
সবাই বলছে সুবাস ঘ্রাণে
ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-
শুধু আমার ঈদ কোথায়?
কোন সে সুরের ঘ্রাণে;
মন বন্ধি- ঘর বন্ধি-
বন্ধি আলো- বাতাস;
উঠান জুড়ে পায়ে- পায়ে
ঈদ যে আমায়!
তারার জ্বল ছল চাঁদের
ফাঁকে বলো না ভাই
ঈদ মোবারক ঈদ-
আমার গায়ে হোক না
তোমার মাটির ছোঁয়া ঈদ-
দুচোখ আমার ঈদ দেখে না
রক্তাক্ত লাশ আঙ্গীনার পাশে
পরে আছে বল ঈদ কোথায়।
১৫/০৫/২১
————
৭টি মন্তব্য
আরজু মুক্তা
অন্যরকম ঈদ। সবাই বিরক্ত। অসহনীয় পরিবেশ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
পপি তালুকদার
সত্যি এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
ইনশাআল্লাহ নিকটে এ-ই সমস্যা দূর করে দিবে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় পপি দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিমা আক্তার
খুব কঠিন সময়। তবু ও দিন কাটছে। ঈদের রঙ হারিয়ে যায় বিবর্ণ বাতাসে। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
ঈদ উপলক্ষে সেই আমেজ, আয়োজন নেই শুধু ই আতঙ্ক বিরাজ করছে। সাবধানে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম