আশার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ৯ জুলাই ২০২১, শুক্রবার, ০৮:০১:৫৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
৬+৬/৬+২

  1. মনে কিছু আশা শুধু ভালোবাসা
  2.    আর চাই নাহি কিছু,
  3. ওই চোখ দুটি সদা আছে ফুটি
  4.      ঘুরি আমি পিছু পিছু।
  5. বুক ভরা আশা মনে জাগে ভাষা
  6.    বলবো তোমার সনে,
  7. দিয়ে হাতে হাত হবে বাজি’মাত
  8.  শুধু সেই ক্ষণে ক্ষণে।
  9. নব পাতা তলে গান দলে দলে
  10.     শুনি দুইজন মিলে,
  11. জীবন ছন্দ ভালো কি মন্দ
  12.      কথা বলি ভালো দিলে।
  13. জীবন নদীতে সুখের গদিতে
  14.  ভাসবো আমরা তাই,
  15. আমি চাই শিশু খেলবো যে পিছু
  16.  খুুুশির যে শেষ নাই।
  17. রব তোমা পাশে সদা বারো মাসে
  18.     ইচ্ছে ভাবনা কথা
  19. চলি আমি কভু দূর হয় তবু
  20. মনের সকল ব্যথা.।
রচনাকালঃ
০৫/০৭/২০২১

 

৬২৬জন ৫৬৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ