আমি চাই

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ১১:১৫:১৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি তো চাই না, 

চাই না আমি সুখী হতে

কারণ  নিজের সুখের বদলে 

আমি কিনতে চাই অন্যের সুখ। 
চাই না আমি প্রভূত জমির মালিক হতে 
আমার আছে যা তাতে আমার প্রতুল 
আমি চাই নিজের প্রভূত জমির 
অর্জন অন্যকে দিতে। 
চাই না আমি দাসের জীবন 
কারণ মুক্ত জীবন আমার কাম্য 
তাই আমি নিজেরে দাস বানিয়ে 
অন্যকে দিতে চাই মুক্ত জীবন। 
আমি তো চাই, চাই তো আমি 
সদা স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলতে 
হতে আদেশ নিষেধ মেনে চলে 
স্রষ্টার প্রিয় পাত্র হতে
আমি সকল স্রষ্টার সকল আদেশ নিষেধ 
মেনে চলার জন্য সকলকে উপদেশ দিব 
এটাই আমার চাওয়া। 
রচনাকালঃ
১৯/১০/২০২০

 

৭৭২জন ৬৯৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ