আয় না বন্ধু

সৈকত দে ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৩:১২:৪৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আয় না বন্ধু

তোর সাথে কিছু সময় গল্প করি।

জ্যোৎস্না মাখা,কুয়াশা মোড়ানো এই সন্ধ্যায়,

আমরা পরস্পরের হাত ধরে হাটি।

 

আয় না বন্ধু

আবার ফিরে যায় কৈশোরে,

কবিতা লিখি ছন্দহীন

আর গান ধরি বেসুরো গলায়।

 

আয় না বন্ধু

এই কনকনে শীতের রাতে,

আবার পাশাপাশি বসি।

তোর চাদরে গায়ে দিয়ে,অপলক দৃষ্টিতে

তোর দিকে চেয়ে থকি।

 

আয় না বন্ধু

আজ উল্লাস করি,

আজ অবসান হোক সব বাধার,

চল খুলে দিই প্রণয়ের সকল দুয়ার।

আজ স্বপ্ন দেখি আবার একসাথে বাচার।

৯৩৯জন ৮২৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ