আহ! কি যে ভালো লাগছে!!
বিজয় দিবস এগিয়ে আসছে আর সোশ্যাল নেটওয়ার্ক ‘ফেসবুক’ এ সকলের প্রোফাইল পিকচার জাতীয় পতাকায় সাজছে।
মনে হচ্ছে, এবারের বিজয় দিবস সকলের মাঝেই অন্যরকম এক আনন্দ নিয়ে আসছে।
হ্যাঁ, তাইতো! এবারের বিজয় আনন্দ একটু অন্যরকমই তো। এ বছর দু-দুজন হাই গ্রেডের যুদ্ধাপরাধীকে আমরা একসাথে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। আবার এবারই স্বাধীনতার ৪৪ বছর পর নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মানের কাজে হাত দিয়ে আমরা বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছি।
বিজয়ের আনন্দে নিজেকে সাজিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিন, এ দেশ আমার! জাতীয় পতাকা আমার অহঙ্কার! মুক্তিযুদ্ধ আমার প্রেরণা! আমরা যুদ্ধ করেই এই দেশটাকে স্বাধীন করেছি।
এখানে সকলের জন্য লিঙ্কটি দিলাম : আসুন রাঙি বিজয়ের রঙে
মনে রাখবেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের দিকে শকুনি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, ওৎ পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। আমাদের অর্থনৈতিক সাফল্য তাঁদের অন্তরজ্বলা বাড়িয়ে দিয়েছে। অপেক্ষায় আছে আমাদের নিজেদের মধ্যে বিরোধ তৈরি করার।
আমাদের ঐক্যবদ্ধ আয়োজনই তাদের জানিয়ে দিবে আমাদের জনতার শক্তি, জনতার ঐক্য। সোশ্যাল নেটওয়ার্ক ‘ফেসবুক’ ব্যবহার করে তাই আমরা খুব সহজেই আমাদের ঐক্যবদ্ধ শক্তির সিম্বোলিক প্রকাশ ঘটিয়ে বিশ্বময় সকল বাঙালী এক কাতারে দাঁড়াতে পারি।
আসুন, ১৬ই ডিসেম্বর সকালটা সারাবিশ্বে সকল বাঙালী আমরা লাল-সবুজের পতাকায় নিজেদের প্রকাশ ঘটাই।
‘৭১ এ ঐক্যবদ্ধ হয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে মাটি রক্ষার্থে আর এখন ঐক্যবদ্ধ হতে হবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্বকীয়তা রক্ষার্থে।
ঐক্যই শক্তি, ঐক্যই বল!!!
১৯টি মন্তব্য
মৌনতা রিতু
ভেঙে দাও সব কালো হাত।অর্থনৈতিক স্বনির্ভর এখন জাতি আমরা। কিছু গ্লানি তবুও যদি থাকে,তাও মুছে দিবো।এই শক্তি বলে।জয়বাংলা।
মারজানা ফেরদৌস রুবা
ঐক্যই শক্তি, ঐক্যই বল!
চলুন বিজয়ের দিনে আমরা এক কাতারে দাঁড়াই।
-{@ শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
সকল অপশক্তি হটিয়ে আসুক আলক বর্তিকা
এই কামনাই।
মারজানা ফেরদৌস রুবা
“সকল অপশক্তি হটিয়ে আসুক আলোকবর্তিকা।” (y)
ছাইরাছ হেলাল
অবশ্যই সব অপশক্তিকে রুখে আমরা মাথা উঁচু করেই দাঁড়াব।
মারজানা ফেরদৌস রুবা
হ্যাঁ, আমরা মাথা উঁচু করে দাঁড়াবোই। (y)
জিসান শা ইকরাম
আচ্ছা নিজকে জাতীয় পতাকার রঙে রাঙালাম 🙂
বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে -{@
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ। -{@ শুভেচ্ছা আপনাকেও।
নূরু
বিজয় দিবসের শুভেচ্ছা -{@
মারজানা ফেরদৌস রুবা
শুভেচ্ছা -{@ -{@ -{@
ভোরের শিশির
বুকে ধরেছি সাজাতে নয়
মনে রেখেছি ভুলতে নয়।
রুবাপু, শুভেচ্ছা বিজয় দিবসের 😀 -{@
মারজানা ফেরদৌস রুবা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…
-{@ বিজয়ের শুভেচ্ছা আপু।
ভোরের শিশির
আমি আপু!!! :D)
বুকে ধরেছি সাজাতে নয়
মনে রেখেছি ভুলতে নয়।
বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
মুক্তির সেনানী সকলকে বিজয় দিবসে উনাদের অর্জনের জন্য, আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দেওয়ার জন্য বিনম্র শ্রদ্ধা ও গর্বের সাথে জানাই শুভেচ্ছা।
যতদিন থাকিবে বাংলার বুকে প্রাণ
ততোদিন স্মরিবে তোমাদের
সর্বস্বের বিনিময়ে তোমাদের বিজয়ের অভিযান।
জয় বাংলা…
অরুনি মায়া
বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আপু 🙂 -{@
মারজানা ফেরদৌস রুবা
-{@ শুভেচ্ছা মায়াবতী আপু।
ব্লগার সজীব
আপনার পোষ্ট দেখার পরে প্রফাইল পিকচারে পতাকায় নিজেকে জড়ালাম আপু।বিজয়ের শুভেচ্ছা -{@ -{@ -{@
মারজানা ফেরদৌস রুবা
অহ! ভাই আমার অনেক ধন্যবাদ।
-{@ মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
” সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে।”
বিজয় দিবসের শুভেচ্ছা। -{@
আমার প্রিয় গানটা রেখে যাচ্ছি। https://www.youtube.com/watch?v=bUa3fFuL1Vw
মারজানা ফেরদৌস রুবা
শুনলাম আপনার প্রিয় গানটি।
বিজয়ের শুভেচ্ছা -{@ রইলো।