
ইচ্ছেমতি
হাত বাড়ালেই চাঁদ ধরা যায়
এমন যদি হতো
ইচ্ছেমতো উড়ে বেড়াতাম
পাখিদের মতো।
পরীরদেশে আমায় নিয়ে
চলছে মাতামাতি
তারা আমায় ভালোবাসে
ভাবে চোখের জ্যোতি।
মনের সুখে ভেসে যেতাম
জলের মাথায় চড়ে
ঢেউয়ের দোলায় হারিয়ে যেতাম
ভাসতাম পানির তোড়ে।
পিপড়াদের বাড়ী বেড়াতে যেতাম
ইচ্ছে হলেই পরে
মৌমাছিরা আমার সনে
মধু শেয়ার করে।
প্রজাপতির ডানায় চড়ে
ফুলের বনে ঢুকে
পাপড়ির উপর ঘুমিয়ে যেতাম
ফুলের গন্ধ শুঁকে।
ঈগলের পিঠে চড়ে
এভারেস্টে উঠতাম
সাগরতলের মাছেদের সাথে
মজার খেলায় মাততাম।
গাছের ডালে ঝুলে পড়তাম
আমের মুকুলের সাথে
যেখানে খুশি চলে যেতাম
দিনে কিম্বা রাতে।
ঝিঁঝিপোকার সাথে বসে
রাতেরবেলার আজব গল্পে মাততাম
পাখিদের ছানাদের সাথে
একরাত ঘুমাতাম।
ওদের সাথে গল্প করে চাই
সারাটাদিন কাটাতে
জীবনের দুঃখগুলো চাই
জলের সাথে ভাসিয়ে দিতে।।
৭টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
বেশ ইচ্ছার মধ্যে চঞ্চলতার ভাব আছে
অনেক শুভ কামনা রইল কবি আপু———
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
ইচ্ছেরা আকাশছোঁয়া হয় বলেই হয়তো ইচ্ছেগুলো বাস্তবে ডানা মেলতে পারেনা।
ছন্দের প্রতি আপনার টান অনুভব করা যাচ্ছে এই কবিতায়। আরও অনেক লিখুন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ আপু
রোকসানা খন্দকার রুকু
আসলেই যদি প্রজাপতি হয়ে উড়ে বেড়ানো যেত। কি মজাটাই না হতো।
অনেক অনেক শুভকামনা।
হালিমা আক্তার
ইচ্ছে গুলো আছে বলেই জীবন স্বপ্নের মতো সুন্দর।