প্রত্যেক বাবাই তার সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। মেয়ে শ্বশুর বাড়ি গেলে হঠাৎ যে হাহাকার ওঠে তার মনে সেটি আপনার কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে। সকল বাবার জন্য শুভকামনা রইলো।
এই প্রথম আমি আপনার কবিতা পড়লাম। এক কথায় অসাধারণ! ভালো থাকবেন আপু।
প্রথমেই কবিতার জন্য ধন্যবাদ আপনাকে। বাবাদের অন্তরদহন কেউ দেখে না কারণ তাদেরটা বাহ্যিক রূপ পায়না। প্রতিটি বাবার কাছে মেয়ের জন্য ভালোবাসা টা বেশী ই থাকে। মেয়েদের মাথার বটগাছটা এই বাবারাই হয়ে থাকে, বাবা চলে যাওয়া মানে মেয়েদের জন্য অনিশ্চয়তার ছায়া নেমে আসে। খুব ভালো লাগলো বাবাকে নিয়ে কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
সব ক্ষরণ আসলেই বাইরে থেকে বোঝা যায় না। কাউকে দেখানো যায় না। লাভার স্রোতের নীচে কতটা পুড়তে থাকে তা শুধু মৃত্তিকাই জানে।
আপনার বাবার জন্য প্রার্থনা করি। তিনি ভালো থাকুন ওপারে। সকল বাবারা ভালো থাকুন তাদের সন্তানদের ছায়া হয়ে।
মেয়েদের জগৎটা সত্যিই জটিল। শ্বশুর বাড়িতে যদি দজ্জাল শ্বাশুরি থাকে সেই মেয়ের জীবন ছ্যাড়াবেড়া। আবার সেই মেয়েও নিজে শ্বাশুরি হলে অন্যজনকে একই রকম ব্যবহার শুরু করে। তাই বলি মেয়েদের জগৎ জটিল। হুমায়ুন আহমেদের একটা উক্তি প্রায় সময়ই আমার মনে পড়ে “পৃথিবীতে খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু খারাপ বাবা একটিও নেই।”
১২টি মন্তব্য
তৌহিদ
প্রত্যেক বাবাই তার সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। মেয়ে শ্বশুর বাড়ি গেলে হঠাৎ যে হাহাকার ওঠে তার মনে সেটি আপনার কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে। সকল বাবার জন্য শুভকামনা রইলো।
এই প্রথম আমি আপনার কবিতা পড়লাম। এক কথায় অসাধারণ! ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই কবিতার জন্য ধন্যবাদ আপনাকে। বাবাদের অন্তরদহন কেউ দেখে না কারণ তাদেরটা বাহ্যিক রূপ পায়না। প্রতিটি বাবার কাছে মেয়ের জন্য ভালোবাসা টা বেশী ই থাকে। মেয়েদের মাথার বটগাছটা এই বাবারাই হয়ে থাকে, বাবা চলে যাওয়া মানে মেয়েদের জন্য অনিশ্চয়তার ছায়া নেমে আসে। খুব ভালো লাগলো বাবাকে নিয়ে কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন । চমৎকার ভাবনার প্রকাশ। ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
সব ক্ষরণ আসলেই বাইরে থেকে বোঝা যায় না। কাউকে দেখানো যায় না। লাভার স্রোতের নীচে কতটা পুড়তে থাকে তা শুধু মৃত্তিকাই জানে।
আপনার বাবার জন্য প্রার্থনা করি। তিনি ভালো থাকুন ওপারে। সকল বাবারা ভালো থাকুন তাদের সন্তানদের ছায়া হয়ে।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখছেন আপু, ভালো লাগছে।
প্রদীপ চক্রবর্তী
জগতের সকল বাবারা ভালো থাকুক।
শুভকামনা দিদি।
যথার্থ উপস্থাপন।
আরজু মুক্তা
সব বাবা ভালো থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাবা মানে বটবৃক্ষ। বাবাকে নিয়ে সুন্দর লেখা। শুভ কামনা রইল।
হালিম নজরুল
আসলেই সব ক্ষরণ বাইরে থেকে দৃশ্যমান নয়!
এস.জেড বাবু
জগতে স্বাধীনতা শব্দটি আর তাদের থাকে না
দু’চোখ ভরা স্বপ্নেরা মুখ থুবড়ে পড়ে গহীন বালুচরে
যতটা বুঝতাম তখন
এখন আরও বেশি অনুভব করি তাকে হারিয়ে_
যেখানেই থাকুক যেভাবে থাকুক
ভালো থাকুক দুনিয়ার সকল বাবা
ভালো লেগেছে।
কামাল উদ্দিন
মেয়েদের জগৎটা সত্যিই জটিল। শ্বশুর বাড়িতে যদি দজ্জাল শ্বাশুরি থাকে সেই মেয়ের জীবন ছ্যাড়াবেড়া। আবার সেই মেয়েও নিজে শ্বাশুরি হলে অন্যজনকে একই রকম ব্যবহার শুরু করে। তাই বলি মেয়েদের জগৎ জটিল। হুমায়ুন আহমেদের একটা উক্তি প্রায় সময়ই আমার মনে পড়ে “পৃথিবীতে খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু খারাপ বাবা একটিও নেই।”
জিসান শা ইকরাম
বাবাদের ক্ষরন বুঝা যায়না বাইরে থেকে।
বাবার স্মৃতি নিয়ে চমৎকার কবিতাটি ভালো হয়েছে খুব।
চলে যাওয়া সব বাবাদের আত্মার শান্তি কামনা করি।