
আমার একটি ঈশ্বর আছে
একান্তীয় আমার,
সুখের মাঝে ও আমার
দুঃখের মাঝে ও আমার
প্রেমেও আমার,
বিরহে ও আমার ।
আমার একটি ঈশ্বর আছে
চার পাশ জুড়ে আমার
কল্যানে আমার,
অকল্যানে ও আমার
স্বপ্নে আমার,
বাস্তবে আমার ।
আমার একটি ঈশ্বর আছে
ধ্যানে জ্ঞ্যানে বিরাজ আমার
সুচিন্তায় আমার
দুঃচিন্তায় আমার
কর্মে আমার
ধর্মে আমার ।
আমার একটি ঈশ্বর আছে
অস্তিত্ব জুড়ে আমার
অন্তরে আমার
বাহিরে আমার
বিশ্বাসে আমার
অবিশ্বাসে আমার ।
আমার একটি ঈশ্বর আছে
ছায়ার মতো লেগে থাকে আমার
সহনশীলতায় আমার
উগ্রতায় আমার
বুদ্ধিমত্তায় আমার
কীর্তিকলাপে আমার ।
আমার একটি ঈশ্বর আছে
প্রতিদিন লিপিতে আমার
সময়ে আমার, অসময়ে আমার
পাওয়া না পাওয়ার হিসাবে আমার
ঘৃণা বঞ্চনায় আমার,
ত্যাগে মহিমায় আমার
হিংসা বিদ্বেষ, ক্রোধে আমার
উন্মুক্ত চিত্তে আমার
অন্তরাত্মার অন্তস্থল জুড়ে আমার ।।
রচনা কাল ঃ ০৭/১২/২০২০
ঢাকা
১২টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখুনি।
ভালো থাকুন, শুভ কামনা রইল।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
সুনিপুণ লেখনশৈলী
বিমুগ্ধতা অন্তহীন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
সময়ে অসময়ে, বিশ্বাস অবিশ্বাসের মাঝে ঈশ্বর বিদ্যমান থাকেন আমার/ আমাদের মাঝেই।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা আপু
আরজু মুক্তা
তাইতো। ঈশ্বর সবখানে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সর্বত্র কালো-সাদা, আলো-অন্ধকার, ভালো-মন্দ সবখানেই আছেন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
হুম সেটাই। তিনি সবখানেই সবার জন্য।
শুভ কামনা রইলো ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা