বেলা শেষে চাঁদ দেখে ,
আলো ঝরে প্রতি মুখে ।
খোকা হাসে খুকি হাসে,
চমকিত উল্লাসে।
বাজি ফোটে কাছে দুরে
আনন্দ ঘুরে ফিরে ।
অকারণ কথকতা
চলে প্রীতি বারতা ।
জনে জনে বলে সবে,
কাল ঈদ ,ঈদ হবে।
ঘরে ঘরে লাগে দোল,
প্রকাশিত কল্লোল।
সালামের সালামি,
যার নাম প্রনামি ।
আদায়ে পেরেশান,
নয় তবু হয়রান।
এলো স্বর্গীয় সুখ
পলকে হারায় দুখ।
আসমানি খুশি যেন,
চারিপাশ বিছানো?
এসো ভাই বুকে এসো
বিষাদ ভুলে শুধু হাসো।
কেন থাকো দুরে সরে
ঠাই নাও অন্তরে।
ঈদ মানে খুশি খুশি,
আর নয় রেশারেশি।
এসো করি কোলাকুলি
মত বিভেদ ভুলি।
৬৭০জন
৫৮১জন
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ঈদ মানে খুশি খুশি,
আর নয় রেশারেশি।
এসো করি কোলাকুলি
মত বিভেদ ভুলি।”
বাঙালীর এই শাশ্বত রূপটাকে
এইবার মিস করছি।
ঈদ মুবারক।
ইসিয়াক
ঈদ মুবারক প্রিয় দাদা।
নিরন্তর শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
এবার তো কোলাকুলি করা যাবেনা ভাইয়া। এটাকে ঈদ বললে ভুল হবে, কোথায় সেই আনন্দ, হৈচৈ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সালামি? ভালো থাকুন সুস্থ থাকুন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইসিয়াক
গতকাল লিখেছিলাম আপু।আমি প্রতিদিনই দুই তিনটা কবিতা লিখি।
*******************************************************************
ঈদ
*****
ঈদ এলো আবার ফিরে,
খুশী এলো কই।
ঘর বন্দী ব্যস্ত জীবন,
নেই হইচই।
বছরের একটা দিন,
প্রতীক্ষিত প্রহর।
নিরিবিলি নিস্তব্ধ,
বিবর্ণ শহর।
এই কি শেষ ইদ?
জানা নাই তো।
আর দেখা কোনদিন ,
হবে না হয়তো।
মুক্ত পৃথিবীতে যদি
নাইবা দেখা হয়।
বুঝে নেবে এই আমি
নিয়েছি বিদায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
শামীম চৌধুরী
ইদ মোবারক ভাই।
ইসিয়াক
দেরি হয়ে গেলো বাই ইদ মোবারক ।
নিরন্তর শুভকামনা।
ফয়জুল মহী
ভালো লাগলো । নিখুঁত প্রকাশ।
ইসিয়াক
ধন্যবাদ মহী ভাই পাশে থাকার জন্য।
তৌহিদ
ঈদ মোবারক দাদা। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
ইসিয়াক
ঈদ মোবারক ভাই।
ভালো থাকুন সবসসময় । নিরন্তর শুভকামনা।
হালিম নজরুল
ঈদ আমাদের বদলে দিক।
ইসিয়াক
ঠিক বলেছেন ভাইয়া বদলে যাক সব, হয়ে যাক আবার আগের মতো।
নিরন্তর শুভকামনা।