আমি তোমাকে একটি চিঠি লিখব।
উনিশ শতকের সেই লাজুক প্রেমিকার মত।
সামনে বিনুনি এলিয়ে,
বাড়ির সবাইকে লুকিয়ে
ঘরের এক কোণে বসে,
দুই পাতার একটি চিঠি।
যেখানে থাকবে হৃদয় নিংরানো কিছু বাক্য,
সাথে থাকবে চোখের দু’ফোটা অশ্রুর দাগ ।
আর থাকবে আমার হাতের স্পর্শ।
যেই হাত পরম যত্নে লিখবে
তোমার জন্য একটি চিঠি।
আমি নব্বই দশকের সেই প্রেমিকা হতে চাই।
শাড়ির পাড় উঠিয়ে হালকা সেজে দাড়াব তোমার সামনে।
হালকা ছুয়ে দিতে আমার কপালের সোজা টিপটা ইচ্ছা করেই আরেকটু সোজা করে দিবে তুমি।
আমি লজ্জায় লাল হয়ে চোখ ঘুরিয়ে নিব তোমার চোখের থেকে।
আমাদের হয়ত হাতে হাতে রাখা হবে না।
কিন্তু প্রতিটি পথ চলব একসাথে।
চোখ দুটো ভরা থাকবে স্বপ্ন দিয়ে।
সুন্দর সোনালী রঙের ভোর দেখব একসাথে।
একই স্বপ্নে বিভোর থাকব আমরা।
ছোট ছোট স্পর্শগুলোতেই চমকে ছিটকে সরে পরব কিছুটা দূরে।
পরষ্পরের চোখে থাকবে উপচে পরা ভালবাসার ছায়া।
চল না, উনিশ শতকের প্রেমিক প্রেমিকা হয়ে যাই।
যেখানে সব কিছুর অভাব থাকলেও ভালবাসার কোন অভাব থাকবে না।
হয়ত তোমার চাকরি থাকবে না।
হয়ত বেলা বোসের মত অন্য কোথাও বিয়ে ঠিক হবে আমার।
কিন্তু জানত, এই শতকের মত মিথ্যে দিয়ে ঘেরা হবে না আমাদের ভালবাসা।
হবে একবার,আমার উনিশ শতকের সেই স্বপ্নের প্রেমিক?
১৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অসাধারণ লেখেছেন কবি আপু
অনেক শুভেচ্ছা রইল————
নাফিছা সুলতানা ইলমি
কবি আপু?🙈🙈
অনেক ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
আহা চিঠির যুগে চলে গেলাম। তখনকার প্রেমে আবেগ, ভালোবাসা সব ছিলো , এখনকার মতো মেকি ছিলোনা বললেই চলে। চিঠি লিখতে কত ভয়, লজ্জা, সংকোচ কাজ করতো। চিঠিতে থাকতো হাতের স্পর্শ, ভালোবাসা। ধন্যবাদ আপু
নাফিছা সুলতানা ইলমি
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু
সুরাইয়া পারভীন
এই শতকে কী সত্য ভালোবাসা নেই
এই বাক্যটা কেমন একতরফা মনে হচ্ছে।
চমৎকার লিখেছেন। অসাধারণ লেগেছে।
নাফিছা সুলতানা ইলমি
এই শতকে ভালবাসা আছে।তবে স্বার্থহীন ভালবাসা নেই।
নাফিছা সুলতানা ইলমি
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী
অসাধারণ লেখা। ভালো লাগলো।
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
সত্যটা বললেন কবিতায়।প্রেম যা ছিলো খাটি তা উনিশ শতক পর্যন্তই।একটু দেখা,একটা চিঠি লেখা ,ওর কথা কারো কাছে শুনলেই মন আনচান করত —সেই প্রেম এ যুগে হারিয়ে গেছে ডিজিটালের মারপ্যাচে।চমৎকার।
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ।এই যুগের প্রেম শুধু স্বার্থ খুজে
জিসান শা ইকরাম
উনিশ শতকে কিন্তু ফেইসবুক, এন্ড্রয়েড মোবাইল, নেট ছিলনা।
চিঠি যাবে ডাকঘরে, চলবে এতে?
তবে তখনকার প্রেমে আন্তরিকতা ছিল, যা বর্তমানে খুব দুস্প্রাপ্য।
কবিতা ভাল লেগেছে,
শুভ কামনা।
নাফিছা সুলতানা ইলমি
একটা চিঠির জন্য দীর্ঘ অপেক্ষার পর সেই চিঠি হাতে পাওয়ার অনুভূতি আমরা মানে এখনকার জেনারেশন কখনই অনুভব করতে পারব না।মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
আহা, লেখা পড়ে উনিশ শতকের প্রেমিকা হতে ইচ্ছে করছে আমারও। যদিও আমি বিংশ শতাব্দীতে এসে প্রেমে পূর্ণতা পেয়েছি। কপালের টিপ সোজা হয়েছে কারো ছোঁয়ায়, চিঠি লিখেছি। তবুও কি জানি একটা রয়ে গেছে উনিশ শতকের প্রেমে 🙂
ভালো লাগলো লেখাটি।
শুভ কামনা 🌹🌹
নাফিছা সুলতানা ইলমি
আর আমি অপেক্ষায় আছি😌😌।।শুভকামনা রইল।আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
এস.জেড বাবু
///আমাদের হয়ত হাতে হাতে রাখা হবে না।
কিন্তু প্রতিটি পথ চলব একসাথে।
চোখ দুটো ভরা থাকবে স্বপ্ন দিয়ে।
নিখাদ প্রেম-
আজকাল দুরহ
মুগ্ধ হলাম আপু
শুভকামনা।
নাফিছা সুলতানা ইলমি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
হালিম নজরুল
দুই পাতার একটি চিঠি।
যেখানে থাকবে হৃদয় নিংরানো কিছু বাক্য,
সাথে থাকবে চোখের দু’ফোটা অশ্রুর দাগ ।
আর থাকবে আমার হাতের স্পর্শ।
——–সত্যিই অন্যরকম অনুভূতি
নাফিছা সুলতানা ইলমি
অনেক ধন্যবাদ।