
ক্লান্ত দেহে আনমনে ধূসর গোধূলি বেলায়
এসেছি তোমার দুয়ারে হে প্রণয়নী,
অন্ধকারের কষ্টিপাথরে অসারত্ব বিসর্জনে।
আত্মসচেতনে অম্লান মাধুরী রসকাব্যে
হৃদয়ে বিজন পুলিনে গেঁথেছে শব্দমালা,
অপ্রকাশে নিস্তব্ধতায়-
ক্ষণেক্ষণে গর্জে ওঠা সুরের রুপের বাণীতে
এ যেন এক ধূম্রজালের মায়া!
মিলনসুখে আনন্দ হৃৎস্পন্দনের হিল্লোলে
বেদনার বুকচিরে অঙ্কুরিত মাদল কন্ঠে,
অনন্তের অঙ্গনে কুন্ডলে গাঁথা মালায়
হে মালতিসখা বরণ কর আমায়,
দাও সুচিরসঞ্চিত নিশিথের বিচ্ছেদ ভুলিয়ে।
করবী বাতাসের অরুপতলে
এসো বিহারে রুপে পূর্ণ করে,
দ্যাখো নতুন চাঁদ উঠেছে
ঈদের খুশিতে উৎসবে মোহিনী সুরে।
দেশে-প্রবাসে,কাছে-দূরে ঈদ আনন্দে
চলুন উল্লাসে মাতি একসাথে।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও ঈদের শুভেচ্ছা ও শুভকামনা। চমৎকার শব্দমালায় সাজানো কবিতা 💓💓। ভালো থাকুন নিরাপদে থাকুন
তৌহিদুল ইসলাম
ঈদ মোবারক আপু। শুভ হোক প্রতিক্ষণ।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ঈদ শুভেচ্ছা। ভালো থাকবেন। শুভ কামনা সবসময়।
তৌহিদুল ইসলাম
ঈদ মোবারক আপু। শুভেচ্ছা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ মোবারক
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু। শুভ হোক প্রতিক্ষণ।
হালিমা আক্তার
ঈদের শুভেচ্ছা রইলো। নতুন চাঁদের আলোয়, বেদনার বুক চিরে নেমে আসুক আনন্দের জোয়ার। ঈদ মুবারক।
তৌহিদুল ইসলাম
আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপু। নিরাপদে থাকুন এটাই প্রার্থণা।
সাবিনা ইয়াসমিন
সচেতন শব্দ গর্জনে কবিতা ভরপুর হয়ে গেছে। কবির রস মাধুরীর ধূম্রজাল অম্লান থাকুক, তাহলে মাঝে মাঝে আমরাও এমন লেখা পাবো।
ঈদ মুবারক তৌহিদ ভাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সবসময়। ঈদ মোবারক।
ছাইরাছ হেলাল
এ সব মালতি কাব্যে এখন আর চিরা ভিজবে না, অন্য লাইন খুঁজতে শুরু করুন।
বিলম্বিত ইদ শুভেচ্ছা জানাচ্ছি।
তৌহিদুল ইসলাম
লাইন বেলাইনে হেঁটে বেড়িয়েও সীমানার দিশা পাচ্ছিনা ভাই। লাইন পাল্টাতে হবে মনে হচ্ছে।
শুভকামনা ভাই।
পপি তালুকদার
সুন্দর শব্দের গাঁথুনী। অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ।
ইদের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, ঈদের শুভেচ্ছা আপনাকেও। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।