
নির্দয় সময়
অসহায় প্রান
কঠিন বাস্তবতা
তরপায় সারাজাহান
ভেঙ্গেচুড়ে চুড়মার
স্বপ্নের স্বর্গ
শান্তির পায়রায়
বুকে বিধে খর্গ
আধার ঘনঘটা
গ্রাসে সারা অবনী
ভয়াল আগ্রাসী শংকায়
অশুভ প্রতিধ্বনী
মাঝিমাল্লা দিশেহারা
ঘুর্নিহাওয়া বয়
ছিড়ে যায় মাস্তুল
কি জানি কি হয়?
কালের কুঠিরে
অঘটন কম্পন
বৈরি দোলচালে
অন্তর উচাতন
সঞ্চারিতে আশা
অসহায় আর্তে
স্বগীয় রহমত বারী
ঝড়ে পড়ে মর্তে
করুনার বণ্যায়
ভেসে যাক জঞ্জাল
পবিত্রতায় পূর্ণ কর
অশুচি এ ভাল
দুর কর অমানিশা
রবি রাঙ্গা প্রভাতে
সিন্গ্ধ শ্রভ্রতা
ছড়াও এ ধরাতে।
হৃদয়ে জাগাও
দিপ্ত চেতনা
আকুলি বিকুলি বিগলিত মনে
আর্তের আরাধনা
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সঞ্চারিতে আশা
অসহায় আর্তে
স্বগীয় রহমত বারী
ঝড়ে পড়ে মর্তে
দারুন প্রকাশ কবি সাব।
আতা স্বপন
ধন্যবাদ। সোনেলার মিলমেলা হল। নতুন সদস্য হিসেবে জানালে হয়তোবা যেতাম।
মোঃ মজিবর রহমান
আতা ভাই, এখানে সবাই উম্মুক্ত ছিল ব্লগাদের জন্য। ফেবুতে যারা যাবে তারা হ্যা করলেই যাবে। সোনেলা নতুন পুরাতন নেই যখন কোন অনুষ্ঠান করে সবাইকে নিয়েই করে। ফেবু পোস্ট হইত আপনার চোখ এড়িয়ে গেছে, এখানে সকল সোনালের ব্লগার যেতে পারবে। যারা যারা যাবে বা না যেতে পারবে তারা সবাই জানাতে পারবে।
তারপরও দুঃখিত যে আপনাকে হইত আমার ই বলা কথা কারোন আমি আপনাকে অনেক দিন থেকে চিনি বা পরিচিত আছে। আল্লাহ সহায় থাকলে আবার দেখা হবে কথা দিলাম।
ভাল থাকুন আতা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া ।ভালো থাকুন শুভ কামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ আপনাকেও
ফয়জুল মহী
দারুণ ছন্দোময় ও বর্ণ।
আতা স্বপন
ভাল লাগার জন্য শুকরিয়া
হালিম নজরুল
সুন্দর প্রয়াস
আতা স্বপন
ধন্যবাদ
এস.জেড বাবু
মাঝিমাল্লা দিশেহারা
ঘুর্নিহাওয়া বয়
ছিড়ে যায় মাস্তুল
কি জানি কি হয়?
কালের কুঠিরে
অঘটন কম্পন
বৈরি দোলচালে
অন্তর উচাতন
যেন ছন্দের জাদু
চমৎকার লিখেছেন- অভিভূত।
আতা স্বপন
ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
দুর কর অমানিশা
রবি রাঙ্গা প্রভাতে
সিন্গ্ধ শ্রভ্রতা
ছড়াও এ ধরাতে।
…….চমৎকার আকুতি, আমরাও সুর মিলিয়ে বলতে চাই দুর কর অমানিশা।
আতা স্বপন
ধন্যবাদ
কামাল উদ্দিন
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।