
আমার যাপিত জীবনের নিত্য কঠোর রুদ্রমূর্তি সন্ন্যাসিনী!
তোমার ধ্যানভঙ্গের কবি আমি নই।
আনন্দলাভের মোহে নয়,
লোলুপ স্বর্গ চক্রান্তের মূর্তিমান প্রকাশ আমি।
আমি প্রেমিক নই,
চিরকালের শুষ্কতায় রিক্ততা দূর করার নিমিত্তে আমি।
সন্যাসকে পরাজিত করা কবিতা লেখক নই,
এলোকেশীর উন্মাতাল নৃত্যের সাধক আমি।
আমি চিরজীবন/যৌবনের পূজারী
কাব্যসংগীতের মনোহর মায়ায়,
নিঃস্বতা শূন্যতার বিলাসলীলায় মত্ত আমি।
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
সৌন্দর্যক্ষণের উন্নাসিকতায় নির্লীপ্ত কামনায়-
করোনাস্পর্শে প্লাবিত বিরাগভাজন ছন্দ আমি।
দ্বিধাহীন পায়ে সামনে এগোই
তোমার লালায়িত সহস্র চুম্বনেও আজ ভীত নই আমি!
১৭টি মন্তব্য
ইঞ্জা
আমি চিরজীবন/যৌবনের পূজারী
কাব্যসংগীতের মনোহর মায়ায়,
নিঃস্বতা শূন্যতার বিলাসলীলায় মত্ত আমি।
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
সুন্দর প্রকাশ, ভালো লাগা রইলো ভাই।
তৌহিদ
ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনন্য ভাবনা দাদা।
অবশেষে তাঁহার পাশে সঞ্জীবনি হয়ে থাকুন।
তৌহিদ
সেই চেস্টাই করি দাদা। ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“দ্বিধাহীন পায়ে সামনে এগোই
তোমার লালায়িত সহস্র চুম্বনেও আজ ভীত নই আমি! “
নির্ভয়ে এগিয়ে যান
সবাইতো আর করোনা আক্রান্ত নয়।
শুভ কামনা।
তৌহিদ
উপরওয়ালা সহায়। প্রিয়জনের পাশে থাকতে চাই সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার যা আছে তা নিয়ে এগিয়ে যান নিজস্ব গতিতে। অনেক দিন পর কবিতা পেলাম। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
তৌহিদ
আপু কবিতা লেখার সময় হচ্ছেনা। আমাদের সবার ছুটি বাতিল হয়েছে করোনার কারনে।
আপনিও ভালো থাকবেন।
ফয়জুল মহী
চমৎকার । প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
আলমগীর সরকার লিটন
বাউলিপনা বেশ লাগল
অনেক শুভ কামনা কবি দা
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
নিতাই বাবু
আমিও আপনার সাথে আছি, প্রিয় কবি তৌহিদ দাদা। ভয়কে জয় করে সামনে এগুতে হবে, আমাদের।
শুভকামনা থাকলো।
তৌহিদ
আল্লাহ সহায় দাদা। ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
—————অসাধারণ
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।