ইচ্ছেমতি

ফারজানা তৈয়ূব ২২ আগস্ট ২০২২, সোমবার, ১১:০২:২৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

ইচ্ছেমতি

হাত বাড়ালেই চাঁদ ধরা যায়
এমন যদি হতো
ইচ্ছেমতো উড়ে বেড়াতাম
পাখিদের মতো।
পরীরদেশে আমায় নিয়ে
চলছে মাতামাতি
তারা আমায় ভালোবাসে
ভাবে চোখের জ্যোতি।
মনের সুখে ভেসে যেতাম
জলের মাথায় চড়ে
ঢেউয়ের দোলায় হারিয়ে যেতাম
ভাসতাম পানির তোড়ে।
পিপড়াদের বাড়ী বেড়াতে যেতাম
ইচ্ছে হলেই পরে
মৌমাছিরা আমার সনে
মধু শেয়ার করে।
প্রজাপতির ডানায় চড়ে
ফুলের বনে ঢুকে
পাপড়ির উপর ঘুমিয়ে যেতাম
ফুলের গন্ধ শুঁকে।
ঈগলের পিঠে চড়ে
এভারেস্টে উঠতাম
সাগরতলের মাছেদের সাথে
মজার খেলায় মাততাম।
গাছের ডালে ঝুলে পড়তাম
আমের মুকুলের সাথে
যেখানে খুশি চলে যেতাম
দিনে কিম্বা রাতে।
ঝিঁঝিপোকার সাথে বসে
রাতেরবেলার আজব গল্পে মাততাম
পাখিদের ছানাদের সাথে
একরাত ঘুমাতাম।
ওদের সাথে গল্প করে চাই
সারাটাদিন কাটাতে
জীবনের দুঃখগুলো চাই
জলের সাথে ভাসিয়ে দিতে।।

৫০৭জন ৪৫৫জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ