
গন্তব্য এক
চলার পথ না হয় হলো ভিন্ন
কোন কালে দুজনার দেখা প্রিয়
তখন গাইবে– এ দেখাই শেষ দেখা নয়তো।
ভিন্ন পথের যাত্রী যখন
চলেছো হাজার মাইল একসাথে
একসময় দুজনেই যাবে দুজনাকে ছেড়ে।
তখন গাইবে–
আজ দুজনের দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে।
কোন এক মেঘলা রাতে
পিছনে ফেলে অতীত গন্তব্য
সোনালী ভোরের আশায়
চৌকাঠ পেরিয়ে রাজপথ ছুঁয়ে গেল পদযুগল।
নির্জনে বসে ভাবি একাকী
আমার বলার কিছু ছিল না , চেয়ে চেয়ে দেখলাম।
শুনিতে ইচ্ছে করে
একবার বলো না
আবার আসিব ফিরে, তোমার মন মন্দিরে
সন্ধ্যার গোধূলি বেলায়
যদি আসো ফিরে, আমরা গাইবো- এই পথ যদি আর শেষ না হতো
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পথের ডাক আমাদের নিয়ে যাবে অজানার দূর-দূরত্বে,
তবুও আমরা ভেসে যাব একাকীত্বকে সাথে নিয়ে ক্ষণিকের ব্যঞ্জনায়।
সুন্দর হচ্ছে লেখা।
হালিমা আক্তার
কখন কোন পথ আমাদের কোথায় নিয়ে যায়, জানি না। একাকিত্বের পথে প্রিয়জনের সান্নিধ্যের অপেক্ষায় থাকি আমরা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। শুভ রাত্রি।
নাজমুল আহসান
জীবন কাকে কোথায় নিয়ে যাবে, কার পথ কখন বেঁকে যাবে – কেউ জানে না। তবু একসাথে, এক পথে চলার স্বপ্ন নিয়ে মানুষ বেচে থাকে।
সবার সুখের সময় অফুরন্ত হোক।
হালিমা আক্তার
সত্যি জীবন পথের বাঁক কোথায় নিয়ে যাবে জানি না। তবু স্বপ্ন একসাথে চলার আলো টুকু জ্বালিয়ে রাখে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
‘এই পথ যদি না শেষ হয়’ শেষ করার লাইন টি সুন্দর লাগলো । সত্যি যদি শেষ না হতো। শুভ কামনা।
হালিমা আক্তার
পথ হয়তো শেষ হয় না। আমরা পথ হারিয়ে ফেলি। হয়তো বা নতুন পথের ঠিকানা খুঁজে নেই। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
ফিরে আসলে কি সেই আসন পাতা থাকে বা সেই পথে চলা যায়!
তবু, এ অপেক্ষাটুকু থাকুক,,আমাদের যোগাযোগটুকু থাকুক,,
সুন্দর
হালিমা আক্তার
যা ভেঙে যায়, তা কি আর জোড়া লাগে। আর লাগলেও শীর্ণ রেখার মতো দাগ রয়ে যায়। তবু তারই অপেক্ষায় পথ চেয়ে থাকা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
কে কখন কোন পথে চলমান জানা নাই। শুধু জানি হইতো চলিতেই হইবে মৃত্যু অবধি সাথে কিবা বেসাথে।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। সাথে থাক বা না থাক পথ চলতেই হবে। শুভ কামনা রইলো। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
বেশ তো!
গানে গানেই হয় জীবনের চলা
আবেশিত সুর দেয় সদা দোলা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
গান তো জীবনের ই কথা বলে। গানের সুর মনে দেয় দোলা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা দিল্লীকা লাড্ডু।
আফসোস থেকেই যায়।।। মজা পেলাম।।।
হালিমা আক্তার
জীবন টাই তো আফসোসের। যা পাইনি তার জন্য আফসোস, আবার কেন এটা পেলাম তার জন্য আফসোস। মজা পেলেন বলে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।