ইসলাম ধর্ম কখনও সাম্প্রদায়িক হতে শেখায় না। কারণ হাদীসে এসেছে যার যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে। যারা উগ্রভাবে ইসলাম ধর্মের অনুসারী তারাই সাম্প্রদায়িক সবাই নয়।
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা আপনাকেও ।
ভাল থাকুন সব সময়।
ধর্ম যার যার উৎসব তার তার–এই কথাটিই সাম্প্রদায়িক কিন্তু আমার দেশ মনে করে ধর্ম যার যার উৎসব সবার আর এটাই হয়ে আসছে সেই আদিকাল হতে। সাম্প্রদায়ীক ধর্ম শেখায় না শেখায় কিছু কুচক্রি মানুষ যারা ধর্ম নিয়ে ধান্দা করে। সংক্ষিপ্ত হলেও পোষ্টে আলোচনার অনেক বিষয় আছে।
৯টি মন্তব্য
ফয়জুল মহী
আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
মোঃ তোফাজ্জল হোসাইন
আপনার প্রতিও শুভকামনা ভাই টু
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো 🌹🌹। সুন্দর লিখেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
খুবি সুন্দর প্রকাশ, দাদা।
আপনাকে শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
আমাদের ধর্ম সাম্প্রদায়িক হতে শিখায় বলে আমি মনে করিনা।
কিছু অতি উগ্র ধর্ম ব্যবসায়ী এটি শিখায়।
কোনো ধর্মেই উগ্রতার শিক্ষা দেয় না।
শারদীয়ার শুভেচ্ছা আপনাকেও।
শুভ কামনা।
তৌহিদ
ইসলাম ধর্ম কখনও সাম্প্রদায়িক হতে শেখায় না। কারণ হাদীসে এসেছে যার যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে। যারা উগ্রভাবে ইসলাম ধর্মের অনুসারী তারাই সাম্প্রদায়িক সবাই নয়।
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা আপনাকেও ।
ভাল থাকুন সব সময়।
সাবিনা ইয়াসমিন
পৃথিবীটা মানুষের হোক। সকল ধর্মে মানবতার জয় হোক। শুভেচ্ছা আপনাকেও 🌹🌹
মনির হোসেন মমি
ধর্ম যার যার উৎসব তার তার–এই কথাটিই সাম্প্রদায়িক কিন্তু আমার দেশ মনে করে ধর্ম যার যার উৎসব সবার আর এটাই হয়ে আসছে সেই আদিকাল হতে। সাম্প্রদায়ীক ধর্ম শেখায় না শেখায় কিছু কুচক্রি মানুষ যারা ধর্ম নিয়ে ধান্দা করে। সংক্ষিপ্ত হলেও পোষ্টে আলোচনার অনেক বিষয় আছে।
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল