
সাগর নীলিমায় নীল
সুর্যাস্ত রঙ্গিন লালেলাল
হয় যদি জলের উপর ছটা
এঁকেদেবে ঐজলে লালীমা রশ্মিটা।
চেয়ে দেখ ঐ রক্তীম লালীমা আকাশের দিগন্তে
ছুয়ে হৃদয়েও ধরে কাব্যরসিক শব্দ ঝরনার প্রেমিক যুগলে।
দোলখেলে, মননাচে, আনচান যায় উড়ে বহুদুর সঙ্গী স্বপ্নবুনন
দোল খায় ইচ্ছে উড়ে এলোমেলোবাতাসে নেচেগেয়েঝিলিক খনে খনে।
খনিং আমি যদি হতাম ঐ আলোক রশ্মি! ভাসতাম সাগরের জলে উড়তাম হাওয়ায় হাওয়ায়
দুলতাম বাতাসের তরে ডানাহীন দূরবহুদুর! সাগর জলে নামতাম আবার উড়ে উড়ে ঘুরতাম হাওয়ায়।
বৃষ্টি ঝুমুরে রামধনু জাগবে সেই তালে তালে নীল নীল ঐ আকাশটাকে দেখব উড়ব ডানা মেলে।
রাত্রি প্রহরে জোনাকি সাথে ছড়াব আলো, পরীর সাথে মিলবো তাঁরার সাথে করব মিতালী ঐগগনে।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ইচ্ছে ডানায় ভর করে কতকিছু যে করতে মন চায় কিন্তু সব কি পূরণ হয়? নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো যেন সবকিছু পূরণ হয়। ভালো থাকুন সুস্থ থাকুন
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন দিদিভাই। ইচ্ছে ই মানুষ স্বপ্ন দেখে বাচে। শুভেচ্ছা রইল।
ফয়জুল মহী
অতুলনীয় ভাবনায় অনুপম লিখনশৈলি।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ মাহী ভাই। সুন্দর মন্তব্যে মহা খুশি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতিময় উপস্থাপন।
’হৃদয়ে গজলে পাখা সাথে মিশে সুর
উড়ে চলে হেসে নেচে দূর থেকে দূর’
খুব সুন্দর কবিতা ভাইজান।
প্রকৃতির ছোঁয়ায় একদম প্রাণবন্ত।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি অনুরক্ত হলাম প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
ইচ্ছে ডানায় ভর করে এমন স্বপ্ন দেখতে থাকুক সবাই।
শুভ কামনা রইলো ভাইয়া। শুভ নববর্ষ🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভ নব্বর্ষ। আপু।
তৌহিদ
যে অবস্থা চলছে তাতে একবিন্দু আলোক রশ্মি খুবই প্রয়োজন। স্বপ্ন সত্যি হোল এটাই কামনা।
ভালো থাকুন ভাই, নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
তা ঠিক ভাই। আর কতটুকু ভালো থাকব তাও জানিনা।
আরজু মুক্তা
আমার কিন্তু ছন্দে ছন্দে বলা কবিতাটা ভালো লাগলো শুধু নয়, আবেশ ছড়ালো।
শুভকামনা
মোঃ মজিবর রহমান
আপনার উত্তরে এটাই আমি অভিভুত। ধন্যবাদ আপু।
শামীনুল হক হীরা
খুব চমৎকার একটা থিম নির্ধারন করে দারুণ লিখেছেন সম্মানিত।। শুভকামনা নিরন্তর। নতুন বছরের শুভেচ্ছা জানবেন সতত।
মোঃ মজিবর রহমান
হীরা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ছবিটি দেখেই অনুপ্রানিত হয়ে লিখেছি।
ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
খুব সু্ন্দর এভাবে উড়ুক না ইচ্ছে ডানা অনেক শুভেচ্ছা কবি দা
মোঃ মজিবর রহমান
ভালো থাকুন লিটন ভাই।