আর কতকাল চলবে এমন?

শাহিন বিন রফিক ৮ এপ্রিল ২০২০, বুধবার, ০৭:০৫:০৭অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আর কতকাল চলবে এমন?

তোমরা যখন করছো হিসেব
এই টাকাতে-
চলবে ক’দিন?
দু’মাস, নাকি-
আরো কিছুদিন?

আমি তখন জানালা ধরে
তাকিয়ে দেখি-
অদূর ঐ বালুর মাঠে
একটি নারী একটি পুরুষ
কি যেন কি তুলছে তারা
আপন মনে।

জানি,
তুলছে তারা বুনোশাক
হলে বেশি ফিরবে তবে
গলির কিংবা হাটের কোণে
ভাগায় ভাগায় বেচবে তাহা।

বিক্রি হলে
কিনবে চাউল
একটু নুন, সাথে হয়তো-
এক পোয়া মুগের ডাউল
ফিরবে বাটে
জ্বলবে উনান
তবেই জুটবে রাতের আহার।

এসব দেখে
ভাবি রোজ
আর কতকাল চলবে এমন?

৬১৬জন ৫৫০জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ