ঝড় দেখেছ খুব কাছ থেকে? লন্ডভন্ড ঝড়?
একবার সেকি প্রলয় ঝড়। বাতাসের হুংকার, ক্রোধ। ভেঙে পড়ছে সাজানো ঘরবাড়ির উঁচু সীমানায়। জবরজং মেকি সন্যাসের খোলস ভেঙে যেন উসুলের শেষ দেখে ছাড়বে। ব্যালকনি থেকে কিসের যেন আছড়ে পড়ার শব্দ। মা বললো, বারান্দায় বালতি রয়েছে, নিয়ে আয়। আমি দরজা খুলতেই পারছিলাম না। উহ্, কি তীব্র শক্তি দিয়ে আমাকে ঘরের ভেতর ঠেলে দিচ্ছিল। ঝড় কি জানে? এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও টলেনা। দেখলাম ব্যালকনিতে বিশালাকার বালতিটা শুন্যে উড়ছে আর চলছে লোহার গ্রীলের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা। আমার মনে হচ্ছিল, ইশ গ্রীলটা না থাকলেই ভালো ছিলো। ছ’তলা থেকে উড়ে যেত একটা লাল টুকটুকে বালতি আকাশময়, মিস হয়ে গেলো, বড্ড মিস হয়ে গেলো। কোথাও ঝড়ে চুরমার হয়ে যাচ্ছে সবকিছু, সব স্বপ্নচারুকলা আর কোথাও ছোট কিশোর কিশোরীর দল আম কুড়িয়ে কোঁচর ভরছে।
ঝড় আসবে, কেটেও যাবে। চিহ্নও মুছে যাবে ঘোরসওয়ারি সময়ের পিঠে।
একটি গোপণ ইচ্ছের কথা শুনবে? খুব ইচ্ছে করে একবার তুমুল ঝড়ের রাতে লঞ্চের কেবিন বারান্দায় তোমার সাথে বসে থাকি। তোমার হাতের মুঠোর মধ্যে আমার হাত। আতংকে থমকে যাবে সকল গোপন উচ্ছ্বাস। আমার নখের খামচি তে বসে যাওয়া তোমার হাত গলে পড়বে দু’এক ফোঁটা রক্ত। তীব্রভাবে জড়িয়ে রাখা দুটো শরীর তালগোলে হারিয়ে ফেলবে ওষ্ঠপংক্তিমালা। ভয়ংকর রাতগুলো নাকি শেষ হতে চায়না কখনো, এক একটি মূহুর্তকে মনে হয় জনম জনম। শেষ জীবনের সেই মূহুর্তগুলো এক একটা পল ধরে যেন থেমে থাকে তোমারই হাতে। যদি আবার ফিরে আসি, এক সকাল আলোয় চলতে শুরু করুক আবারও থেমে থাকা স্বপ্নের সাথে টিক টক টিক টক…………………
৩৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
লাল টুকটুকে একটা বালতি উড়ছে আকাশ ময়, আহারে কি স্বপ্ন 🙂
ঝড় আসবে, কেটেও যাবে। চিহ্নও মুছে যাবে ঘোরসওয়ারি সময়ের পিঠে। (y) আশাবাদি হই আমরাও।
ঝড়ের রাতে লঞ্চের বারান্দায় সঙ্গীর সাথে বসে থাকার ইচ্ছেটা এই প্রথম শুনলাম কারো কাছে
ভয়ংকর সুন্দর একটি ইচ্ছে। ঝড়ের মাঝে মিলিয়ে ভিডিওর অংশ দেখে মুগ্ধ হয়ে গেলাম।
সোনেলা আপনার কাছে আরো সময় চায়।
শুভ কামনা।
মিথুন
ঝড়ের সাথে মিলিয়ে কিনা জানিনা, দুটোই স্বপ্ন, আমার খুব পছন্দের গান। ইচ্ছেটা ভয়ংকর, একটু বেশি কাল্পনিক। শুধু বলতে চেয়েছি আমার শেষ মুহুর্তগুলো যেন তার সাথেই শেষ হয়। তার সাথে থাকলেই সময় দৌড়ে পালায়, তাই ভেবেছি এভাবেই যদি ভয়ে হলেও সময়গুলো আস্তে আস্তে চলিয়ে নেয়া যেত। সোনেলা যেমন আমাকে চায়, আমিও তেমনি চাই, কিন্তু পেরে উঠিনা ভাইয়া। চেষ্টা করবো যেমনটা করি সবসময়। আপনার উৎসাহ আমার প্রেরণা, ধন্যবাদ ভাইয়া…………
জিসান শা ইকরাম
দোয়া করি আপনার সকল ইচ্ছে যেন পূর্ন হয়
সমস্ত সময় গুলো তার সাথেই কাটুক।
শুভ কামনা।
মিথুন
আপনাদের সবাইকে পাশে রাখতে চাই। আপনার জন্যেও শুভকামনা থাকলো ভাইয়া……………
ছাইরাছ হেলাল
ইচ্ছে পুষে রাখা ঠিক না, ঝাঁপিয়ে পড়ুন দুর্বার গতিতে, তবে একটু সাবধানে।
লাইফ জ্যাকেট সাথে নিতে ভুলবেন না যেন। শুধু সাথে রাখলেও হবে না। কাজে নামার আগেই পড়ে নিতে হবে,
কাজের চাপে! পঙতির ভীড়ে ভুল-ভাল হয়ে যেতে পারে।
ক্ষণস্থায়ী চিহ্ন নিয়ে ভাববেন না, সে মিলাবে ইচ্ছের মিলন হলেই।
গান শুনতেই আছি।
মিথুন
লাইফ জ্যাকেট পরে নিলে সমস্যা হয়ে যায়না ভাইয়া? না হয় ডুবেই মরলাম 🙂
কিছু ইচ্ছে পুষে রাখাতেই আনন্দ, ও আপনি বুঝবেন না।
গান শুনতে থাকুন, দেখতেও থাকুন। দেখতেই বেশি ভালো। ধন্যবাদ ভাইয়া………
আবু খায়ের আনিছ
ভয়ংকর ইচ্ছা, এমন ইচ্ছাও হতে পারে তাহলে?
মিথুন
ইচ্ছার তো কোন নিয়মনীতি নেই 🙂
শুন্য শুন্যালয়
ইচ্ছেটা পুরোপুরি লিখেছেন তো? ভাই আপনারা দুইজন একা একা অই লঞ্চে যেয়েন, আমরা যাইমু না, মরতামও চাইনা।
গানটার দৃশ্যায়ন অপূর্ব।
মিথুন
সব বুঝতে নেই আপু। আচ্ছা তাহলে নৌকা নেবোনে। গানটা আসলেই সুন্দর………
অরুনি মায়া
ঝড় দেখেছি বহুবার, বহু রকমের ঝড় দেখেছি | নিরব ঠান্ডা শান্ত ঝড়ও দেখেছি | আবার ঝড় শেষে রৌদ্রময় আকাশও দেখেছি | দেখেছি ভাঙা নীড় নতুন করে গড়ার প্র্যয়াশ |
তবে ইচ্ছে করে কান্নাকে আর ডেকে আনতে চাইনা | শান্ত নদীতে তার কাঁধে মাথা রেখে একটি নতুন সূর্যদয় দেখতে চাই |
ভাল লাগল আপু তোমাকে অনেকদিন পর পেয়ে 🙂
মিথুন
আপনার নামের সাথে এমনটাই যায় আপু। আপনার জন্যে শুভকামনা রইলো ইচ্ছে পূরন হোক আপনার। আমি এই আছি এই নেই। অনেক ব্যস্ততায় আসা হয়না আপু, তবে মন পড়ে থাকে আপনাদের কাছে…………
অনিকেত নন্দিনী
ঝড় দেখেছি অনেক, বেশুমার। দেখেছি ঝড়ের দাপটে চাপকল উপড়ে উঠে সাপের মতো করে সুপারি গাছ বেয়ে গেছে, দেখেছি বাউকুড়ানি কাউকে শিমুল গাছের উঁচুতে নিয়ে গেছে, নদী থেকে নৌকা উঠিয়ে ডাঙায় নিয়ে উলটে ফেলেছে কিন্তু লাল বালতি আকাশে ওড়ছে এমনটি দেখিনি কখনোই।
লঞ্চের বারান্দায় হাত জড়িয়ে বসে থাকার ইচ্ছেটা মনে ধরেছে। সত্যিই তো, ভয়ঙ্কর বিপদের সময়ে সবচেয়ে আপনজনকেই তো এমন করে পাশে চাই!
অ.ট. আমাদের সবার কাছে আসার বিরতিটা আরেকটু কম করা যায়না?
মিথুন
চাপকল উপড়ে উঠে সাপের মতো করে সুপারি গাছ বেয়ে গেছে! আমিতো আপনার মত করে দেখিনি কখনো আপু। সময় কে থমকে দেবার আর কোন ইচ্ছের কথা মাথায় এলো না।
বিরতিটা কম হোক, তা আমিও চাই। আমার জন্য দোয়া করবেন আপু, যেন তাড়াতাড়ি সব ঝামেলা কাটিয়ে উঠতে পারি। আপনার জন্য শুভেচ্ছা থাকলো আপু…….
অনিকেত নন্দিনী
অবশ্যই দোয়া করি। খুব জলদিই সব ঝুটঝামেলা মিটে যাক, ঝড় তুফান সরে গিয়ে নরম মোলায়েম রোদে ঘেরা সকাল আসুক।
অনেক শুভকামনা। -{@
অ.ট. আজ কিন্তু শুভকামনা লিখতে গিয়ে ভুল করিনি। :p
মিথুন
আপনার মনে আছে দেখছি 🙂
এমন করে বললে রোদে ঘেরা সকাল না এসে পারে? আমি এসে গেছি…………
অপার্থিব
পানি ভর্তি বিশালাকার বালতির পক্ষে কি শুন্যে উড়া সম্ভব ? অনুমান করছি যে বালতিতে কোন পানি ছিল না তবুও ব্যালকনির মধ্যে পানি শুন্য বিশালাকার বালতির পক্ষে শুন্যে উড়া কঠিন, খোলা জায়গায় হলে হয়তো সম্ভব ছিল। সম্ভবত অবাস্তব এই অংশটুকু বাদ দিয়ে লেখার অন্য অংশ গুলো ভাল লেগেছে।
মিথুন
অনেক ঝড় দেখলেও আমার মাথায় সেদিনটা স্টাক হয়ে আছে। বালতিটা খালি ছিল। শূন্যে বলায় হয়তো উপরে দৃশ্য টা এনেছেন। না এটি অবাস্তব ছিলনা। বালতিটা বেশ কিছুটা উপরেই উড়ছিল, আমি এত তীব্র ঝড় সামনে থেকে দেখিনি আর। আপনি মন দিয়ে পড়ে আপনার মতামত জানিয়েছেন বলে খুব খুশি হয়েছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে ……
তানজির খান
দারুণ লিখেছেন মিথুন আপু। অনেকদিন পরে আপনার পোস্ট পড়ার সুযোগ হলো। আশাকরি ভাল আছেন।
শুভকামনা রইল
মিথুন
হ্যাঁ ভাইয়া আমি ভাল আছি। আপনি ভাল আছেন? আপনার লেখাওতো পড়িনা অনেকদিন, ফিরে আসুন লেখা নিয়ে ……
মিথুন
কেন উদাস হয়েছেন ভাইয়া? কাউকে মনে পড়েছে বুঝি? আমার ইচ্ছেরা বরাবরই সাহসী। সবতো লিখতে পারিনা, পূরন করতেও পারিনা। শক্ত করেই ধরে রেখেছি, ভেঙ্গে না যায় আবার :p
ব্লগার সজীব
মনে পড়েছে একজনকে, বলা যাবে না আপু। শক্ত করেই ধরে রাখুন হাত, ভেঙ্গে ফেলা চলবেনা। আপনার ইচ্ছেরা পুর্ন হোক।
মিথুন
নামতো জেনে গিয়েছে সজীব ভাইয়া, এবারে বলুন 🙂 শক্ত করেই ধরেই আছি, ছাড়ছি না, রক্তপাত হলেও না। ধন্যবাদ জানাচ্ছি। আপনার ইচ্ছেরাও পূর্ন হোক…………
মিথুন
এমন ইচ্ছে পূরন হবে কিনা এই ভেবে রোদন। এমন ইচ্ছে পুরন হলে দুজনকে ডুবে মরতে হবে এই ভেবে রোদন। এইযে কল্পনার ইচ্ছেগুলো বইখেকো পোকার মত সারাদিন কাটে তার যন্ত্রণায় রোদন। প্রেমে পড়েছেন কখনো? পড়লে না বুঝবেন রোদন কেন।
মিথুন
হুম সব লন্ডভন্ড করে দিতে চাই, উড়ে যাক, ডুবে যাক সব ছারখার হয়ে যাক। তার সাথে একসাথে মরতে হলে তো আত্মহত্যা ছাড়া আর পথ দেখিনা। আপনার লেখাও তো অনেকদিন পড়িনা আপু। আপনি আমার চাইতে অনেক ভাল লেখেন। আমরা দুজন ভাল আছি। দোয়া করবেন আমাদের জন্য …….
লীলাবতী
আপনারা সবাই যে মানের লেখা লিখছেন আজকাল, দূরে দাঁড়িয়ে মাথা চুলকাই এখন। কিযে লেখি ?
মিথুন
যেই লম্বা চুল আপনার, মাথা তো চুলকাবেই। চুলের যত্ন নিন, সব অযুহাত বাদ দিয়ে লেখা দিন…………
মুহাম্মদ আরিফ হোসেইন
গোপন ইচ্ছে খুবই ভয়াবহ 😮
মিথুন
ভয়াবহ বলেই রোদন 🙂 ধন্যবাদ আপনাকে………
স্বপ্ন
এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও না টলুক, জীবনের সুন্দর এবং কঠিনতম দিনগুলো হাতে হাত রেখে জড়াজড়ি করে অতিক্রম করতে চাই দুজনে। এসো ঝড়ে ঝাপ দেই, হোক সে ঝড় যতই বিপদসংকুল।
খুব ভালো লিখছেন আজকাল। ভালো লিখবেনই বা না কেন? সাথে কে আছে সারাক্ষন বুঝতে হবেনা? 🙂 -{@
মিথুন
তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। ভালো-মন্দ সবটুকুর অর্ধভাগ আপনার। ভাল থাকবেন, প্রেরণা হয়ে থাকবেন………
স্বপ্ন
ইচ্ছে খুন হয়ে গিয়েছি জানবাজের হাতে। কত আনন্দের এই মৃত্যু 🙂
মিথুন
মৃত্যু আনন্দের কিনা তা তো আপনার হাড়ে হাড়ে টের পাবার কথা। ভ্যাকুয়ামের যন্ত্রণাগুলো কি মুছে গেছে? 🙂
(3 (3