ঈদ

আলমগীর সরকার লিটন ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ১২:৪০:০৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ত্যাগের রক্ত করে মহিমান্বিত-
বাতাসে মাংসের ঘ্রাণে ঈদ!
ভ্রাতৃত পরিবেশ মানে আনন্দ
যদি না থাকে হিংসা ভরা ইস

সবাই বলি ঈদ মোবারক ঈদ।

নামাজই ধর্ম- বেঁচে থাকাই কর্ম;
সকল কাজে হোক সহজ সরল মর্ম
অথচ পাপিষ্ঠ ভাবনা- বিদ্বেষী মন –
ভালই চলছে বাঘ বন্ধী খেলা- ঈদ
মোবারক অতঃপর ত্যাগের রক্তে ঈদ।
২১/৭/২১

৭৩৩জন ৬৪১জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ