কাফকার দীর্ঘ অসুস্থ জীবনের চেয়ে
রাতের রমণীর স্বল্পস্থায়ী জীবন ঢের ভালো
এইসব অসময়ে।
চারিদিকে রাবণের চিতা জ¦লে অবিরত
ঘৃতাহুতি কে দেয়, সবাই তা জানে…।
অথচ আজ কেউ নেই চারিদিকে
পদতলে পিষ্ট আপন ছায়া, তিমিরে কাঁদে।
অলৌকিক গুহা থেকে ভেসে আসে কার অট্টহাসি?
অন্ধকার নামলেই ছায়ার মৃত্যু
আলোতে রাতের রমণীর অগোচরে জন্ম ও মৃত্যু…।
অসুস্থ জীবন দ্রুত মৃত্যুর চাইতেও জঘন্য
কী লোভে কাফকা বেঁচে ছিলেন
দিনপঞ্জিতে লিখে যান নি, লিখলে ভালো হতো
অসুস্থ জীবনের মানুষেরা সরল সিদ্ধান্তে…।
রাতের রমণী, শুভ্র দেহ নিয়েও আলোতে আসে না
তবে কেনো অসুস্থ জীবনের মানুষেরা বেঁচে থাকে?
চারিদিকে হাহাকার, আকাশে অন্ধকার মেঘ
বৃষ্টি নেই কারো চোখে, বৃক্ষের বুকে জল
শিশিরের শোকে প্রখর রোদ্দুরে তবু
বেঁচে থাকা রাবণের চিতায়…।
রাতের রমণী, কি তোমার গূঢ় শোক?
নাকি আঁধার ভালো, অশ্রু অদৃশ্য…!
অকাল মৃত্যুর ঝুঁকি নিয়েও অনেক ফুল বেঁচে থাকে
কাফকাও বেঁচে ছিলেন অনেকদিন।
রাতের রমণী ও ফ্রানৎস কাফকা
মাঝে আমি ঝুলে আছি চিরকাল।
চারিদিকে দাউ দাউ রাবণের চিতা…।
নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা
২৭ জুলাই, ২০১৫
১২টি মন্তব্য
হিজবিজবিজ
ভাল লাগলো…
সাতকাহন
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
রাতের রমণী, শুভ্র দেহ নিয়েও আলোতে আসে না
তবে কেনো অসুস্থ জীবনের মানুষেরা বেঁচে থাকে?
কি আশায় চলি পথ তাওত জানিনা হইত এই ভেবেই ……।
সাতকাহন
ধন্যবাদ।
আর্বনীল
অকাল মৃত্যুর ঝুঁকি নিয়েও অনেক ফুল বেঁচে থাকে
কাফকাও বেঁচে ছিলেন অনেকদিন।
রাতের রমণী ও ফ্রানৎস কাফকা
মাঝে আমি ঝুলে আছি চিরকাল।
চারিদিকে দাউ দাউ রাবণের চিতা
দারুন…(y)
সাতকাহন
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
জীবনের ধাঁধার উত্তর কি পেয়েছিলেন কাফকা?? কিংবা কবি?
অসাধারণ কবিতা ভাইয়া।
সাতকাহন
উত্তর পেয়েছিলেন বলেই তো তাঁর বেচে থাকা।
রিমি রুম্মান
অসুস্থ জীবনের চাইতে দ্রুত মৃত্যুই ভাল। ভালোলাগা রইলো। ভাল থাকবেন।
সাতকাহন
ধন্যবাদ আপু।
নীলাঞ্জনা নীলা
অসাধারণ!
মন ভরে কাব্যধারায় ভিঁজলাম। (y) -{@
সাতকাহন
ধন্যবাদ আপু।