ইচ্ছে রোদন

মিথুন ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৭:২৪:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

ঝড় দেখেছ খুব কাছ থেকে? লন্ডভন্ড ঝড়?
একবার সেকি প্রলয় ঝড়। বাতাসের হুংকার, ক্রোধ। ভেঙে পড়ছে সাজানো ঘরবাড়ির উঁচু সীমানায়। জবরজং মেকি সন্যাসের খোলস ভেঙে যেন উসুলের শেষ দেখে ছাড়বে। ব্যালকনি থেকে কিসের যেন আছড়ে পড়ার শব্দ। মা বললো, বারান্দায় বালতি রয়েছে, নিয়ে আয়। আমি দরজা খুলতেই পারছিলাম না। উহ্, কি তীব্র শক্তি দিয়ে আমাকে ঘরের ভেতর ঠেলে দিচ্ছিল। ঝড় কি জানে? এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও টলেনা। দেখলাম ব্যালকনিতে বিশালাকার বালতিটা শুন্যে উড়ছে আর চলছে লোহার গ্রীলের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা। আমার মনে হচ্ছিল, ইশ গ্রীলটা না থাকলেই ভালো ছিলো। ছ’তলা থেকে উড়ে যেত একটা লাল টুকটুকে বালতি আকাশময়, মিস হয়ে গেলো, বড্ড মিস হয়ে গেলো। কোথাও ঝড়ে চুরমার হয়ে যাচ্ছে সবকিছু, সব স্বপ্নচারুকলা আর কোথাও ছোট কিশোর কিশোরীর দল আম কুড়িয়ে কোঁচর ভরছে।
ঝড় আসবে, কেটেও যাবে। চিহ্নও মুছে যাবে ঘোরসওয়ারি সময়ের পিঠে।

একটি গোপণ ইচ্ছের কথা শুনবে? খুব ইচ্ছে করে একবার তুমুল ঝড়ের রাতে লঞ্চের কেবিন বারান্দায় তোমার সাথে বসে থাকি। তোমার হাতের মুঠোর মধ্যে আমার হাত। আতংকে থমকে যাবে সকল গোপন উচ্ছ্বাস। আমার নখের খামচি তে বসে যাওয়া তোমার হাত গলে পড়বে দু’এক ফোঁটা রক্ত। তীব্রভাবে জড়িয়ে রাখা দুটো শরীর তালগোলে হারিয়ে ফেলবে ওষ্ঠপংক্তিমালা। ভয়ংকর রাতগুলো নাকি শেষ হতে চায়না কখনো, এক একটি মূহুর্তকে মনে হয় জনম জনম। শেষ জীবনের সেই মূহুর্তগুলো এক একটা পল ধরে যেন থেমে থাকে তোমারই হাতে। যদি আবার ফিরে আসি, এক সকাল আলোয় চলতে শুরু করুক আবারও থেমে থাকা স্বপ্নের সাথে টিক টক টিক টক…………………

১১৬৩জন ১১৬৩জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ