এইসব অসময়ে

সাতকাহন ২৭ জুলাই ২০১৫, সোমবার, ০৫:১৭:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কাফকার দীর্ঘ অসুস্থ জীবনের চেয়ে
রাতের রমণীর স্বল্পস্থায়ী জীবন ঢের ভালো
এইসব অসময়ে।

চারিদিকে রাবণের চিতা জ¦লে অবিরত
ঘৃতাহুতি কে দেয়, সবাই তা জানে…।

অথচ আজ কেউ নেই চারিদিকে
পদতলে পিষ্ট আপন ছায়া, তিমিরে কাঁদে।

অলৌকিক গুহা থেকে ভেসে আসে কার অট্টহাসি?

অন্ধকার নামলেই ছায়ার মৃত্যু
আলোতে রাতের রমণীর অগোচরে জন্ম ও মৃত্যু…।

অসুস্থ জীবন দ্রুত মৃত্যুর চাইতেও জঘন্য
কী লোভে কাফকা বেঁচে ছিলেন
দিনপঞ্জিতে লিখে যান নি, লিখলে ভালো হতো
অসুস্থ জীবনের মানুষেরা সরল সিদ্ধান্তে…।

রাতের রমণী, শুভ্র দেহ নিয়েও আলোতে আসে না
তবে কেনো অসুস্থ জীবনের মানুষেরা বেঁচে থাকে?

চারিদিকে হাহাকার, আকাশে অন্ধকার মেঘ
বৃষ্টি নেই কারো চোখে, বৃক্ষের বুকে জল

শিশিরের শোকে প্রখর রোদ্দুরে তবু
বেঁচে থাকা রাবণের চিতায়…।

রাতের রমণী, কি তোমার গূঢ় শোক?
নাকি আঁধার ভালো, অশ্রু অদৃশ্য…!

অকাল মৃত্যুর ঝুঁকি নিয়েও অনেক ফুল বেঁচে থাকে
কাফকাও বেঁচে ছিলেন অনেকদিন।

রাতের রমণী ও ফ্রানৎস কাফকা
মাঝে আমি ঝুলে আছি চিরকাল।

চারিদিকে দাউ দাউ রাবণের চিতা…।

নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা
২৭ জুলাই, ২০১৫

৫১৮জন ৫১৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ