আম (ম্যাগাজিন)

আসিফ ইকবাল ৬ মে ২০১৯, সোমবার, ১১:১২:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

কাওরান(কারওয়ান) বাজারে গিয়েছি। একটা ছোট ফ্যান কিনবো। দোতলার “ইলেকট্রিক মার্কেটে” উঠে কিনে ফেললাম ৩৬” একখানা City Fantasy Fan. নীচে নেমে মোটর সাইকেলের একপাশে বাক্সসহ কষে বেঁধে অল্পকিছু দূর আসতেই মনে পড়ল আম্মা তেঁতুল নিতে বলেছে। রাস্তার পাশেই বসে বিক্রি করছিল। কিন্তু খোসাসহ তেঁতুল নেবো না ছেলা তেঁতুল নেবো সেটা বুঝতে পারছিলাম না। তাই আম্মাকে ফোন করে জেনে নিলাম। খোসাসহ তেঁতুল-ই নিতে হবে।

১২০ টাকা কেজি। একদাম। ভাল কথা, বললাম এক কেজি দিতে। এরমধ্যে দেখি পায়ের হাঁটুর কাছে কে যেন নরম হাতে টুকটুক করে আলতো ভাবে বাড়ি মেরেই চলেছে। বিরক্ত এবং কিছুটা অবাক হয়ে তাকিয়ে দেখি নেড়ামাথা এক পিচ্চি, বয়স বড়জোর ৩-৪ হবে, তেঁতুলের ঝুড়ির পাশে রাখা কাঁচা আমের ঝুড়ির দিকে তাকিয়ে আমার পায়ে টোকা দিয়ে যাচ্ছে। আমি পিচ্চির দিকে হাত বাড়িয়ে দিতেই চট করে আমার হাত ধরে ফেললো। চুপচাপ দাঁড়িয়ে থাকল আধা মিনিটের মতো। এরপর ঝুঁকে পড়ে কাঁচা আমগুলোতে হাত বুলাতে লাগলো। আমার দিকে তাকিয়ে বলল, “আঙ্কেল, আম”। বাচ্চার মুখ দেখে আমি ধাক্কা খেলাম। ফুটফুটে কোমল মায়াভরা মুখ। আমি কিশোর বিক্রেতাকে বললাম, “ওকে একটা আম দে।“

আমি নিজেই নীচু হয়ে একটা আম নিয়ে তুলে দিলাম বাবুটার হাতে। আম পেয়ে আর এক মুহুর্ত দাঁড়ালো না। খুশীতে হেলেদুলে দৌড়ে চলে যাচ্ছে বাচ্চাটা। আমি যতদুর দেখা যায় চেয়ে আছি-

১১৬০জন ১০১২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ