
সু কাজের ক্ষেতে যদি
বাঁধা জেগে নিরবধি
জ্ঞাতির হৃদয়ে হয় সুখে উল্লাসী,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’
হিংসা বিবাদ হোক মানুষেরই ধন,
পারে কি কাড়তে ওরা সুবোধের পণ?
জেনে ক’টা মনোরথ
সাজালে কাঁটায় পথ
সুহৃদের মুখে গড়ে সংশয়ী হাসি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’
কখনো বিবেক নয় কেউটের জাতি,
হলে কি ধরণী পেতো সুফলা এ খ্যাতি?
তবু খ্যাপা ভিমরুল
নিত্তি ফুটাতে হুল
থাকলে প্রীতির বুকে গেয়ে পাশাপাশি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ বোধগম্ব্য কাবিক্য প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সুন্দর উপস্থাপন জ্ঞাতি আর রইল কই ভাই।
বোরহানুল ইসলাম লিটন
সব কালের গর্ভে মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।