
এই নগরে কথায় কথা গুলি ছুঁড়ে
এই নগরে রক্ত ঝরা বুলি উড়ে
এই নগর এখন ইট পাথরে ঘেরা
এই নগর নিয়েই কি বুকে স্বপ্ন ছিলো ভরা ?
এই নগরের নিঃশ্বাস এখন ভারী
এই নগরেই স্বপ্নভুক লক্ষ পথচারী
এই নগরের দৃষ্টি এখন আকাশ ছোঁয়া
এই নগরের বায়ু দোষণ, মেঘের মত ধোয়া ।
এই নগরের বুকে ব্যথা আজ
এই নগরেই লুটে খাওয়ার রাজ
এই নগরেই দালান কোঠার বাহার
এই নগরের ই পেটে ক্ষুধা, নাই আহার ।
এই নগর নিয়েই ভাবনা ছিল রোজ
এই নগর ই, নগরের কাছে নিখোঁজ
এই নগরই রীতিমত অচেনা লাগে বেশ
এই নগর ই কি, আমার সোনার বাংলাদেশ ???
রচনা কাল ঃ ০৫/০৮/২০২২
ঢাকা
৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
এই নগর আজ বড়ই অচেনা প্রিয় কবি!
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️❤️🌹🌹
হালিম নজরুল
“এই নগরের নিঃশ্বাস এখন ভারী
এই নগরেই স্বপ্নভুক লক্ষ পথচারী”
———–ভাল লাগল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️❤️🌹🌹