে যান কেউ কিছু বলবে না।
আর পুরুষদের তাল গাছ ঠিক চাই ি চাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কখনোই না।বিধাতা মানুষ সৃষ্টিতেই পৃথক করে দিয়েছেন।প্রথমে আদম এরপর হাওয়া।কিছুটা পার্থক্যতো থাকবেই।সুন্দর লেখা।
মৌনতা রিতু
সেটাই আর কি! ঐ এক জমি চাষ ও ফসলের মালিকের কথা বলে সব বৈষম্যের মুখে কস্টেপ মেরে দেওয়া আর কি। তাই জমি নিয়েই আমরা পড়ে আছি।
ভালো একটা পোস্ট। ধন্যবাদ।
মাহমুদ আল মেহেদী
ভালো লাগল সত্য একটা কথা
তৌহিদ ইসলাম
আপু সব জায়গায় আমাদের মেয়েদের একটা পর্দার অন্তরালে ঢেকে রাখার চেষ্টা করা হয়। তবে এটাও ঠিক একজন বাঙালী মেয়ে হয়ে বিদেশী কালচারে আপনি সহজে অভ্যস্ত হতে পারবেন না। আর আমরা পুরুষ জাতে মাতাল তালে ঠিক।
জিসান শা ইকরাম
আমাদের সমাজ ঐ মেয়েকে পরিত্যাগ করতো। একই কাজের জন্য পুরুষকে বাহবা দেয়।
নীলাঞ্জনা নীলা
পুরুষের পৌরুষত্ব আছে। মেয়েরা মানুষ নয়। মেয়েমানুষ। তাদের জন্য আলাদা নিয়ম-কানুন। খুব সহজ এই প্রশ্নের উত্তরটা আজোও পাইনি, পুরুষরা কেন ঘরে Occasionaly রান্না করে?