
“আমি তোমার জন্য এসেছি-(পর্ব-৬৮)
ডাক্তার এম ইঞ্জা রুম থেকে বিদায় নিয়ে আরাফ বাইরে আসল। সামনেই রিহান, শ্রেয়ার ভাবীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করছে।দোস্ত বলেই রিহানকে আরাফ জড়িয়ে ধরল, আরাফে আমার বোন কেমন আছে? কিভাবে এমন হলো। দোস্ত সব ঠিক ছিলো মিটিং শেষে পিয়ন বাইরে খাবার আনতে গেল।
তারপর খাবারের জন্য শ্রেয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না পরে ওর অফিস কক্ষের দিকে গেলাম।শ্রেয়া ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাকিটা তুই জানিস।হ্যাঁ ডাক্তার কি বলছে?আমার বোন বাঁচবে তো! আরাফ রোহানের কথা শেষ হবার আগেই ডাক্তার ফয়জুল মহী ওটি থেকে বের হয়ে আসলেন।স্যার ডাক্তার সুপর্ণা ফাল্গুনী মেম কোথায়?
ওহ্ মেডাম দিনের ডিউটিতে ছিলেন কিছুক্ষন আগে চলে গেছেন।আগামী কাল সকালে আবার আসবেন,ওনার সাথে কি প্রয়োজন?মানে আমাদের রোগীকে ওনার রেফারেন্সে ভর্তি করেছিলাম।ডাক্তার ফয়জুল মহী এবার নম্ন ভাবে বললেন আপনারা শ্রেয়ার আত্মীয়?
জ্বী স্যার, রিহান,রাইসাকে ইশারা করে আরাফ বললেন ওনারা শ্রেয়ার ভাইয়া,ভাবী।ও আচ্ছা রোগীর অবস্থা বেশি ভালো না আল্লাহকে ডাকেন ২৪ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না।তবে রক্তের প্রয়োজন হতে পারে আপনারা প্রস্তুত থাকুন। জ্বী স্যার আমি ডাক্তার এম ইঞ্জা সাহেবের সাথে দেখা করে আসছি।আমার রক্তের গ্রুপ (০-পজেটিভ)শ্রেয়াকে রক্ত আমি দিব।
খুব ভালো আজ রাতের ডিউটিতে কারা আছে জানতে হলে ডাক্তার মোঃ মজিবুর রহমান এর সাথে দেখা করবেন।যেকোন প্রয়োজনে আমার সাথে কথা বলবেন। তাছাড়া রোগীর সম্পর্কে আপনাদের জানানো হবে বলে ডাক্তার ফয়জুর মহী চলে গেছেন।ডাক্তার পর্তুলিকা রাতে শ্রেয়ার রুমে ডিউটিতে আছেন, রিহান ওটির সামনে গিয়ে খোঁজ নিয়ে আসছে।
এমন কিছু হবে আমি আগেই জানতাম তবু রিহানকে বুঝাতে পারলাম না।রাইসা কাঁদতেও পারছিলো না শ্রেয়াকে খুব ভালোবাসে তার কিছু হলে রাইসা মরেই যাবে।রাইসা তুমি কাঁদছো রিহানের এমন প্রশ্নে রাইসা বললো শ্রেয়াকে ওটিতে মৃত্যুর মুখে রেখে আমি কি করে হাসবো বল?বাইরে কর্মচারীদের আহাজারি, আরাফের মুখটা চেয়ে দেখতে পারছি না।
আমার বোনটার কি থেকে কি হয়ে গেল ওর কিছু হলে আমিও বাঁচব না।রিহান,রাইসার কান্না যেনথামছিলো না, তোরা কি শুরু করলি দোস্ত।এটা হাসপাতাল এভাবে কান্নাকাটি করলে ভালো দেখায় না বলেই আরাফ রিহানকে শান্তনা দিল।আরাফ মনে মনে বললো হে আল্লা শ্রেয়া মেমকে বাঁচিয়ে দাও।সন্ধ্যা গড়িয়ে রাত হলো আরাফ হাসপাতালের নামাজ কক্ষে এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন।
হে আল্লা তুমি শ্রেয়াকে সুস্থ করে দেও, আমি শ্রেয়াকে বিয়ে করবো। শ্রেয়াকে ক্ষমা করুন বলেই আরাফ মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়ল।”যাকে তুমি ভালোবাস তাকে না যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো জীবনে সুখি হতে পারবে” তাই আমি শ্রেয়াকে বিয়ে করবো।প্রিয়ার মুখটা বার বার চোখের সামনে ভেসে ওঠছে, আরাফ চোখ মুছল।
পিচ্চি প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আমি একটা জীবন বাঁচাতে আজ এই কঠিন সিদ্ধান্তটা নিলাম। রাত ১২.০০ আরাফ ওটির সামনে পায়াচারি করছে হঠাৎ ডাক্তার পর্তুলিকা আসলেন।আপনি এখানে কি করছেন?জ্বী ভিতরে আমার রোগী আছে।ডাক্তার পর্তুলিকা জানতে চাইলেন রোগীর নাম কি?শেয়া আহাম্মেদ।ওনার শারীরিক অবস্থা জানি না,আপনি গিয়ে বসুন।আমি ব্যাপারটা দেখে আপনাকে জানাব বলে ডাক্তার পর্তুলিকা চলে গেলেন।
আরাফ হাসপাতালটা ঘুরে দেখল পরিষ্কার পরিছন্ন পরিবেশ আর হাসপাতালের ডাক্তার, নার্স, ওটিবয় সবার অমায়িক ব্যবহার।প্রত্যেকে খুব দায়িত্ববান এবং খুবই তৎপর তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো। রাত ৩.৪০ মিনিট সময় যেন আর যাচ্ছে না,আচ্ছা রিহান কষ্টের রাত গুলো এত বড় হয় কেন?জানি না দোস্ত আল্লাহকে মনে মনে ডাকছি তবু শুনছে না বলেই রিহান চেয়ারে বসল।আরাফ ভাইয়া প্লীজ আপনি বসুন সন্ধ্যা থেকেই হাঁটাহাঁটি করছেন।এভাবে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, না ভাবী আমি ঠিক আছি।
ডাক্তার হালিম নজরুল আরাফ সাহেব বলে ডাকলেন।জ্বী আমি আরাফ।আপনি একটু আমার সাথে কাউন্টারে আসুন। আসছি বলেই আরাফ ডাক্তার হালিম নজরুল এর পিচু পিচু গেলেন।ডাক্তার হালিম নজরুল বললেন আরাফ সাহেব আমি কিন্তু বাঙ্গালী বাংলাদেশী। সত্যি স্যার এই জন্যই তো আপনাকে এত আপন আপন লাগছে বলে মুচকি হাসল আরাফ।
হ্যাঁ আপনার ভাবী নেপালিয়ার পড়াশোনা করতে এসে পরিচয় তারপর বিয়ে।ওয়াও দারুন ব্যাপার, হ্যাঁ ভিতরে চলুন বলেই দুজনেই কাউন্টারে ঢুকলেন।রাইসা একটা সময় আর জেগে থাকতে পারল না, বেঞ্চে ঘুমিয়ে পড়ছে রিহানও ঘুম ঘুম চোখে শুয়ে আছে।
আরাফ ফজর নামাজ পড়ে আসল ওরা সবাই ঘুমাচ্ছে বলে কাউকে ডাকল না।ভোর ৬.০০টা বাজে শ্রেয়া ম্যাডামের জ্ঞান ফিরলে রক্তের ব্যবস্থা হয়েছে?আরাফ এগিয়ে গেল আল্লাহ্ আমার দোয়া কবুল করেছেন শ্রেয়া সুস্থ আছে।নাহ্ পুরাপুরি সুস্থ না।চলুন রক্ত আমি দিব বলেই আরাফ ভিতরে চলে গেল।
রিহান সস্তির নিঃশ্বাস ফেলল বাবা মা মারা যাবার সময় তাদের কথা দিয়েছিলাম সকল বিপদ থেকে শ্রেয়াকে রক্ষা করবো।আলহামদুলিল্লাহ্ খোদার দরবারে শুকরিয়া আদায় করলো আরাফের জন্য শ্রেয়াকে আজ মৃত্যুর হাত থেকে ফিরে পেলাম। আরাফ রক্ত দিয়ে এসে ওয়েটিং রুমে বসলো, রিহান আরাফের হাতটা শক্ত করে ধরল। দোস্ত তুই আমার বোনের জন্য যা করলি সারাজীবন ঋণী হয়ে থাকলাম।
এসব কি পাগলামী করছিস বল, শ্রেয়া তোর বোন আর বেঁচে থাকার অবলম্বন! আরাফের কথায় রিহান অবাক হয় রাইসার দিকে তাকায়।শ্রেয়া আমাকে কিছুই জানায় নাই, তবে আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বলে রাইসা মুচকি হাসল, শ্রেয়ার জ্ঞান ফিরাতে রিহান যেন নতুন জীবন ফিরে ফেল।আপনারা অপেক্ষা করুন, ডাক্তার মোঃ মজিবুর রহমান সাহেব ভিতরে আছেন,শ্রেয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আপনাদের জানাবেন।
স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।ডাক্তার ফয়জুর মহী আরাফের কাঁধে হাতে চাপ দিয়ে মুচকি হাসলেন।আরে নাহ্ এটা আমাদের কর্তব্য, রোগীর জীবন বাঁচানোই আমাদের কাজ আপনাদের মুখের হাসিটাই আমাদের কাম্য।আরাফ দোস্ত তোর এই ঋণ আমি সারাজীবনেও শোধ করতে পারব না।
রিহান কথাটা বলেই আরাফকে জড়িয়ে ধরল, Thanks God..শ্রেয়ার জ্ঞান ফিরছে।দোস্ত আমি খুব খুশি শ্রেয়ার সাথে দেখা করা যাবে না?না দোস্ত ডাক্তার কি বললো শোনলে না, ডাক্তার মজিবুর রহমান শ্রেয়ার চিকিৎসার দায়িত্বে আছেন।হ্যাঁ তাইতো আচ্ছা অপেক্ষা করি।রাইসা শ্রেয়ার জ্ঞান ফিরেছে বলেই রিহান রাইসার কাছে এগিয়ে গেল।
সারা রাত ঘুম হয়নি তাই চোখে সমস্যা হচ্ছিল একটু ওয়াশ রুমে গিয়েছিলাম ফ্রেশ হয়ে আসলাম।শ্রেয়ার জ্ঞান ফিরেছে জেনে খুব খুশি হলাম, আরাফ ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব।আরে ভাবী বাদ দেন শ্রেয়া সুস্থ আছে আপাতত এটাই ভাবুন।বাইরে থাকা শ্রমিক,কর্মকর্তা সবাই চা খেয়ে আসছে, শ্রেয়ার জ্ঞান ফিরায় সবাই খুশি।
…..চলবে।
২১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দেকগা দিলাম আসব পরে।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান।
অপেক্ষায় থাকলাম ফ্রি হয়ে পড়ে নিবেন।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল ভাইজান।
সুপর্ণা ফাল্গুনী
যাক শ্রেয়া আরাফের দেয়া রক্তে বেঁচে উঠলো। এখন আরাফ আর শ্রেয়ার বিয়ের দাওয়াত পাবো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।
যেখানে সোনেলা পরিবারের ডাক্তাররা শ্রেয়াকে সুস্থ করার দায়িত্ব নিয়েছে।
তখন শ্রেয়া সুস্থ হবেই তাছাড়া আরাফ রক্ত দিয়েছে দেখা যাক ডাক্তার কি বলে।
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম দিদি ভাই।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
নিতাই বাবু
আমার জানা মতো ডা. ইঞ্জা সাহেব, ডা. মজিবর রহমান, ডা. পর্তুলিকা, ডা. হালিম নজরুল খুবই ভালো ডাক্তার। শ্রেয়াকে নিয়ে আর টেনশনে থাকতে হবে না। খুব তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে উঠবে। স্রষ্টা সহায়।
এই যাত্রায় আমি বান্দা বেঁচে গেলাম। কোথাও আমার নাম দেখলাম না, তাই। দয়াল আমার সহায় থাকুক!
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
আপনি এই পর্বে নেই কারন আপনার তো দিনের বেলা ডিউটি ছিলো রাতে ছুটি।
রাতের বেলা যাদের ডিউটি তাদের নাম এই পর্বে আসছে।মনে হয় এবার শ্রেয়া সুস্থ হয়ে যাবে।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল দাদা।
সাবিনা ইয়াসমিন
শ্রেয়াকে সোনেলা হাসপাতালে ভর্তি করে ভালো করেছেন। এখন সে তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবে 🙂
আগামী পর্বের অপেক্ষায় রইলাম, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় মিষ্টি আপু।
ভেবে চিন্তা করেই শ্রেয়াকে সোনেলা হাসপাতালে ভর্তি করালাম, সোনেলা পরিবারের সবাই খুব ভালো তাদের ব্যবহারে আরাফ মুগ্ধ।
শ্রেয়া সুস্থ হয়ে যাবে আশা করছি, পরের পর্ব পড়ার আমন্ত্রন রইল।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
শ্রেয়া তাড়াতাড়ি সুস্থ হোক কামনা করি।
সোনেলার ডাক্তার বলে কথা।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
সোনেলা পরিবারের ডাক্তাররা যেহেতু দায়িত্ব নিয়েছে এবার শ্রেয়া সুস্থ হবেই।
কৃতজ্ঞতা জানাই দাদা শুরু থেকে শেষ পর্যন্ত অনুপ্রেরনা যুগিয়ে পাশে থাকার জন্য।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
আলমগীর সরকার লিটন
গল্পের চরিত্রগুলোর নাম সুন্দর একটা বৃদ্ধিমাত্রার কাজ করেছেন আপু—————–
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
নিয়মিত পড়ে সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা।
আপনাদের উৎসাহে লেখার অনুপ্রেরনা পাই, পাশে থাকবেন।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
তৌহিদ
সোনেলা হাসপাতালে আরাফের দেয়া রক্তে শ্রেয়া ভালো হয়ে উঠুক এটাই চাওয়া। আমাদের ডাক্তারদের ইজ্জত বলে কথা!!
ভালো থাকুন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান।
আরাফের রক্ত শ্রেয়ার শরীরে চলছে, তারপর সোনেলার ডাক্তার গন শ্রেয়ার চিকিৎসা দিচ্ছে।
অবশ্যই শ্রেয়ার সুস্থতা কামনা করছি, পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকুন,
শুভ কামনা রইল ভাইজান।
মনির হোসেন মমি
আমার রক্তের গ্রুপ (০-পজেটিভ)শ্রেয়াকে রক্ত আমি দিব।
আমারও ০+
খুব ভাল একটি সিরিজ।পড়ে মুগ্ধ।সোনেলায় দেখি ডাক্তারের অভাব নাই।মাশাল্লাহ ্
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান।
আপনার রক্ত (০-পজেটিভ) জেনে রাখলাম।
শ্রেয়াকে আরাফ রক্ত দিয়েছে সোনেলার ডাক্তারদের সেবায় শ্রেয়া সুস্থ।ভাইজান আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, কৃতজ্ঞতা জানবেন।
পরের পর্ব পড়ার আমন্ত্রন রইল ভাইজান,৬৯,৭০ পর্বে আপনার নাম আছে।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
মনির হোসেন মমি
আমিতো বোন সোনেলায় প্রায় সব লেখাই চোখ বুলাই/পড়িও।বিশেষ কারনে মন্তব্য হয়তো অনেক সময় করতে পারিনা।সে জন্য দুঃখিত।চালিয়ে যান।
মোঃ মজিবর রহমান
জিবনে কঠিন সময়এই কঠিন সির্ধান্ত নিতে হই। তাই আরাফ করেছে। গল্প এগিয়ে যাচ্ছে। সুন্দরভাবে।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইজান।
পরিস্থিতি আমাদের বাধ্য করে কিছু সিদ্ধান্ত নিতে বাস্তব কথা বলছেন।
শ্রেয়া আরাফের বিয়ের দাওয়াত পাবার জন্য অপেক্ষা করছি।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
উর্বশী
শ্রেয়া সুস্থ হওয়াটাই জরুরী ছিল। সোনেলার ডাক্তার গন তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে শ্রেয়া সুস্থ হয়ে উঠলো।আগামীতে নতুন খবরের অপেক্ষায় সবাই।লেখা বেশ জমেছে আপু।অনেক ভাল লাগা। আন্তরিক শুভ কামনা৷।