
ধীরে ধীরে আমার ভেতর যে নতুন আমিটা তৈরি হচ্ছিলো, সেটাকে থোরাই কেয়ার করেছিলাম আমি। কিন্তু না, সে থেমে থাকেনি৷ বেড়ে উঠেছে আস্তে আস্তে, বুনো ফুল হয়ে ফোটার অপেক্ষায়। আমি আর সবার মতোই স্বাভাবিকভাবেই হাসছিলাম, কিন্তু সে হাসিতে প্রাণ ছিলোনা৷ কথা বলতাম, বলতে হয় বলে।
.
কিন্তু…আমার মাঝের আমিটা অন্যকিছু চাইতো। এই আমিটা কঠিন খুব। সবকিছু তছনছ করার মতো শক্তি রাখে। ভেতরে ভেতরে কিছু একটা হাসিল করার তীব্র আকাঙ্ক্ষা তার। সব অপমান, অবহেলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথা উঁচু করে বাঁচার তৃষ্ণা তাকে পেয়ে বসেছিলো৷
.
আমি বুঝতে পারতাম। তাকে শান্ত করতে চাইতাম, অহেতুক স্থির করবার বুলি আউড়াতাম। নাহ্…সে থেমে থাকেনি। ধীরে ধীরে বেড়ে উঠেছে কেবল। আমার পুরনো আমিত্বকে গ্রাস করে নতুন আমিতে তৈরি হয়েছে প্রতিনিয়ত।আমি দমাতে পারছিলাম না তাকে।
.
অথচ কখনোই ভেতরের এই আমিটাকে বাহিরে আনার কোনো প্রয়াস আমার ছিলোনা। তবু সে বেড়িয়ে এসেছে আজ। সমুজ্জ্বল হয়েছে স্বমহিমায়। আমি বিস্ময়ের চোখে তাকে দেখছি!
.
তীব্র বেদনার বলিরেখাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখেমুখে। কি ভীষণ দৃঢ়তা! এক প্রবল শক্তির উৎস যেন আত্মবিশ্বাসের জোয়ারে ভেসে যাচ্ছে।তবে এই আমিটাই কি আমি? এতোদিনের সকল ধৈর্যের ফসল? সকল কষ্টকে মুখ বুঝে সহ্য করে, নীরবে মেনে নিয়ে, ভেতরের এই আমিটাই কি তবে তিলে তিলে গড়ে উঠেছিলো আমারই অজান্তে?
.
আজ তাই বাহিরে এসে প্রচণ্ড সাহসিকতার জয়গান গাইছে? আর জ্বলন্ত শিখার মতো দাউ দাউ করে জ্বলে উঠছে, জগতের সকল দম্ভ তুচ্ছ করে! সকল অনিচ্ছাকে তুড়ি মেরে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তারকাছে? তাই কি এতো নির্লিপ্ততা অথচ তীব্র দৃঢ়তা?
.
সকল ভয়কে তুচ্ছজ্ঞাণ করে, অনিশ্চিত ভবিষ্যত জেনেও কেবল স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষায় এগিয়ে চলেছে দৃঢ় প্রত্যয়ে?এই আমিটাকেই কি চেয়েছিলাম আমি? খুঁজেছি হন্যে হয়ে? অথচ আমার ভেতরেই তৈরি হচ্ছিলো, টেরই পাইনি!
.
পুরনো আমার ভেতর থেকে নতুন আমিটা আবির্ভূত হয়েই পড়েছে অবশেষে৷
তারমানে আর পিছনে ফিরবার সময় নেই, পুরনো সেই আমিকে ফিরে পাবার সব পথ এখন বন্ধ হয়ে গিয়েছে।
নতুন আমিটাকে বাঁচাতে সামনে এগুনো ছাড়া আমার আর কোনো উপায় জানা নেই।
২৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
আতকিয়া ফাইরুজ রিসা
ধন্যবাদ অফুরা।
আতকিয়া ফাইরুজ রিসা
অফুরান।
তৌহিদ
নিজের আমিত্বকে নিজের মতো করে খোঁজার চেষ্টা করেছেন যা সবাই পারেনা। এই বোধ সবার মাঝে থাকেও না। সফলতা একদিন আসবেই, হয়তো মনের মতো হবেনা তবে আসবেই যদি এটাকে ধরে রাখেন।
চমৎকার লেখা পড়লাম। ভালো থাকুন সবসময়।
আতকিয়া ফাইরুজ রিসা
মনের তৃপ্তিই তো প্রকৃত সফলতা। যে সফলতাই আসুক আমি তৃপ্ত মনে গ্রহণ করবো ইনশাআল্লাহ্। চমতকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
মোঃ মজিবর রহমান
নিজের আমিত্ব খুজে চলার সাহসিকতা সবার মাঝে থাকেনা। আর সকল অপশক্তি ডিংগিয়ে স্বগর্বে চলার শক্তি যোগায় আমিত্ব। তা বজায় থাকুক। প্রিয়ে। শুভেচ্ছা রইল।
আতকিয়া ফাইরুজ রিসা
নিজেকে খুঁজে পেতেই তো কেটে যায় এক জীবন। তবু চেষ্টা করেছি একটু। অসাধারণ অনুপ্রেরণাময় মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আপনাদের লেখায় মুগ্ধ হয়ে পড়ার চেস্টা করি আপু।
আতকিয়া ফাইরুজ রিসা
মুগ্ধতা আপনার মন্তব্যের মাঝেও ছড়িয়ে গেছে। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
হ্যা ভাল থাকার আপ্রান চেষ্টায় অবিরত সংগ্রাম এখন আমাদের।
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো
আতকিয়া ফাইরুজ রিসা
ভীষণ খুশি লাগছে মন্তব্যটি পেয়ে। অসংখ্য ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার উপস্থাপনা — নতুন আমিটাকে বাঁচাতে সামনে এগুনো ছাড়া আমার আর কোনো উপায় জানা নেই।
শুভেচ্ছা রইলো।
আতকিয়া ফাইরুজ রিসা
আপনার বলা প্রতিটি শব্দ অনুপ্রাণিত করেছে আমাকে। অনেক ধন্যবাদ জানাই হৃদয় থেকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার অন্তর থেকে রইল প্রীতিময় শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
নিজেকে প্রকাশ করার সাহসিকতা সবার থাকে না। বেশীরভাগ আমিত্বের মধ্যে থাকে নোংরামি, নিকষ কালো অন্ধকার তাই আমিত্বকে কেউ খুঁড়তে চায়না পাছে হিতে বিপরীত হয়ে যায়। মানুষ তার বাহ্যিক , কৃত্রিম সৌন্দর্য প্রকাশেই সুখ খুঁজে পায়। ভালো থাকবেন শুভ কামনা রইলো
আতকিয়া ফাইরুজ রিসা
খুব সুন্দর করে এই আমিত্বকে বিশ্লেষণ করেছেন অল্প কথায়। আপনি খুব গুছিয়ে মন্তব্য করেন। আমার ভালো লাগে।
ইঞ্জা
তীব্র বেদনার বলিরেখাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখেমুখে। কি ভীষণ দৃঢ়তা! এক প্রবল শক্তির উৎস যেন আত্মবিশ্বাসের জোয়ারে ভেসে যাচ্ছে।তবে এই আমিটাই কি আমি? এতোদিনের সকল ধৈর্যের ফসল? সকল কষ্টকে মুখ বুঝে সহ্য করে, নীরবে মেনে নিয়ে, ভেতরের এই আমিটাই কি তবে তিলে তিলে গড়ে উঠেছিলো আমারই অজান্তে?
অনন্য অসাধারণ শাব্দিক ব্যবহারে কাব্য হলো অনবদ্য, বিমোহিত হলাম।
আতকিয়া ফাইরুজ রিসা
আপনার মন্তব্যে লেখিকাও বিমোহিত। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
আপনারেই আগে চিনতে হয়!
না হলে অন্যকে কেমনে চিনবো।
ভালো লাগলো
আতকিয়া ফাইরুজ রিসা
নিজেকে চেনাই আসল চেনা। সুন্দর মন্তব্যেের জন্য অনেক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
অথচ কখনোই ভেতরের এই আমিটাকে বাহিরে আনার কোনো প্রয়াস আমার ছিলোনা। তবু সে বেড়িয়ে এসেছে আজ। সমুজ্জ্বল হয়েছে স্বমহিমায়। আমি বিস্ময়ের চোখে তাকে দেখছি!
চমৎকার আমি ——————-
আতকিয়া ফাইরুজ রিসা
অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে পড়ার জন্য।
আকবর হোসেন রবিন
‘মনের দুয়ার বন্ধ হলে সময় যে সব যাবে চলে’। আপনার মনের দুয়ার খুলে গেছে। ব্যাপারটা সুন্দর। উপভোগ করতে থাকুন। শুভকামনা রইল।
আতকিয়া ফাইরুজ রিসা
অনেক ধন্যবাদ আপনাকে।