ইচ্ছে ডানা

মোঃ মজিবর রহমান ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৩:৪৫:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

সাগর নীলিমায় নীল
সুর্যাস্ত রঙ্গিন লালেলাল
হয় যদি জলের উপর ছটা
এঁকেদেবে ঐজলে লালীমা রশ্মিটা।
চেয়ে দেখ ঐ রক্তীম লালীমা আকাশের দিগন্তে
ছুয়ে হৃদয়েও ধরে কাব্যরসিক শব্দ ঝরনার প্রেমিক যুগলে।
দোলখেলে, মননাচে, আনচান যায় উড়ে বহুদুর সঙ্গী স্বপ্নবুনন
দোল খায় ইচ্ছে উড়ে এলোমেলোবাতাসে নেচেগেয়েঝিলিক খনে খনে।
খনিং আমি যদি হতাম ঐ আলোক রশ্মি! ভাসতাম সাগরের জলে উড়তাম হাওয়ায় হাওয়ায়
দুলতাম বাতাসের তরে ডানাহীন দূরবহুদুর! সাগর জলে নামতাম আবার উড়ে উড়ে ঘুরতাম হাওয়ায়।
বৃষ্টি ঝুমুরে রামধনু জাগবে সেই তালে তালে নীল নীল ঐ আকাশটাকে দেখব উড়ব ডানা মেলে।
রাত্রি প্রহরে জোনাকি সাথে ছড়াব আলো, পরীর সাথে মিলবো তাঁরার সাথে করব মিতালী ঐগগনে।

৯৯৩জন ৮৫৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ