
আমাকে বট ছায়া ভাবিস না
আমি তো বাঁশ ঝাড়ের একটা বাঁশ মাত্র!
ভুলও আর মিষ্টি খেজুর দেখিস না
আমি খেজুর গাছের ডাল মাত্র;
আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র!
সূর্যকে সঙ্গী রাখিস ঝাঁঝাল রোদ পুড়িস না
ভাবনার রসে নদী দেখিস জল ঝরাস না
তুই শুধু কিছু সৃষ্টি করা বাহক মাত্র-
আমাকে বট ছায়া ভাবিস না একটা বাঁশ মাত্র;
সাদা রাস্তা মোড়ে শিমুল দেখতে পাবি
কিল ঘুশি নানান বিপদ-আপদ বাঁধ হয়ে দাঁড়াবে
আপন ঠিকানায় উপেক্ষা করিস-
কারণ একদিন আমার মতো হবে।
১০ আশ্বিন ১৪২৮, ২৫ সেপ্টেম্বর ২১
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! নিজের চেষ্টায় দাড়াও বাছাধন।
আলমগীর সরকার লিটন
হু কবি মজিবর দা
অশেষ ধন্যবাদ জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র”!—- তবুও ঘুরে দাঁড়াতে হবে কবি। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
অশেষ ধন্যবাদ জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনার প্রতি শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নিঃসন্দেহে অতুলণীয় কাব্যিক নিবেদন কবি দা।
ভীষণ মুগ্ধতা রাখলাম পাতায়।
আলমগীর সরকার লিটন
কবি লিটন দা
অশেষ ধন্যবাদ জানাই
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ লিখেছেন
আলমগীর সরকার লিটন
হু কবি দা অশেষ ধন্যবাদ জানাই
রোকসানা খন্দকার রুকু
যে যেটাই হোক কোনটা কিন্তু কম মূল্যবান নয়। শুভ কামনা অশেষ ভাই।
আলমগীর সরকার লিটন
জি রুকু আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
সাখাওয়াত হোসেন
প্রয়োজনেই মূল্য বুঝা যায়, কেউ কারোর চেয়ে কম না।
দারুণ লিখেছেন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জি কবি সাখাওয়াত দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
হালিমা আক্তার
বটগাছ তার কাজ করে, খেজুর গাছ খেজুর গাছের কাজ করে। ক্ষুদ্র হলেও কোনটাই মূল্যহীন নয়। শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকনেব——-
সাবিনা ইয়াসমিন
পরনির্ভরশীলতা বাদ দিতে হবে। নয়তো নির্ভরশীল ভেবে যাকেই আকড়ে ধরা হয়, দেখা যাবে সেটা নেহাৎ-ই বাঁশ ছিলো!
বাক্য গঠনের প্রতি যত্নশীল হতে হবে ভাই।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি সাবিনা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–