আয়না ভাঙ্গার পর ……

আগুন রঙের শিমুল ১২ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ০২:০৫:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে হাসে

কেউ জানেনা।

কেউ জানেনা একেকটি মানুষের গোপন বিষাদের খবর।

কেউ জানেনা কেউ জানেনা কতখানি দুঃখগন্ধা পলি জমে হয়

হৃদয় মাঝে নিশুন্য বালুচর।

কেউ জানেনা দীর্ঘশ্বাসের পর কতখানি দীর্ঘশ্বাস জমে হয়

একেকটি মানুষ।

তার মনোবেদনার খবর কে নিয়েছে কবে ?

মানুষের বুকে জমা এতোটা দুঃখময় লোনাজল

এতো দীর্ঘশ্বাস, এমন প্লাবন কে জেনেছে কবে ?

অবলীলায় সয়ে যাওয়া উপেক্ষা

এই মানুষের মতো কিছু কোথাও নেই আর ,

কোথাও নেই এমন উষ্ণতার ছল দিয়ে ঢাকা বিপন্ন আঁধার ।

৫৬০জন ৫৬০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ