প্রতিটি দিনই শুরু হয় খুব ব্যস্ততার মধ্যদিয়ে। ভোরে শয্যা ত্যাগের ব্যাপারটিও হয়ে গেছে নিয়মিত। ছুটিছাটাও ঠিক ওভাবে ভোগ করা যায় না যেভাবে অন্যরা করে। কর্মস্থলও বেশ দূরে পরিবার পরিজন থেকে। বিশেষ কোনও দিন কিংবা সুযোগ ছাড়া কাছের মানুষদের দেখাও বড় দায়। সারাদিন সাইট, অফিস, মিটিং, ট্রেনিং, রিপোর্ট, ইমেইল এসব করতে করতেই পেরিয়ে যায় একেকটি দিন, একেকটি মাস, একেকটি বছর। কখনও কখনও রাত জেগেও করতে হয় দাপ্তরিক কর্মকাণ্ড। কাজগুলো সবই নিয়মতান্ত্রিক। আর আমিও ধীরেধীরে হয়ে গেছি বেশ যান্ত্রিক। মাঝেমাঝেই মনে হয় শরীরের কোনও কোনও কলকব্জা হয়তো কাজ করছে না। তবুও সামলে নিই নিজেকে। দাপ্তরিক কাজে সারাদিন ইংরেজি বুলি আওড়িয়ে অবসরে বাংলা সাহিত্যচর্চা বেশ দুরূহ হয়ে পরে তখন। ব্লগের বিভিন্ন গুণী লেখক কিংবা কবিদের কাছে নিজেকে লাগে নিতান্তই তুচ্ছ। তবুও তাঁদের সান্নিধ্য, তাঁদের রচনাশৈলী বেশ ভাল লাগে। মুগ্ধ হয়ে যাই তাঁদের অসামান্য লেখনী পড়ে।
ভাল লেখক কিংবা কবি না হতে পারি, ভাল পাঠক হতে দোষ কি!!!
১১টি মন্তব্য
পর্তুলিকা
এক সময় ব্যস্ততায় অভ্যস্থ হয়ে যাবেন। সুকুমার বৃত্তি গুলো এভাবেই সময়হীনতায় ধুকতে থাকে। মাঝে মাঝে সময় পেলেই লিখবেন ব্লগে।
রুমন আশরাফ
ঠিক তাই। সময় পেলে তাই একটু উঁকিঝুঁকি মারি। লেখালেখির চেষ্টা করি। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ব্যস্ত থেকে ও যারা সবদিক ঠিক রাখতে পারে তারা একটু আকটু বিরতি দিলে সমস্যা নেই। তাদের প্রতিভার ধার বেড়ে যায়। শুভ সকাল
রুমন আশরাফ
চেষ্টা করি সব ঠিকঠাক রাখার। ধন্যবাদ দিদি।
এস.জেড বাবু
সোনেলায় আপনার উপস্থিতি যে কোন লিখকের চেয়ে দুর্দান্ত। আমি নিয়মিত না হলেও আপনার লিখা পেলে অবশ্যই পড়ি।
প্রতিটি মানুষের জীবন যান্ত্রিক, অন্তত কর্মব্যাস্ত/ দায়িত্ববোধের বয়সে। নিজের প্রতি যত্ন নিবেন।
অশেষ শুভকামনা রইলো।
রুমন আশরাফ
খুব ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। আপনার লেখাও অসাধারণ। আমার ভাল লাগে। শুভ কামনা রইলো ভাই।
এস.জেড বাবু
শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।
ত্রিস্তান
এভাবে নিজেকে সরিয়ে রাখার অপচেষ্টা মেনে নেবো না। আপনাকে আমাদের চাই ই চাই। ভালোবাসি তো ভাই, অ-নে-ক…..
রুমন আশরাফ
ধন্যবাদ ভাই। আপনার ভালবাসায় সিক্ত হলাম। শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
অনুপম, শুভ কামনা অহর্নিশি। ♥♥।
রুমন আশরাফ
আপনার প্রতিও শুভ কামনা রইলো মহী ভাই।