ইন দ্যা মুড ফর লাভ – ওং কার ওয়ে

হুসাইন আহমেদ ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৫:১৮:৫৫অপরাহ্ন মুভি রিভিউ ৯ মন্তব্য

তারা ভালবাসার মেজাজে রয়েছে, কিন্তু এটির জন্য সময় ও অবস্থানে নেই। তারা একে অপরের দিকে তাকায় তৃষ্ণা ও মধুরতার ভেজা চোখে এবং তাকিয়ে নিজেদের ঘরে ফিরে যায়। নির্দয়তা তাদের জীবন বিস্বাদ করে দিচ্ছে:একজনের স্ত্রী এবং অন্যজনের স্বামীর মধ্যে পরকিয়ার সম্পর্ক তাদের মনস্তাত্তিক জগতকে শূন্যতায় ভরে দিচ্ছে ।

” “For us to do the same thing,” they agreed, “would mean we are no better than they are.” The key word there is “agree.” ”

আসলে, তারা সম্মত হন না। ,তাদের অসম্মতিরও সাহস নেই এবং সময়ও তাদের সাথে নেই তা প্রবাহমান। একজন অপরজনের সাথে ফিজিক্যালি ইনভ্লভড হতে চায় , তবে উভয়ই নৈতিক অবস্থানের দ্বারা আবদ্ধ তাই তারা তাই করে যা প্রত্যেকে বিশ্বাস করে ।

হয়তো এখানে আরো স্পেকুলিশন এর জায়গা থাকতে পারতো, হয়তো আরো গভীর প্রেম দেখানো যেতো । কিন্তু Wong Kar Wei “In The Mood For Love”-এ এত সতেজ একটি প্রেম দেখান যেখানে সুন্দর ভাবে ইন্সট্রমেন্টাল এবং ট্র্যাক গুলো আলাদা এক বৈশিষ্ট তৈরি করে একটি কমপ্লিট অনুভুতি জাগায় ।

তার নাম Mr. Chow (Tony Leung Chiu-wai)। অন্যজন Su Li-zhen (Maggie Cheung Man-yuk)। 196২ সালের জনাকীর্ণ হংকংয়ে, তারা একে অপরের পাশে অ্যাপার্টমেন্টে রুম ভাড়া করে আছে। তারা দরিদ্র নয়; একজন একটি সংবাদপত্র প্রতিবেদক, অন্যজন একটি অফিসের নির্বাহী সহকারী। এই জনাকীর্ণ শহরে স্থান যেমন সংকুলান তার সাথে গোপনীয়তার জায়গাও কম । খুব অদ্ভুত ভাবে এই মুভিটি ফিজিক্যালি সতেজ, মাদকতায় পরিপূর্ণ ।চলচ্চিত্রেটিতে রংগুলি দৃশ্যের ভেতর দিয়ে প্রবাহিত হয়: লাল, হলুদ, বাদামী গভীর ছায়া ফেলে। একটি দৃশ্য যেখানে সিগারেটের ধোঁয়া কুণ্ডলীপাকে আবির্ভাব করে অভিনেতাকে তা এক কথায় অনবদ্য । দুই অ্যাপার্টমেন্টের বাইরের হলওয়ে ক্যামেরা Forth এবং Back করে বুঝিয়ে দেয় যে এটি দুটি এপার্টমেন্ট একটি নয় ।

আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃশ্যগুলো আসে যখন Chow এবং Su তাদের পারটনারদের ভুমিকায় অভিনয় করে এবং নিজেদের সাথে কনভারশেসন করে । “Do you have a mistress?” – Su বলে Chow কে যা আসলে সত্যিকার অর্থে সে তার স্বামীকে বলার চেস্টা করবে। আলতো চড় যা বাস্তবতার অনেক দূরেই থাকে এবং এভাবে নিজেদের ক্ষতটাকে তাড়া অনুভব করার চেস্টা করে ।

Wong Kar-Wai প্রতারণাকারি যুগলকে অফস্ক্রিনেই রেখে এখানে ভিকটীমকেই প্রটাগনিস্ট করেছেন । প্রতারনাকারিরা হয়তো টোকিও অথবা হংকংয়ের ডাউনটাউনে হোটেলে পাপ করতে পারে, কিন্তু তারা এই চলচ্চিত্রের স্ক্রিনে কখনোই পাপ করবে না, কারণ তাদের প্রতারনা বিরক্তিকর এবং সাধারণ চোখে যা দেখা কস্টকর । এর প্রেক্ষিতে Su এবং Chow এর উত্তম আচরন তাদের ভালবাসাকে শুদ্ধ করে তোলে ।

তাদের জীবন একটা গন্ডির মধ্যে বন্দী। ব্যয় করার জন্য তাদের অর্থের কমতি নেই তারপরও এখনও অফিসের জন্য তৈরি হয় অথবা নুডলস কিনতে যায় ভিড়ের মধ্যে । কখনো সিঁড়িতে দেখা হয়ে যায় । কখনো বা আবার বৃষ্টি হয় । দাঁড়িয়ে তারা কথা বলতে থাকে । আপনি যখন নির্দিষ্ট মোড়ালিটি বজায় রেখে কথা বলবেন তখন আসলে কোনো কনভারশেসনি বিরক্তিকর না কারণ খালি জায়গাগুলি আপনার ভালবাসার মেজাজে পরিপূর্ণ থাকে তখন।

১৫১৮জন ১৪৩১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন