আমৃত্যু (কবিতা)

ব্লগার রাজু ৩১ মার্চ ২০১৪, সোমবার, ০৮:১৫:২১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

জীবনকে শুধালাম আমি
কেন তুমি কণ্টকশয্যা?
সামান্য জীবিকার তাগিদে
ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা।

ভালোলাগাকে শুধালাম আমি
কেন তুমি এত মধুময়?
প্রথম দেখায় যে জিনিস টাকে
জয় করতে ইচ্ছে হয়।

ভালোবাসাকে শুধালাম আমি
কে করেছে তোমায় সৃষ্টি?
ভালোবেসে যে ফিরিয়ে দেয়
জন্মান্ধের দৃষ্টি।

সুখ কে শুধালাম আমি
কেন তুমি এত রমণী?
যুদ্ধ শেষে ফিরে পায়
সন্তানকে তার জননী।

হাসিকে শুধালাম আমি
কেন তুমি এত লাবণ্যময়?
প্রিয়জনের দুঃখকে করি
আমার মাধ্যমে জয়।

কান্নাকে শুধালাম আমি
কেন তুমি এত অবাধ্য?
ভালোলাগার জিনিষ যখনই
হয়না পাওয়া সাধ্য।

দুঃখকে শুধালাম আমি
কেন তুমি এত কষ্টদায়ক?
শত আরাধনার পরেও
সফল হতে পারে না যে মহানায়ক।

মরণকে শুধালাম আমি
কেন করে রাখ সবার আশা অপূর্ণ?
শত পাপের বীজ বুনে
জীবনকে করেছে যে জরাজীর্ণ।

৮৭৮জন ৮৭৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ