“জমিটি উর্বর
যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে
আমাকেও; এবং আমি-
ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।“
উর্বর জমিতে সবার নজর কাড়ে
মালিকানা বদল হয় সময়ের ধারে।
ভালো লাগলো। শুভ কামনা।
সবাই একি নৌকার মাঝি হলে হয়না!
আমি ভালো হবো। এই মানসিকতাও থাকতে হবে।
একজন ডাক্তার চায় তার ছেলেমেয়েও ডাক্তার হোক। কারণ এরা বসে থাকেনা।
আর কৃষকের ছেলে ভালো পড়লেও বলা হয় এতো পড়ে কি লাভ। হাল ধরো।
১৩টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব লেখনী — “আমি আমার প্রজন্মকে বলছি
বয়োবৃদ্ধ আমি; জমিতে প্রথম যৌবন হারানো
আবু ইসহাকের জোঁকের মতো জলের নৌকায়”।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সুপায়ন বড়ুয়া
“জমিটি উর্বর
যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে
আমাকেও; এবং আমি-
ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।“
উর্বর জমিতে সবার নজর কাড়ে
মালিকানা বদল হয় সময়ের ধারে।
ভালো লাগলো। শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍
ফয়জুল মহী
মা উর্বর হলে ফসলও ভালো হয়টি
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সুপর্ণা ফাল্গুনী
ফসল নিয়ে দূর্নীতি অহরহ ঘটছে, অবৈধ চোরাচালান চলছে । আপনার কবিতায় এই বিষয়গুলো দারুন ভাবে উপস্থাপন করেন। শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
আরজু মুক্তা
সবাই একি নৌকার মাঝি হলে হয়না!
আমি ভালো হবো। এই মানসিকতাও থাকতে হবে।
একজন ডাক্তার চায় তার ছেলেমেয়েও ডাক্তার হোক। কারণ এরা বসে থাকেনা।
আর কৃষকের ছেলে ভালো পড়লেও বলা হয় এতো পড়ে কি লাভ। হাল ধরো।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু।
হালিম নজরুল
চমৎকার দেশভাবনা। চিত্রকল্প, উপমা বেশ। সাবাস।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।