আসবে কি?

আরজু মুক্তা ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:২৬:৪৭অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

একদিন সময় করে আসবে কি?
চায়ের সাথে কিছু গল্প করবো।
হা —-হা!

ভাবিও না, খুব বেশি সময় নিবো।
চায়ের কাপের শেষ চুমুক পর্যন্ত
ইচ্ছেটুকু থাকলেই হবে!

রঙিন ফানুস আর ক্রিমবলের দুনিয়াটা
এখন অনেক পিছনে।

তোমার আবদার———

“লাল  শাড়ি পরবে
চুলে লাল গোলাপ দিবে
রেশমি চুড়ি পরবে, নানা রং এর!”

অমাবস্যা আসার আগেই
পেরিয়ে এলাম সাত বসন্ত।
আচ্ছা, কবে সময় দিচ্ছো?
চায়ের কাপের আড্ডায়?
চায়ের কাপে পরোটা ভিজলেই
কথাও শুরু হবে।

বলবে, কতোটা ভালো আছো?
চটপটে  মেয়েটি কেমনে সামলায় তোমায়?
আমি মনের খাতায় শুধু টুকে নিবো।
নিপুণ হাতে; হৃদয়ের ইজেলে
আঁকবো মায়াবী বিকেল।

হঠাৎ নস্টালজিক!!
সময় দেখতে গিয়ে দেখি,
ঘড়িটা তুমিই দিয়েছিলে।

একটু সময় করো, প্লিজ!
খুব জানতে ইচ্ছে হয়,
মাঝরাতে ঘুম ভাঙ্গলে
আমাকেই খোঁজ কিনা?

আসছো তো; সেই চায়ের স্টলে!

১২৩১জন ৮৫৭জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ