আমি তো চাই না,
চাই না আমি সুখী হতে
কারণ নিজের সুখের বদলে
আমি কিনতে চাই অন্যের সুখ।
চাই না আমি প্রভূত জমির মালিক হতে
আমার আছে যা তাতে আমার প্রতুল
আমি চাই নিজের প্রভূত জমির
অর্জন অন্যকে দিতে।
চাই না আমি দাসের জীবন
কারণ মুক্ত জীবন আমার কাম্য
তাই আমি নিজেরে দাস বানিয়ে
অন্যকে দিতে চাই মুক্ত জীবন।
আমি তো চাই, চাই তো আমি
সদা স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলতে
হতে আদেশ নিষেধ মেনে চলে
স্রষ্টার প্রিয় পাত্র হতে
আমি সকল স্রষ্টার সকল আদেশ নিষেধ
মেনে চলার জন্য সকলকে উপদেশ দিব
এটাই আমার চাওয়া।
রচনাকালঃ
১৯/১০/২০২০
৭৭২জন
৬৯৫জন
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অন্যের সুখে যিনি সুখী হতে পারেন তিনিই প্রকৃত সুখী মানুষ। স্বার্থপরেরা খুব বেশি সুখী হয় না।
সুন্দর কবিতা। শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম এমন জীবন যেন সকলের হয়
শুভকামনা রইল প্রিয় পাঠক
ফয়জুল মহী
গভীর ভাবনার নয়নাভিরাম প্রকাশ ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ এমন ত্যাগী , মহান মানুষ খুঁজে পাওয়া কঠিন এ সময়ে। তবুও অশেষ ধন্যবাদ ও শুভকামনা।
ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল প্রিয় পাঠক
আরজু মুক্তা
পরের কারণে ত্যাগই আসল
জাহাঙ্গীর আলম অপূর্ব
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এমন জীবন সকলে দাও
সত্যিই সুন্দর মন্তব্য করেছেন
শুভকামনা রইল প্রিয় পাঠক
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা রইল
তৌহিদ
আপনার ভাবনাকে সম্মান করি, অন্যের সুখে সুখী হওয়াটাই মানবতা।
ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা