
নবীণা
আজ কাল আর কবিতায় মন বসে না
বৃষ্টি এলে বসি না বারান্দায়
জিভ পুড়া চায়ের কাপে রাখি না চুমু
সব কিছুতে অস্থির প্রায়
নি:সংগতার কৃষ্ণ অভিসারী যেন ।
নবীণা
শুনেছি আজ কাল তুমি কবিতার আসরে যাও
সবুজ গালিচায় বসে আবৃতি কর
” তুমি মোর বাতায়ন তলে
একবার এসে দেখ হে প্রিয়
তব অনুরাগে কত সারা মোর
স্বপ্ন আর ভাবনায় ভাবনীয় ” ।
নবীণা
সেই কবে তোমার আবৃতি শুনেছি
বৃষ্টি মুখর সন্ধ্যা
আধো আলো আধো আঁধারে
দখিনা উষ্ণ বাতাসে ভেসে যাওয়ার মত
সুরেলা সেই কন্ঠে ।
নবীনা
আমার ভাবনা গুলো আজ বিলীন হয়েছে
পুর্ণতায় কিংবা অপুর্ণতায়
ইচ্ছে করলেই আর পারি না
দু লাইন ছন্দ মিলাতে
বিষন্ন লাগে, কস্ট হয় ।
নবীনা
হয়তো তোমারই মত ছেড়েছে আমায়
আমার কবিতার সব আয়োজন
পরম একাকিত্বের চরম লগনে
আমি খুজে ফিরি প্রতিনিয়ত
নগ্ন পায়ে শিউলী কুড়ানো
আমার নবীণা, আমার কবিতা ।
১৫টি মন্তব্য
কামাল উদ্দিন
বৃষ্টি এলে মনে হয় কবিদের মনে ভাব জেগে উঠে, তাইতো খোজা শুরু হয় নবীণাদের……..শুভ কামনা জানবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল আন্তরিক শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক কেউ চলে গেলে একা যায় না সঙ্গে করে ভালোলাগা ভালোবাসা, সুখটুকু নিয়ে যায়। স্মৃতিতে ভাসে কত শত আবেগ, স্বপ্ন। একাকীত্বের অনলে পুড়তে হয় , বিস্বাদ লাগে জীবনের সবকিছু। ধন্যবাদ ও শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা।
চমৎকার মন্তব্য করেছেন, অনেক কৃতজ্ঞ
ফয়জুল মহী
অসামান্য উপস্থাপন প্রিয় l
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
” তুমি মোর বাতায়ন তলে
একবার এসে দেখ হে প্রিয়
তব অনুরাগে কত সারা মোর
স্বপ্ন আর ভাবনায় ভাবনীয় ” ।
সুন্দরতো ,
নবীনা যদি আবৃতি নাকরে
মিস করবে বলছি। ৩ সত্যি।
শুভ কামনা বন্ধু।
কামরুল ইসলাম
ধন্যবাদ, ও অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
আমার ভাবনা গুলো আজ বিলীন হয়েছে
পুর্ণতায় কিংবা অপুর্ণতায়
ইচ্ছে করলেই আর পারি না
দু লাইন ছন্দ মিলাতে
বিষন্ন লাগে, কস্ট হয় ।
ছন্দ মিলাতে না পারলেও গোটা একটা কবিতা লিখে ফেলেছেন।
চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সঞ্জয় মালাকার
আমার ভাবনা গুলো আজ বিলীন হয়েছে
পুর্ণতায় কিংবা অপুর্ণতায়
ইচ্ছে করলেই আর পারি না
দু লাইন ছন্দ মিলাতে
বিষন্ন লাগে, কস্ট হয় ।
চমৎকার শব্দে গাঁথুনি কবিতা, ভালো লাগলো খুব, শুভ কামনা দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা।
ভাল থাকবেন অহর্নিশি
সাবিনা ইয়াসমিন
নবীণার কাছে এই আকুল আহবান পৌঁছে যাক,
শুভ কামনা রইলো কামরুল ভাই 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা