এ পৃথিবীতে যে আসবো সেটা কখনো কল্পনা করিনি,আসতে হবে সেটাও ভাবিনি!তবে কোথথেকে যে এসেছি সেটা জানি না,শুধু শুনেছি মায়ের পেট থেকে এসেছি,তবে কীভাবে মায়ের পেটে ছিলাম,সেটা জানিনা৷শুধু অবাক হই কে পাঠিয়েছে মায়ের পেটের ভিতর!কীভাবে ছিলাম ওখানে?ঐ অল্প জায়গায়,ভেবে শুধু হাঁফিয়ে উঠি৷পেটের ভিতর কীভাবে থাকতাম সেটা জানিনা,তবে কিছু ধর্ম এবং বিজ্ঞান এ বিষয়ে কিছুটা বলেছে,সেটা কিছুটা লক্ষণীয়৷
তবে আমরা প্রকৃতই যে কোথা থেকে এসেছি বা আসছি,কে পাঠাচ্ছে বা কার হুকুমে চলে যাচ্ছি সেটাই আজ পর্যন্ত আবিষ্কার হয়নি৷এটাই এখন চিন্তার বিষয়৷যেদিন থেকে একটু বুঝ শক্তি পেয়েছি,সেদিন থেকে জীব বা প্রাণীর মধ্যে একটা জিনিস লক্ষ করেছি,সেটা হলো ঐ আসা যাওয়া; মানে জন্মমৃত্যু৷এক জাতি চলে যাচ্ছে বিনিময়ে আরেক জাতি বা প্রজাতি আসছে,শুধু মাঝ খানে সময়টা কিছুটা আপডাউন হচ্ছে;সময়ের এই আবর্তনে পড়ে আমরা কিছু জীবকূল বিলীন হয়ে যাচ্ছি,আবার কিছু নতুন জীবকুল উদয় হচ্ছি৷
এটাই যুগে যুগে চক্রাকারে বহমান এবং দৃশ্যমান৷ মন চাই অমর হয়ে থাকি,কিন্তু কি করে থাকি?বাপ-দাদা,চৌদ্দগুষ্টি সব চলে গেছে,পরপারে৷ তাহলে বলো,স্বজাতী হয়ে আমি কি করে এ পৃথিবীতে থাকি?চলে যাবো সবাই-শুধু সময়ের অপেক্ষা!!!

৫৭২জন ৫৭২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ