
আর কতকাল চলবে এমন?
তোমরা যখন করছো হিসেব
এই টাকাতে-
চলবে ক’দিন?
দু’মাস, নাকি-
আরো কিছুদিন?
আমি তখন জানালা ধরে
তাকিয়ে দেখি-
অদূর ঐ বালুর মাঠে
একটি নারী একটি পুরুষ
কি যেন কি তুলছে তারা
আপন মনে।
জানি,
তুলছে তারা বুনোশাক
হলে বেশি ফিরবে তবে
গলির কিংবা হাটের কোণে
ভাগায় ভাগায় বেচবে তাহা।
বিক্রি হলে
কিনবে চাউল
একটু নুন, সাথে হয়তো-
এক পোয়া মুগের ডাউল
ফিরবে বাটে
জ্বলবে উনান
তবেই জুটবে রাতের আহার।
এসব দেখে
ভাবি রোজ
আর কতকাল চলবে এমন?
৭টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আমরা কেউই জানি না আর কতোকাল চলবে এমন
চমৎকার লিখেছেন
হালিম নজরুল
শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
জানিনা কবে ফুরাবে এ কালবেলা! ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতা স্বপন
চলছে চলবে
এটাই যে ধারা
এরই মাঝে মনুষত্ব
দেয় যদিগো নারা
হয়তো সুদিন আসবে
দুখিজনরা হাসবে
তৌহিদ
কতকাল যে চলবে বলা মুশকিল!! আল্লাহ না করুক খুব তাড়াতাড়ি এই অচলাবস্থার মুক্তি যেন দেয়। গরীব অসহায় দিনমজুর আমরা সবাই সমস্যায় আছি ভাই।
ফয়জুল মহী
লেখা ভালো লেগেছে।
রেহানা বীথি
কতদিন , কে জানে!
ভালো থাকবেন।